প্রথম বছর:
গত ১২/১২/২০২১ রবিবার অনুষ্ঠিত হয়ে গেছিল বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা। পরীক্ষায় উপস্থিত হয়েছিল ২১৪ জন ছাত্র-ছাত্রী ও ১৫০ জনের মত অভিভাবকবৃন্দ,সঙ্গে ছিল ২০ জন পরীক্ষক ও ১৫ জনের মত সহকারী। এই পরীক্ষা উৎসবে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে ঘোষণা করছি আগামী 01/01/2022 শনিবার নতুন বছরে নতুন দিনে প্রকাশ হবে এই পরীক্ষার ফলাফল ইনশাআল্লাহ।
ফলাফল জানতে অ্যাডমিটের আট সংখ্যা নম্বর টা সঙ্গে রাখুন। পুরস্কারের দিন অবশ্যই অ্যাডমিট আনতে হবে।
দ্বিতীয় বছর:
বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে 25/12/2022
সুবর্ণপুর হাই স্কুলে।
বেঙ্গল সায়েন্স এডুকেশন্যাল
অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে শিক্ষাদীপ একাডেমীর পরিচালনায়
সায়েন্স ট্যালেন্ট
হান্ট (বিজ্ঞান মেধা অন্বেষণ) পরীক্ষা টি অনুষ্ঠিত হয়েছিল 25/12/2022 রবিবার
সুবর্ণপুর হাই স্কুলে। সাফল্যের সঙ্গে পরীক্ষাটি শেষ হয় । উপস্থিত 136 জন চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
পর্যন্ত বিজ্ঞান বিষয়ে OMR Sheet এর মাধ্যমে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে বিজ্ঞানমনস্ক
ভাবনা ছাত্র মনে গঠনের জন্য একটি বিজ্ঞান বিষয়ক জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাতে কিছু কুসংস্কার দূরীকরণে বার্তা দেওয়া হয়
আর তার শেষে শারীরিক কসরত অর্জনের জন্য ও সুস্থ জীবন গঠনের জন্য ক্যারাটে প্রশিক্ষণের
একটি বার্তা দেওয়া হয়।
দুজন ক্যারাটে
শিক্ষক ছাত্রছাত্রীদের কিছু নমুনা দেখাতেই সকলে উৎসাহিত ও আনন্দিত হয়।
এমনভাবে সুন্দর করে
প্রোগ্রামটি শেষ হয় । সকলের সুস্থতা কামনা করে সমস্ত ছাত্রছাত্রী
এবং অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জানিয়ে শিক্ষাদীপ একাডেমির প্রতিষ্ঠাতা
ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আগামী বছরে আরো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা ও সকলের সহযোগিতার করার কথা বলেন।
তিনি ঘোষনা করেন আগামী
2৮ শে ফেব্রুয়ারি ২০২৩ এ ভারতীয় জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে এই পরীক্ষার
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাথে একটি বিজ্ঞান প্রদর্শনী মেলার আয়োজনের । উক্ত মেলায়
বিভিন্ন সায়েন্স সোসাইটি
থেকে প্রফেসর ,বিজ্ঞানী ,ছাত্র ,অভিভাবক ,শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন। সাথে সাথে একটি ক্যারাটে প্রতিযোগিতার ব্যবস্থা করার কথাও তিনি বলেন।


No comments:
Post a Comment