Tuesday, December 7, 2021

অষ্টম শ্রেণীর বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়)

 



সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের

(A) 1/12 অংশ জলে নিমজ্জিত থাকে

(B) 11/12 অংশ জলে নিমজ্জিত থাকে

(C) 1/11 অংশ জলে নিমজ্জিত থাকে

(D) 7/12 অংশ জলে নিমজ্জিত থাকে

Ans. B

2. একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে, টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে, তা হল

(A) ঘর্ষণ বল

(B) অভিকর্ষ বল

(C) মহাকর্ষ বল

(D) কোনোটিই নয়

Ans. A

3. একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে একটি সমতল আয়নায় দেখে মনে হল 9 টা 20 মিনিট বেজেছে তখন প্রকৃত সময় ছিল—

(A) 9 টা 20 মিনিট

(B) 2 টো 40 মিনিট

(C) 8 টা 40 মিনিট

(D) 4টে 45 মিনিট

Ans. B

4. পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাদে অভিকর্ষজ ত্বরণের মান হয়—

(A) g

(B) g/2

(C) g/6

(D) 6/g

Ans. C

5. আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়

(A) 90°

(B) 45°

(C) 30°

(D) 60°

Ans. A

6. বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম

(A) উত্তপ্ত হয়

(B) উত্তপ্ত হয় না

(C) মাঝে মাঝে উত্তপ্ত হয়

(D) শীতল হয়

Ans. B

8. চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক

(A) কমে যায়

(B) বেড়ে যায়

(C) একই থাকে

(D) শূন্য হয়

Ans. A

9. দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল—

(A) অপরিবর্তিত থাকবে

(B) কমবে

(C) বাড়বে

Ans. C

10. পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘোরে—

(A) প্রোটন

(B) ইলেকট্রন

(C) নিউট্রন

(D) নিউট্রন ও প্রোটন উভয়েই

Ans. B

11. CGS পদ্ধতিতে বলের একক

(A) ডাইন

(B) পাউন্ডাল

(C) নিউটন

(D) কুলম্ব

Ans. A

12. দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের

(A) সমান হবে

(B) চারগুণ হবে

(C) পাঁচগুণ হবে

(D) অর্ধেক হবে

Ans. A

13. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাপায়ন

(A) দ্রুত হয়

(B) ধীরে হয়

(C) একই থাকে

Ans. B

14. দুই প্রকার স্থির-তড়িতের নামকরণ করেন বিজ্ঞানী

(A) ফ্রাঙ্কলিন

(B) কুলম্ব

(C) ফ্যারাডে

(D) নিউটন

Ans. A

15. নীচের কোনটির ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয় না

(A) নিয়মিত প্রতিফলন

(B) বিক্ষিপ্ত প্রতিফলন

(C) উভয়ই

Ans. C

16. যে অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল

(A) BDO

(B) PSR

(C) OMU

(D) ACL

Ans. C

17. সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে—

(A) রবারে

(B) কাছে

(C) রুপোয়

(D) কাঠে

Ans. C

18. একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন

(A) বাড়তে থাকে

(B) কমতে থাকে

(C) একই থাকে

(D) মাঝে মাঝে বাড়তে থাকে

Ans. B

19. জল জমে বরফে পরিণত হলে আয়তনে

(A) বাড়ে

(B) কমে

(C) একই থাকে

(D) কোনোটিই নয়

Ans. A

20. অবাধে পতনশীল বস্তুর 1s পরে বেগ 9.8 m/s হলে 3s পরে বেগ হবে—

(A) 8.9 m/s

(B) 9.8 m/s

(C) 29.4 m/s

(D) 19.6 m/s

Ans. C

21. সিসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক

(A) বিশুদ্ধ সিসার গলনাঙ্কের সমান

(B) বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান

(C) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি

(D) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম

Ans. D

22. দার্জিলিং-এ জলের স্ফুটনাঙ্ক 100°C-এর

(A) বেশি

(B) সমান

(C) কম

(D) একই থাকে

Ans. C

23. ধাতব পদার্থ তড়িতের

(A) কুপরিবাহী

(B) সুপরিবাহী

(C) অর্ধপরিবাহী

(D) অপরিবাহী

Ans. B

24. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন্ পদ্ধতিতে?

(A) পরিবহণ

(B) পরিচলন

(C) বিকিরণ

Ans. C

25. প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান—

(A) 0°

(B) 45°

(C) 90°

(D) 60°

Ans. A

26. 4 kg ও 5 kg ভরের দুটি বস্তুর মধ্যে কার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান বেশি?

(A) 4 kg ভরের

(B) 5 kg ভরের

(C) দুটি বস্তুতেই সমান

(D) বলা সম্ভব নয়

Ans. C

28. দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল—

(A) অপরিবর্তিত থাকবে

(B) কমবে

(C) বাড়বে

Ans. C

29. ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হল—

(A) 0°F

(B) 180°F

(C) 32°F

(D) 212°F

Ans. C

30. স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল—

(A) বাড়বে

(B) কমবে

(C) একই থাকবে

(D) স্পর্শতলের প্রকৃতির ওপর ঘর্ষণ বল নির্ভর করে না

Ans. A

31. সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ

(A) ক্রমশ কমে

(B) মাঝে মাঝে কমে

(C) সর্বদা একই থাকে

(D) ক্রমশ বাড়ে

Ans. D

32. SI-তে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল—

(A) কুলম্ব

(B) ফ্যারাড়ে

(C) ই এস ইউ আধান

(D) অ্যাম্পিয়ার

Ans. A

33. কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে রেশমে—

(A) ঋণাত্মক আধান সৃষ্টি হয়

(B) ধনাত্মক আধান সৃষ্টি হয়

(C) কোনো আধান সৃষ্টি হয় না

Ans. A

34. বায়ুতে দুটি সম-আধান পরস্পরের থেকে 5 cm দূরে আছে এখন তাদের মধ্যে দূরত্ব 10 cm করা হল। বিকর্ষণ বল পূর্বের মানের

(A) দ্বিগুণ হবে

(B) চারগুণ হবে

(C) 1/4 অংশ হবে

(D) 1/2 অংশ হবে

Ans. C

35. শহরে পানীয় জল সরবরাহ করা হয়—

(A) জলের সমোচ্চশীলতা ধর্মের ওপর ভিত্তি করে

(B) প্লবতার ওপর ভিত্তি করে

(C) আয়তনের ওপর ভিত্তি করে

(D) উষ্ণতার ওপর ভিত্তি করে

Ans. A

36. 0°C উষ্ণতার একটি বরফখণ্ডে গর্ত করে 10°C উষ্ণতার জল দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে

(A) 10°C

(B) 0°C

(C) -10°C

(D) 100°C

Ans. B

37. হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল

(A) নিয়মিত প্রতিফলন

(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

(C) বিক্ষিপ্ত প্রতিফলন

(D) বিচ্ছুরণ

Ans. B

38. কোনো ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে v বেগে দৌড়ালে ব্যক্তির প্রতিবিম্ব

(A) ব্যক্তি থেকে 2v বেগে সরে যাবে

(B) ব্যক্তি থেকে y বেগে সরে যাবে

(C) ব্যক্তির দিকে 20 বেগে এগিয়ে আসবে

(D) স্থির থাকবে

Ans. C

39. কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতার

(A) সমান

(B) কম

(C) বেশি

Ans. B

40. কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে—

(A) স্কুটন

(B) ঊর্ধ্বপাতন

(C) গলন

Ans. B

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. তরল ফুটে বাষ্পে পরিণত হওয়াকে বলে—

(A) বাষ্পায়ন

(B) স্কুটন

(C) গলন

(D) ঘনীভবন

Ans. B

2. কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়?

(A) কয়লা

(B) গ্রাফাইট

(C) রুপো

(D) অ্যালুমিনিয়াম

Ans. A

3. মিথেনে সমযোজী বন্ধন আছে—

(A) 2 টি

(B) 3 টি

(C) 4টি

(D) 5 টি

Ans. C

4. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ কী নামে পরিচিত?

(A) অনুঘটক

(B) বিক্রিয়াজাত পদার্থ

(C) বিক্রিয়ক

(D) প্রভাবক

Ans. C

5. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নীচের কোনটি প্রভাবক?

(A) উষ্ণতা

(B) আলো

(C) চাপ

(D) সবকটিই

Ans. D

6. তড়িদবিশ্লেষণ সম্পর্কে নীচের কোন্ উক্তিটি সঠিক নয়?

(A) কঠিন অবস্থাতে তড়িদবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করে তড়িবিশ্লেষণ করা যায়

(B) ক্যাথোডে বিজারণ ঘটে

(C) তড়িদ্বারের প্রকৃতি তড়িদবিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে

(D) তড়িদবিশ্লেষণের পূর্বে ও পরে তড়িবিশ্লেষ্য দ্রবণের রং-এর পরিবর্তন ঘটতে পারে

Ans. A

7. নীচের কোন্ অক্সাইডটি উভধর্মী?

(A) কার্বন ডাইঅক্সাইড

(B) ক্যালশিয়াম অক্সাইড

(C) জিংক অক্সাইড

(D) সালফার ডাইঅক্সাইড

Ans. C

8. কঠিনের নিজস্ব

(A) আয়তন আছে

(B) আকৃতি আছে

(C) A ও B উভয়ই সত্য

(D) A ও B কোনোটিই সত্য নয়

Ans. C

9. ভরসংখ্যা হল—

(A) নিউট্রন + ইলেকট্রন

(B) ইলেকট্রন + প্রোটন

(C) নিউট্রন – প্রোটন

(D) নিউট্রন + প্রোটন

Ans. D

10. ঝালাই করার সময় অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয়—

(A) তাপ

(B) আলো

(C) তাপ ও আলো

(D) কোনোটিই নয়

Ans. C

11. 2Cu(NO3)2⟶2CuO+4NO2+O2, বিক্রিয়াটির ক্ষেত্রে সম্ভাব্য প্রভাবক হল—

(A) তাপ

(B) আলো

(C) চাপ

(D) দ্রাবক

Ans. A

12. যে যৌগের অণুতে দ্বিবন্ধন দেখা যায়, সেটি হল

(A) Cl2

(B) H2

(C) O2

(D) CHCl3

Ans. C

13. নীচের কোটি তড়িবিশ্লেষণ প্রক্রিয়ার ব্যাবহারিক প্রয়োগ নয়?

(A) ধাতু নিষ্কাশন

(B) ধাতু পরিশোধন

(C) তড়িৎলেপন

(D) তড়িৎ পরিবহণ

Ans. D

14. লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তা হল

(A) অক্সিজেন

(B) কার্বন ডাইঅক্সাইড

(C) হাইড্রোজেন

(D) নাইট্রোজেন

Ans. C

15. গন্ধ হল পদার্থের

(A) ভৌত ধর্ম

(B) রাসায়নিক ধর্ম

(C) চৌম্বক ধর্ম

(D) A ও B উভয়ই

Ans. A

16. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে খাদ্যে যে শক্তিতে পরিণত করে তা হল

(A) রাসায়নিক শক্তি

(B) তাপ শক্তি

(C) গতিশক্তি

(D) কোনোটিই নয়

Ans. A

17. খাদ্যলবণের গলনাঙ্ক হল—

(A) 1063°C

(B) 801°C

(C) 1530°C

(D) 0°C

Ans. B

18. নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—

(A) মহাকর্ষ বল

(B) স্থির-তাড়িতিক বল

(C) নিউক্লীয় বল

(D) তড়িচ্চুম্বকীয় বল

Ans. C

19. আর্থরাইটিস রোগে নীচের কোন উপসর্গ দেখা যায়?

(A) রক্তচাপ বেড়ে যাওয়া

(B) রক্তাল্পতা

(C) অস্থিসন্ধির ক্ষয়

(D) দেহের উষ্ণতা বেড়ে যাওয়া

Ans. C

20. ভরসংখ্যা হল—

(A) নিউট্রন + ইলেকট্রন

(B) ইলেকট্রন + প্রোটন

(C) নিউট্রন – প্রোটন

(D) নিউট্রন + প্রোটন

Ans. D

21. নিম্ন প্রদত্ত কোন ধাতুটি কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না?

(A) সোডিয়াম

(B) রুপো

(C) লোহা

(D) ক্যালশিয়াম

Ans. B

22. স্পর্শ করলে হাতে লেগে যায়

(A) মোম

(B) আলকাতরা

(C) লোহা

(D) কাঠ

Ans. B

23. সাধারণ হাইড্রোজেনের তুলনায় জায়মান হাইড্রোজেনের

(A) জারণ ক্ষমতা বেশি

(B) বিজারণ ক্ষমতা বেশি

(C) স্থায়িত্ব বেশি

(D) যোজ্যতার মান বেশি

Ans. B

24. একটি রুপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডরূপে ব্যবহৃত হয়

(A) Pt

(B) Ag

(C) Au

(D) Mg

Ans. C

25. ক্যাথোডে সংঘটিত হয়

(A) জারণ

(B) বিজারণ

(C) প্রতিস্থাপন

(D) কোনোটিই নয়

Ans. B

26. গলিত NaCl -এর তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে জমা হবে

(A) Na

(B) H2

(C) H2O

(D) Cl2

Ans. D

27. জলে ক-টি সমযোজী বন্ধন আছে?

(A) 3 টি

(B) 2 টি

(C) 1 টি

(D) 4টি

Ans. B

28. SO3 -এর বিজারণে SO2 উৎপন্ন হওয়ার সময় সালফারের যোজ্যতা—

(A) বাড়ে

(B) কমে

(C) একই থাকে

(D) A ও C উভয়ই হতে পারে

Ans. B

29. নীচের কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়?

(A) কাঠ

(B) তামা

(C) লোহা

(D) গ্রাফাইট

Ans. A

30. নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—

(A) মহাকর্ষ বল

(B) স্থির-তাড়িতিক বল

(C) নিউক্লীয় বল

(D) তড়িচ্চুম্বকীয় বল

Ans. C

31. কোনটি জলীয় দ্রবণে বিয়োজিত হলে সবচেয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করবে

(A) NaCl

(B) K2SO4

(C) CaSO4

(D) Na3PO4

Ans. D

32. মানবদেহের প্রতি 100g ভরে নাইট্রোজেন থাকে—

(A) 9.99g

(B) 2.57g

(C) 1.11g

(D) 11.11g

Ans. B

33. মানবদেহের প্রতি 100g ভরে নাইট্রোজেন থাকে—

(A) 9.99g

(B) 2.57g

(C) 1.11g

(D) 11.11g

Ans. B

34. অ্যামোনিয়ার জলীয় দ্রবণ—

(A) আম্লিক

(B) ক্ষারীয়

(C) প্রশম

(D) বলা যায় না

Ans. B

35. কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে—

(A) জারণ হয়

(B) বিজারণ হয়

(C) অধঃক্ষেপণ হয়

(D) কোনোটিই নয়

Ans. A

36. সোনার গলনাঙ্ক হল—

(A) 1063°C

(B) 801°C

(C) 1530°C

(D) 1200°C

Ans. A

37. বর্ণহীন তরল পদার্থ হল—

(A) পারদ

(B) জল

(C) ব্রোমিন

(D) কেরোসিন

Ans. B

38. বাদামি বর্ণের গ্যাস হল—

(A) নাইট্রোজেন ডাইঅক্সাইড

(B) ক্লোরিন

(C) হাইড্রোজেন

(D) অ্যামোনিয়া

Ans. A

39. নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—

(A) মহাকর্ষ বল

(B) স্থির-তাড়িতিক বল

(C) নিউক্লীয় বল

(D) তড়িচ্চুম্বকীয় বল

Ans. C

40. যে কণাটি নিউক্লিয়াসে থাকে না সেটি হল

(A) প্রোটন

(B) নিউট্রন

(C) ইলেকট্রন

(D) মেসন

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. হাইড্রোজেনের গন্ধ

(A) নেই

(B) ঝাঁজালো

(C) মিষ্টি

(D) পচা ডিমের মতো

Ans. A

2. কোন্ কথাটি ভুল?

(A) জিংককে গাঢ় NaOH দ্রবণসহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়

(B) অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে

(C) জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়

(D) অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হল ইস্পাত তৈরি

Ans. C

3. দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়—

(A) সার্কিট

(B) ব্যাটারি

(C) সুইচ

(D) রেগুলেটর

Ans. B

4. MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে—

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

5. অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয়—

(A) Fe2O3

(B) Fe3O4

(C) Pb3O4

(D) K2O

Ans. A

6. বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়

(A) ক্ল্যাম্প

(B) টেস্টটিউব

(C) ওয়াচ গ্লাস

(D) ব্যুরেট

Ans. A

7. যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) HgO

(B) MgO

(C) CaO

(D) Na2O

Ans. A

8. একটি জারক গ্যাস হল

(A) H2S

(B) O2

(C) NH3

(D) H2

Ans. B

9. MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে—

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

10. ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়

(A) আম্লিক অক্সাইড

(B) ক্ষারকীয় অক্সাইড

(C) প্রশম অক্সাইড

(D) উভধর্মী অক্সাইড

Ans. B

11. A, B, C তিনটি টেস্টটিউবের মধ্যে A টেস্টটিউবে পটাশিয়াম ক্লোরেট, B টেস্টটিউবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং C টেস্টটিউবে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়ে একই সঙ্গে উত্তপ্ত করা হল। যে টেস্টটিউব থেকে অক্সিজেন গ্যাস আগে পাওয়া যাবে তা হল

(A) C

(B) B

(C) A

(D) A ও C থেকে একসঙ্গে

Ans. A

12. যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) HgO

(B) MgO

(C) CaO

(D) Na2O

Ans. A

13. তীব্র ক্ষার NaOH দ্রবণের সাথে যে অধাতু বিক্রিয়া করে h, গ্যাস উৎপন্ন করে তা হল

(A) সিলিকন

(B) সালফার

(C) কার্বন

(D) ফসফরাস

Ans. A

14. কোন্‌টি থেকে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন প্রস্তুত করা হয়?

(A) স্টিম

(B) প্রাকৃতিক গ্যাস

(C) লঘু সালফিউরিক অ্যাসিড

(D) A ও B উভয়ই

Ans. D

15. প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইড?

(A) CrO5

(B) Fe2O3

(C) P2O5

(D) Al2O3

Ans. D

16. আম্লিক অক্সাইডের উদাহরণ

(A) CO2

(B) CO

(C) Na2O

(D) MgO

Ans. A

17. কোন্‌টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

(A) অ্যামোনিয়া তৈরি

(B) ইউরিয়া তৈরি

(C) সোড়া তৈরি

(D) ইস্পাত তৈরি

Ans. D

18. যে যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) পটাশিয়াম ক্লোরাইড

(B) পটাশিয়াম ক্লোরেট

(C) সোডিয়াম ক্লোরাইড

(D) অ্যামোনিয়া

Ans. B

19. পরীক্ষাগারে পটাশিয়াম পাইরোগ্যালেট নেই, যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শোষিত হবে তা হল

(A) অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ

(B) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ

(C) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ

(D) অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ

Ans. A

20. কোন্ পদ্ধতিতে প্রকৃতিতে 0. -এর পরিমাণ বৃদ্ধি পায়?

(A) শ্বসন

(B) দহন

(C) জারণ

(D) সালোকসংশ্লেষ

Ans. D

21. আম্লিক অক্সাইডের উদাহরণ

(A) CO2

(B) CO

(C) Na2O

(D) MgO

Ans. A

22. নির্জল কোশের নীচের সমতল দিকটি

(A) পজিটিভ প্রান্ত

(B) নেগেটিভ প্রান্ত

(C) নিউট্রাল প্রান্ত

(D) চিহ্নিত করা যায় না

Ans. B

23. যে গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক, তা হল—

(A) অক্সিজেন

(B) হাইড্রোজেন

(C) নাইট্রোজেন

(D) অ্যামোনিয়া

Ans. A

24. টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন

(A) পিপেট ও ব্যুরেট

(B) তড়িৎ কোশ

(C) উল্ফ বোতল

Ans. A

25. ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

(A) Au

(B) Cu

(C) Ag

(D) Al

Ans. D

26. লোহায় মরচে গঠনে বায়ুর যে উপাদানগুলি অংশ নেয় তা হল

(A) নাইট্রোজেন ও অক্সিজেন

(B) অক্সিজেন ও জলীয় বাষ্প

(C) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

(D) জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড

Ans. B

27. কোনটি সাধারণ বালবের তুলনায় LED ব্যবহারের সুবিধা নয়?

(A) সাধারণ বাবের চেয়ে LED-র আয়ু অনেক বেশি

(B) নাড়াচাড়াতে LED কেটে যাওয়ার ভয় নেই

(C) LED-র দাম সাধারণ বাবের চেয়ে কম

(D) LED ব্যবহারে বিদ্যুতের সাশ্রয় হয়

Ans. C

28. বায়ুর চেয়ে হালকা গ্যাস

(A) H2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. A

29. MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে—

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

30. লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়

(A) H2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. B

31. পরীক্ষাগারে কোনো নমুনাকে উত্তপ্ত করার সময় যে স্ট্যান্ড ব্যবহার করা হয় তাকে বলে

(A) ত্রিপদ স্ট্যান্ড

(B) দ্বিপদ স্ট্যান্ড

(C) চতুস্পদ স্ট্যান্ড

(D) ক্ল্যাম্প

Ans. A

32. হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল—

(A) জল তৈরিতে

(B) হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

(C) অ্যামোনিয়া তৈরিতে

(D) সালফিউরিক অ্যাসিড তৈরিতে

Ans. C

33. হাইড্রোলিথ হল—

(A) NaH

(B) CaH2

(C) NH3

(D) H2S

Ans. B

34. নির্জল কোশের নীচের সমতল দিকটি

(A) পজিটিভ প্রান্ত

(B) নেগেটিভ প্রান্ত

(C) নিউট্রাল প্রান্ত

(D) চিহ্নিত করা যায় না

Ans. B

35. নীচের কোন মৌলটির সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ উৎপন্ন করে?

(A) C

(B) Ca

(C) N

(D) Cl

Ans. B

36. দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়—

(A) সার্কিট

(B) ব্যাটারি

(C) সুইচ

(D) রেগুলেটর

Ans. B

37. ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

(A) Au

(B) Cu

(C) Ag

(D) Al

Ans. D

38. কোন্‌টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

(A) অ্যামোনিয়া তৈরি

(B) ইউরিয়া তৈরি

(C) সোড়া তৈরি

(D) ইস্পাত তৈরি

Ans. D

39. হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল—

(A) জল তৈরিতে

(B) হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

(C) অ্যামোনিয়া তৈরিতে

(D) সালফিউরিক অ্যাসিড তৈরিতে

Ans. C

40. পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় MnO2 -এর বিকল্প হল

(A) Pt

(B) K2O

(C) Fe2O3

(D) Pb3O4

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. নীচের যেটি নিয়তাকার কার্বন, সেটি হল—

(A) হিরে

(B) কোক

(C) গ্যাসকার্বন

(D) অঙ্গার

Ans. A

2. 1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে

(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান

(D) ওপরের কোনোটিই নয়

Ans. C

3. সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হল

(A) অতিবেগুনি রশ্মি

(B) ইনফ্রারেড রশ্মি

(C) দৃশ্যমান আলো

(D) এক্স রশ্মি

Ans. B

4. কার্বনজাত দ্রব্যের অসম্পূর্ণ দহন হলে যে মারাত্মক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, তার নাম

(A) কার্বন ডাইঅক্সাইড

(B) কার্বন মনোক্সাইড

(C) অ্যামোনিয়া

(D) ওজোন

Ans. B

5. কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়?

(A) সাইকেল

(B) দাঁড় টানা নৌকা

(C) মোটরগাড়ি

(D) কোনোটিই সঠিক নয়

Ans. C

6. অগ্নি নির্বাপক হিসেবে যে গ্যাসটি ব্যবহৃত হয়, তা হল

(A) SO2

(B) CO2

(C) Cl2

(D) O2

Ans. B

7. পলিমার হল—

(A) মৌলিক পদার্থ

(B) যৌগিক পদার্থ

(C) মিশ্র পদার্থ

(D) কোনোটিই নয়

Ans. B

8. মারবেল পাথরের সংকেত হল—

(A) Na2CO3

(B) Ca(OH)2

(C) CaO

(D) CaCO3

Ans. D

9. পরীক্ষাগারে CO2 উৎপাদনের বিক্রিয়াটি যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়

(A) কনিক্যাল ফ্লাস্ক

(B) গোলতল ফ্লাস্ক

(C) বিকার

(D) উলফ বোতল

Ans. D

10. টেফলন ব্যবহৃত হয়

(A) জলের পাইপ তৈরিতে

(B) নন-স্টিক বাসনপত্র তৈরিতে

(C) গামবুট তৈরিতে

(D) বর্ষাতি তৈরিতে

Ans. B

11. অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়

(A) CFC

(B) মিথেন

(C) সালফার ডাইঅক্সাইড

(D) কার্বন ডাইঅক্সাইড

Ans. B

12. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়—

(A) CO2

(B) CH4

(C) N2O

(D) O2

Ans. D

13. কোন্ অপ্রচলিত শক্তি উৎসটি ভবিষ্যতে বহুল ব্যবহৃত, দূষণহীন, অবিরাম ও অফুরান শক্তি উৎস হিসেবে পাওয়া সম্ভব?

(A) ভূতাপ শক্তি

(B) সৌরশক্তি

(C) বায়ুশক্তি

(D) পারমাণবিক শক্তি

Ans. B

14. বোর্ট হল একরকম—

(A) কয়লা

(B) অঙ্গার

(C) হীরক

(D) গ্রাফাইট

Ans. C

15. আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয়

(A) কোক

(B) গ্রাফাইট

(C) গ্যাসকার্বন

(D) হীরক

Ans. C

16. নীচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়?

(A) নমনীয়

(B) তড়িতের কুপরিবাহী

(C) জৈব বিশ্লেষ্য

(D) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়

Ans. C

17. নীচের কোন্ খনিজ পদার্থটি কার্বনেট যৌগ নয়?

(A) মারবেল

(B) চুনাপাথর

(C) ডলোমাইট

(D) বক্সাইট

Ans. D

18. কোন্‌টি কার্বনঘটিত দ্রাবক নয়?

(A) টলুইন

(B) বেঞ্জিন

(C) জল

(D) অ্যালকোহল

Ans. C

19. গ্রাফাইটে কার্বন পরমাণুর বিন্যাস

(A) চতুস্তলকীয়

(B) পঞ্চভুজাকৃতি

(C) ষড়ভুজাকৃতি

(D) ত্রিভুজাকৃতি

Ans. C

20. সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হল

(A) অতিবেগুনি রশ্মি

(B) ইনফ্রারেড রশ্মি

(C) দৃশ্যমান আলো

(D) এক্স রশ্মি

Ans. B

21. 1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে

(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান

(D) ওপরের কোনোটিই নয়

Ans. C

22. ন্যানোটিউব প্রস্তুতিতে ব্যবহৃত হয়—

(A) ফুলারিন

(B) গ্যাসকার্বন

(C) গ্রাফাইট

(D) হীরক

Ans. A

23. পরীক্ষাগারে CO2

 উৎপাদনের বিক্রিয়াটি যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়

(A) কনিক্যাল ফ্লাস্ক

(B) গোলতল ফ্লাস্ক

(C) বিকার

(D) উলফ বোতল

Ans. D

24. কার্বন পরমাণুর যোজ্যতা হল

(A) 2

(B) 3

(C) 4

(D) 6

Ans. C

25. কাঁচ কাটার জন্য ব্যবহৃত হয়

(A) হীরক

(B) গ্রাফাইট

(C) চারকোল

(D) অঙ্গার

Ans. A

26. লেড পেনসিলের শিষ আসলে—

(A) সিসা

(B) গ্রাফাইট

(C) কোক

(D) হীরক

Ans. B

27. 1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে

(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি

(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান

(D) ওপরের কোনোটিই নয়

Ans. C

28. ক্যালশিয়াম সালফেটের জলে দ্রাব্যতা সম্পর্কিত নীচের কোন মন্তব্যটি সঠিক?

(A) খুব দ্রাব্য

(B) সম্পূর্ণরূপে অদ্রাব্য

(C) খুব একটা দ্রাব্য নয়

(D) কোনো মন্তব্যই সঠিক নয়

Ans. C

29. কার্বনের একটি নিয়তাকার রুপভেদ হল

(A) চারকোল

(B) কোক

(C) ফুলারিন

(D) গ্যাসকার্বন

Ans. C

30. সোডা ওয়াটারের বোতল খুললে যে গ্যাসটি নির্গত হয় সেটি হল

(A) CO2

(B) NO2

(C) CO

(D) O2

Ans. A

31. CO2 -এর সাথে যে পদার্থের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় তা হল

(A) NH3

(B) N2

(C) H2S

(D) SO2

Ans. A

32. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়—

(A) CO2

(B) CH4

(C) N2O

(D) O2

Ans. D

33. কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়?

(A) সাইকেল

(B) দাঁড় টানা নৌকা

(C) মোটরগাড়ি

(D) কোনোটিই সঠিক নয়

Ans. C

34. একটি অজৈব গ্রিনহাউস গ্যাস-

(A) মিথেন

(B) CO2

(C) O2

Ans. B

35. কয়লা, পেট্রোল, ডিজেল ও হাইড্রোজেন-এর মধ্যে জ্বালানি মূল্য সবচেয়ে বেশি যেটির সেটি হল

(A) কয়লা

(B) পেট্রোল

(C) ডিজেল

(D) হাইড্রোজেন

Ans. D

36. অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়—

(A) CFC

(B) মিথেন

(C) সালফার ডাইঅক্সাইড

(D) কার্বন ডাইঅক্সাইড

Ans. B

37. CO2 হল একটি

(A) আম্লিক অক্সাইড

(B) ক্ষারকীয় অক্সাইড

(C) প্রশম অক্সাইড

(D) উভধর্মী অক্সাইড

Ans. A

38. বৃষ্টির সময় CO2 জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন করে

(A) সালফিউরিক অ্যাসিড

(B) নাইট্রিক অ্যাসিড

(C) কার্বনিক অ্যাসিড

(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

Ans. C

39. নীচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়?

(A) নমনীয়

(B) তড়িতের কুপরিবাহী

(C) জৈব বিশ্লেষ্য

(D) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়

Ans. C

40. আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয়

(A) কোক

(B) গ্রাফাইট

(C) গ্যাসকার্বন

(D) হীরক

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. ‘হোয়াইট ডেথ’ হল—

(A) প্লেগ

(B) স্মল পক্স

(C) যক্ষ্মা

(D) ম্যালেরিয়া

Ans. C

2. প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন—

(A) ভালডেমার হাভকিন

(B) এডওয়ার্ড জেনার

(C) লুই পাস্তুর

(D) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

Ans. A

3. রেড প্লেগ বলা হয়—

(A) কালাজ্বরকে

(B) ডায়ারিয়াকে

(C) স্মল পক্সকে

(D) কলেরাকে

Ans. C

4. DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হল—

(A) কালাজ্বর

(B) স্মল পক্স

(C) হেপাটাইটিস

(D) যক্ষ্মা

Ans. D

5. ভাইরাসঘটিত ভয়াবহ শ্বাসরোগ হল—

(A) হেপাটাইটিস

(B) বার্ড ফ্লু

(C) যক্ষ্মা

(D) ডায়ারিয়া

Ans. B

6. ভিন্ন আধানের মেঘ পৃথক পৃথক অঞ্চলে জমা হয় কারণ ভপষ্ঠ ও আকাশের মধ্যে

(A) জলীয় বাষ্প আছে

(B) বায়ু আছে

(C) বিভবপার্থক্য আছে

(D) বলা সম্ভব নয়

Ans. C

7. যদি কোনো কারণে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে, তাহলে ওই পরমাণুকে বলে—

(A) আয়ন

(B) মূলক

(C) যৌগ

Ans. A

8. প্রোটন কণার আধান হল

(A) ঋণাত্মক

(B) ধনাত্মক

(C) নিস্তড়িৎ

Ans. B

9. ইলেকট্রন কণার আধান হল

(A) ঋণাত্মক

(B) ধনাত্মক

(C) নিস্তড়িৎ

Ans. A

10. এইডস (AIDS) রোগের জন্য দায়ী ভাইরাস হল—

(A) IVH

(B) IHV

(C) VIH

(D) HIV

Ans. D

11. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, তাকে বলে—

(A) অটোগ্রাফ

(B) সিসমোগ্রাফ

(C) পেন্টোগ্রাফ

(D) টেলিগ্রাফ

Ans. C

12. রক্তক্ষরণ যে রোগের প্রধান উপসর্গ সেটি হল—

(A) ম্যালেরিয়া

(B) ডেঙ্গি

(C) কলেরা

(D) স্মল পক্স

Ans. B

13. জেনপসিল্লা চেঅপিস হল একপ্রকার

(A) মশা

(B) কীট

(C) ছত্রাক

(D) ভাইরাস

Ans. B

14. দমদম জ্বর নামে পরিচিত রোগটি হল—

(A) ইনফ্লুয়েঞ্জা

(B) ম্যালেরিয়া

(C) কালাজ্বর

(D) টাইফয়েড

Ans. C

15. ডেন্সি রোগের জীবাণু হল—

(A) ফ্ল্যাভিভাইরাস

(B) পাসমোডিয়াম

(C) বেলেমাছি

Ans. A

16. ‘হোয়াইট ডেথ’ হল—

(A) প্লেগ

(B) স্মল পক্স

(C) যক্ষ্মা

(D) ম্যালেরিয়া

Ans. C

17. রেড প্লেগ বলা হয়—

(A) কালাজ্বরকে

(B) ডায়ারিয়াকে

(C) স্মল পক্সকে

(D) কলেরাকে

Ans. C

18. যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, সেটি হল—

(A) এইডস

(B) ম্যালেরিয়া

(C) হেপাটাইটিস

(D) কলেরা

Ans. D

19. ইলেকট্রন কণার আধান হল

(A) ঋণাত্মক

(B) ধনাত্মক

(C) নিস্তড়িৎ

Ans. A

20. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটি হল

(A) অ্যানোফিলিস মশা

(B) কিউলেক্স মশা

(C) ইডিস মশা

(D) মাছি মশা

Ans. C

21. ইডিস মশাবাহিত রোগ হল—

(A) ম্যালেরিয়া

(B) ফাইলেরিয়া

(C) এনকেফেলাইটিস

(D) ডেঙ্গি

Ans. D

22. SARS হল –

(A) ব্যাকটেরিয়াঘটিত

(B) ভাইরাসঘটিত

(C) ছত্রাকঘটিত

(D) প্রোটোজোয়াঘটিত

Ans. B

23. এইডস (AIDS) রোগের জন্য দায়ী ভাইরাস হল—

(A) IVH

(B) IHV

(C) VIH

(D) HIV

Ans. D

24. ম্যালেরিয়া কথাটির অর্থ হল—

(A) দ্রুত সংক্রমণ

(B) খারাপ বায়ু

(C) প্রবাহিত হওয়া

(D) গরম হাওয়া

Ans. B

25. যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, সেটি হল—

(A) এইডস

(B) ম্যালেরিয়া

(C) হেপাটাইটিস

(D) কলেরা

Ans. D

26. একটি ব্যাকটেরিয়াঘটিত রোগের নাম হল—

(A) ইনফ্লুয়েঞ্জা

(B) আমাশয়

(C) ম্যালেরিয়া

(D) যক্ষ্মা

Ans. D

27. প্রোটন কণার আধান হল

(A) ঋণাত্মক

(B) ধনাত্মক

(C) নিস্তড়িৎ

Ans. B

28. ম্যালেরিয়া কথাটির অর্থ হল—

(A) দ্রুত সংক্রমণ

(B) খারাপ বায়ু

(C) প্রবাহিত হওয়া

(D) গরম হাওয়া

Ans. B

29. ডায়ারিয়া শব্দের অর্থ হল

(A) প্রবাহিত হওয়া

(B) জেগে ওঠা

(C) যন্ত্রণা হওয়া

(D) থেমে থাকা

Ans. A

30. ডেন্সি রোগের জীবাণু হল—

(A) ফ্ল্যাভিভাইরাস

(B) পাসমোডিয়াম

(C) বেলেমাছি

Ans. A

31. বজ্রপাত বেশি হয়

(A) বর্ষাকালে

(B) বসন্তকালে

(C) শীতকালে

(D) গ্রীষ্মকালে

Ans. D

32. রক্তের মাধ্যমে সঞ্চারিত হয়

(A) ডায়ারিয়া

(B) হেপাটাইটিস

(C) যক্ষ্মা

Ans. B

33. ইলেকট্রন কণার আধান হল

(A) ঋণাত্মক

(B) ধনাত্মক

(C) নিস্তড়িৎ

Ans. A

34. বজ্রপাত বেশি হয়

(A) বর্ষাকালে

(B) বসন্তকালে

(C) শীতকালে

(D) গ্রীষ্মকালে

Ans. D

35. ভোপাল গ্যাস ট্র্যাজেডি হল—

(A) সাধারণ উৎস মহামারি

(B) চক্রাকার মহামারি

(C) অসংক্রামক মহামারি

(D) সংক্রামক মহামারি

Ans. A

36. মাছি দ্বারা সংক্রমিত একটি রোগ হল—

(A) ম্যালেরিয়া

(B) কলেরা

(C) এনকেফেলাইটিস

Ans. B

37. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, তাকে বলে—

(A) অটোগ্রাফ

(B) সিসমোগ্রাফ

(C) পেন্টোগ্রাফ

(D) টেলিগ্রাফ

Ans. C

38. বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, যে বিজ্ঞানী তার নাম

(A) পাস্তুর

(B) জেনার

(C) স্ট্যানলি

(D) আইভানোওস্কি

Ans. B

39. লিম্যানিয়ানামক প্রোটোজোয়ার বাহক হল—

(A) বেলেমাছি

(B) কিউলেক্স মশকী

(C) ইডিস মশকী

(D) অ্যানোফিলিস মশকী

Ans. A

40. একটি ভাইরাসঘটিত রোগ হল—

(A) কলেরা

(B) ম্যালেরিয়া

(C) ইনফ্লুয়েঞ্জা

(D) যক্ষ্মা

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু হল—

(A) মাইটোকনড্রিয়া

(B) লাইসোজোম

(C) রাইবোজোম

(D) কোনোটিই নয়

Ans. A

2. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—

(A) 22

(B) 23

(C) 44

(D) 46

Ans. D

3. গলজি বস্তুতে থাকে না—

(A) সিস্টারনি

(B) টিউবিউল

(C) ভ্যাকুল

(D) ভ্যাসিক

Ans. B

4. দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী?

(A) সংবহন

(B) শ্বসন

(C) রেচন

(D) গমন

Ans. C

5. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

6. বহুরুপতা দেখা যায় কোন্ কোশ অঙ্গনুর ক্ষেত্রে?

(A) রাইবোজোম

(B) নিউক্লিয়াস

(C) লাইসোজোম

(D) গলজি বডি

Ans. C

7. অক্সিজোম থাকে-

(A) ক্লোরোপ্লাস্টিডে

(B) মাইক্রোটিউবিউলসে

(C) লাইসোজোমে

(D) মাইটোকনড্রিয়ায়

Ans. D

8. প্রাণীদেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন

(A) পেশিকোশ

(B) লোহিত রক্তকণিকা

(C) স্নায়ুকোশ

(D) শ্বেত রক্তকণিকা

Ans. C

9. কোশের নিয়ন্ত্রণকেন্দ্র হল

(A) সাইটোপ্লাজম

(B) প্লাসটিড

(C) নিউক্লিয়াস

(D) মাইটোকনড্রিয়া

Ans. C

10. বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়সাধনকারী কলা হল

(A) পেশিকলা

(B) আবরণী কলা

(C) যোগকলা

(D) ক্ষরণকারী কলা

Ans. C

11. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

12. উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাসটিড হল ______

(A) ক্লোরোপ্লাসটিড

(B) ক্রোমোপ্লাসটিড

(C) লিউকোপ্লাসটিড

Ans. C

13. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—

(A) এন্ডোপ্লাজমিক জালিকা

(B) রাইবোজোম

(C) কোশপর্দা

(D) লাইসোজোম

Ans. C

14. চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম হল

(A) কোনকোশ

(B) রডকোশ

(C) মাস্টকোশ

(D) চর্বিকোশ

Ans. B

15. অক্সিজোম থাকে-

(A) ক্লোরোপ্লাস্টিডে

(B) মাইক্রোটিউবিউলসে

(C) লাইসোজোমে

(D) মাইটোকনড্রিয়ায়

Ans. D

16. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—

(A) যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

17. সেন্ট্রিওল পাওয়া যায়

(A) নিউক্লিওলাসে

(B) কোশগম্বরে

(C) সেন্ট্রোজোমে

(D) ক্লোরোপ্লাসটিডে

Ans. C

18. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

19. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—

(A) 22

(B) 23

(C) 44

(D) 46

Ans. D

20. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিডের নাম ______

(A) ক্লোরোপ্লাসটিড

(B) লিউকোপ্লাসটিড

(C) ক্রোমোপ্লাসটিড

Ans. B

21. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

22. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—

(A) যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

23. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—

(A) সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

24. উটপাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক—

(A) কোশ

(B) কলা

(C) অঙ্গ

(D) তন্ত্র

Ans. A

25. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

26. প্রোটিন তৈরিতে সাহায্য করে

(A) গলজি বস্তু

(B) সাইটোপ্লাজম

(C) লাইসোজোম

(D) রাইবোজোম

Ans. D

27. মানবদেহের দীর্ঘতম কোশ হল—

(A) ডিম্বাণু

(B) নিউরোন

(C) ইওসিনোফিল

(D) নিউরোগ্লিয়া

Ans. B

28. আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল

(A) শৈবাল

(B) ইউঘ্নিনা

(C) ইস্ট

(D) নীলাভ-সবুজ শৈবাল

Ans. D

29. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

30. মানবদেহের ক্ষুদ্রতম কোশটি হল—

(A) মনোসাইট

(B) বেসোফিল

(C) লিম্ফোসাইট

(D) নিউট্রোফিল

Ans. C

31. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—

(A) সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

32. আয়তনে বৃহত্তম প্রাণীকোশ হল

(A) লিম্ফোসাইট

(B) উটপাখির অনিষিক্ত ডিম

(C) নিউরোন

(D) মাইকোপ্লাজমা

Ans. B

33. দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী?

(A) সংবহন

(B) শ্বসন

(C) রেচন

(D) গমন

Ans. C

34. প্রাণীদেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন

(A) পেশিকোশ

(B) লোহিত রক্তকণিকা

(C) স্নায়ুকোশ

(D) শ্বেত রক্তকণিকা

Ans. C

35. মানবদেহের দীর্ঘতম কোশ হল—

(A) ডিম্বাণু

(B) নিউরোন

(C) ইওসিনোফিল

(D) নিউরোগ্লিয়া

Ans. B

36. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

37. বহুরুপতা দেখা যায় কোন্ কোশ অঙ্গনুর ক্ষেত্রে?

(A) রাইবোজোম

(B) নিউক্লিয়াস

(C) লাইসোজোম

(D) গলজি বডি

Ans. C

38. আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল

(A) শৈবাল

(B) ইউঘ্নিনা

(C) ইস্ট

(D) নীলাভ-সবুজ শৈবাল

Ans. D

39. রক্তচাপ নিয়ন্ত্রণ করে

(A) যোগকলা

(B) আবরণী কলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. C

40. পিতা-মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় ______ দ্বারা

(A) জিন

(B) মাইটোকনড্রিয়া

(C) সাইটোপ্লাজম

Ans. A

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু হল—

(A) মাইটোকনড্রিয়া

(B) লাইসোজোম

(C) রাইবোজোম

(D) কোনোটিই নয়

Ans. A

2. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—

(A) 22

(B) 23

(C) 44

(D) 46

Ans. D

3. গলজি বস্তুতে থাকে না—

(A) সিস্টারনি

(B) টিউবিউল

(C) ভ্যাকুল

(D) ভ্যাসিক

Ans. B

4. দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী?

(A) সংবহন

(B) শ্বসন

(C) রেচন

(D) গমন

Ans. C

5. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

6. বহুরুপতা দেখা যায় কোন্ কোশ অঙ্গনুর ক্ষেত্রে?

(A) রাইবোজোম

(B) নিউক্লিয়াস

(C) লাইসোজোম

(D) গলজি বডি

Ans. C

7. অক্সিজোম থাকে-

(A) ক্লোরোপ্লাস্টিডে

(B) মাইক্রোটিউবিউলসে

(C) লাইসোজোমে

(D) মাইটোকনড্রিয়ায়

Ans. D

8. প্রাণীদেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন

(A) পেশিকোশ

(B) লোহিত রক্তকণিকা

(C) স্নায়ুকোশ

(D) শ্বেত রক্তকণিকা

Ans. C

9. কোশের নিয়ন্ত্রণকেন্দ্র হল

(A) সাইটোপ্লাজম

(B) প্লাসটিড

(C) নিউক্লিয়াস

(D) মাইটোকনড্রিয়া

Ans. C

10. বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়সাধনকারী কলা হল

(A) পেশিকলা

(B) আবরণী কলা

(C) যোগকলা

(D) ক্ষরণকারী কলা

Ans. C

11. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

12. উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাসটিড হল ______

(A) ক্লোরোপ্লাসটিড

(B) ক্রোমোপ্লাসটিড

(C) লিউকোপ্লাসটিড

Ans. C

13. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—

(A) এন্ডোপ্লাজমিক জালিকা

(B) রাইবোজোম

(C) কোশপর্দা

(D) লাইসোজোম

Ans. C

14. চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম হল

(A) কোনকোশ

(B) রডকোশ

(C) মাস্টকোশ

(D) চর্বিকোশ

Ans. B

15. অক্সিজোম থাকে-

(A) ক্লোরোপ্লাস্টিডে

(B) মাইক্রোটিউবিউলসে

(C) লাইসোজোমে

(D) মাইটোকনড্রিয়ায়

Ans. D

16. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—

(A) যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

17. সেন্ট্রিওল পাওয়া যায়

(A) নিউক্লিওলাসে

(B) কোশগম্বরে

(C) সেন্ট্রোজোমে

(D) ক্লোরোপ্লাসটিডে

Ans. C

18. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

19. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—

(A) 22

(B) 23

(C) 44

(D) 46

Ans. D

20. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিডের নাম ______

(A) ক্লোরোপ্লাসটিড

(B) লিউকোপ্লাসটিড

(C) ক্রোমোপ্লাসটিড

Ans. B

21. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

22. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—

(A) যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

23. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—

(A) সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

24. উটপাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক—

(A) কোশ

(B) কলা

(C) অঙ্গ

(D) তন্ত্র

Ans. A

25. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

26. প্রোটিন তৈরিতে সাহায্য করে

(A) গলজি বস্তু

(B) সাইটোপ্লাজম

(C) লাইসোজোম

(D) রাইবোজোম

Ans. D

27. মানবদেহের দীর্ঘতম কোশ হল—

(A) ডিম্বাণু

(B) নিউরোন

(C) ইওসিনোফিল

(D) নিউরোগ্লিয়া

Ans. B

28. আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল

(A) শৈবাল

(B) ইউঘ্নিনা

(C) ইস্ট

(D) নীলাভ-সবুজ শৈবাল

Ans. D

29. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়

(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

30. মানবদেহের ক্ষুদ্রতম কোশটি হল—

(A) মনোসাইট

(B) বেসোফিল

(C) লিম্ফোসাইট

(D) নিউট্রোফিল

Ans. C

31. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—

(A) সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে

(B) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(C) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে

(D) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে

Ans. D

32. আয়তনে বৃহত্তম প্রাণীকোশ হল

(A) লিম্ফোসাইট

(B) উটপাখির অনিষিক্ত ডিম

(C) নিউরোন

(D) মাইকোপ্লাজমা

Ans. B

33. দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী?

(A) সংবহন

(B) শ্বসন

(C) রেচন

(D) গমন

Ans. C

34. প্রাণীদেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন

(A) পেশিকোশ

(B) লোহিত রক্তকণিকা

(C) স্নায়ুকোশ

(D) শ্বেত রক্তকণিকা

Ans. C

35. মানবদেহের দীর্ঘতম কোশ হল—

(A) ডিম্বাণু

(B) নিউরোন

(C) ইওসিনোফিল

(D) নিউরোগ্লিয়া

Ans. B

36. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল

(A) লাইসোজোম

(B) পলিজোম

(C) গলজি বডি

(D) সেন্ট্রোজোম

Ans. C

37. বহুরুপতা দেখা যায় কোন্ কোশ অঙ্গনুর ক্ষেত্রে?

(A) রাইবোজোম

(B) নিউক্লিয়াস

(C) লাইসোজোম

(D) গলজি বডি

Ans. C

38. আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল

(A) শৈবাল

(B) ইউঘ্নিনা

(C) ইস্ট

(D) নীলাভ-সবুজ শৈবাল

Ans. D

39. রক্তচাপ নিয়ন্ত্রণ করে

(A) যোগকলা

(B) আবরণী কলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. C

40. পিতা-মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় ______ দ্বারা

(A) জিন

(B) মাইটোকনড্রিয়া

(C) সাইটোপ্লাজম

Ans. A

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – অণুজীবের জগৎ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) ক্লসট্রিডিয়াম

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

2. নীচের যে রোগটি ব্যাকটেরিয়াঘটিত, সেটি হল—

(A) আমাশয়

(B) ম্যালেরিয়া

(C) নিউমোনিয়া

(D) ইনফ্লুয়েঞ্জা

Ans. C

3. কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্য সংরক্ষণকে বলে—

(A) Packaging

(B) Salting

(C) Pasteurisation

(D) Canning

Ans. D

4. ম্যালেরিয়া, আমাশয়, কালাজ্বর ইত্যাদির মূলে রয়েছে

(A) আদ্যপ্রাণী

(B) ব্যাকটেরিয়া

(C) ভাইরাস

(D) ছত্রাক

Ans. A

5. মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে ব্যবহার করা হয়—

(A) আদ্যপ্রাণী

(B) ব্যাকটেরিয়া

(C) ছত্রাক

(D) শৈবাল

Ans. D

6. বাতাসের নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে যে ব্যাকটেরিয়া, সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) অ্যাজোটোব্যাকটর

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

7. অ্যান্টিবায়োটিক প্রয়োগে যাদের সংক্রমণ আটকানো যায়, তা হল

(A) আদ্যপ্রাণী

(B) ব্যাকটেরিয়া

(C) ছত্রাক

(D) ভাইরাস

Ans. B

8. নীচের কোন ধরনের অণুজীবরা সবাই পরজীবী?

(A) শৈবাল

(B) আদ্যপ্রাণী

(C) ভাইরাস

(D) ছত্রাক

Ans. C

9. পানীয় জলের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয়ে থাকে সেটি হল—

(A) ডায়ারিয়া

(B) যক্ষা

(C) হেপাটাইটিস

(D) ম্যালেরিয়া

Ans. A

10. বাতাসের নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে যে ব্যাকটেরিয়া, সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) অ্যাজোটোব্যাকটর

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

11. কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্য সংরক্ষণকে বলে—

(A) Packaging

(B) Salting

(C) Pasteurisation

(D) Canning

Ans. D

12. যে তাপমাত্রার মধ্যে বেশিরভাগ অণুজীবরা দ্রুত বৃদ্ধি পায় ও বেঁচে থাকে, তা হল

(A) 25°C থেকে 38°C

(B) 40°C থেকে 50°C

(C) 15°C থেকে 25°C

(D) 40°C থেকে 60°C

Ans. A

13. বসন্তরোগ সম্পর্কে গবেষণা করেন

(A) এডওয়ার্ড

(B) জেনার

(C) এরেনবার্গ

(D) লিভেনহিক

Ans. A

14. প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন—

(A) লিভেনহিক

(B) লুই পাস্তুর

(C) আলেকজান্ডার ফ্লেমিং

(D) রবার্ট কখ

Ans. C

15. অণুজীবদের ভর পৃথিবীর সমস্ত জীব-ভরের প্রায়

(A) 30%

(B) 40%

(C) 50%

(D) 60%

Ans. D

16. মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) ক্লসট্রিডিয়াম

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

17. এদের কোশে নানা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, এরা জলে বসবাস করে, এরা হল

(A) ভাইরাস

(B) ব্যাকটেরিয়া

(C) ছিলা

(D) শৈবাল

Ans. D

18. ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না

(A) ভাইরাসকে

(B) ব্যাকটেরিয়াকে

(C) ছত্রাককে

(D) আদ্যপ্রাণীকে

Ans. A

19. মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হল—

(A) পেনিসিলিন

(B) ক্লোরোমাইসিন

(C) স্ট্রেপটোমাইসিন

(D) অ্যাম্পিসিলিন

Ans. A

20. অণুজীবদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ হল—

(A) ভেজা স্থান

(B) শুকনো স্থান

(C) সূর্যের আলোযুক্ত স্থান

(D) যে-কোনো স্থান

Ans. A

21. নীচের কোন ধরনের অণুজীবরা সবাই পরজীবী?

(A) শৈবাল

(B) আদ্যপ্রাণী

(C) ভাইরাস

(D) ছত্রাক

Ans. C

22. রাইজোবিয়াম যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে তা হল

(A) মটর

(B) আম

(C) ধান

(D) কলা

Ans. A

23. লাইকেন জীবজগতের যে আন্তঃসম্পর্কের উদাহরণ, তা হল

(A) স্বভোজীতা

(B) মিথোজীবিতা

(C) মৃতজীবিতা

(D) পরজীবিতা

Ans. B

24. অ্যালার্জি একটি

(A) আদ্যপ্রাণীঘটিত রোগ

(B) ছত্রাকঘটিত রোগ

(C) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(D) ভাইরাসঘটিত রোগ

Ans. B

25. নীচের যে অণুজীবটিতে মাইসেলিয়াম দেখা যায়, সেটি হল

(A) স্পাইরোগাইরা

(B) মিউকর

(C) ভলভকস

(D) ইস্ট

Ans. B

26. দুধকে দইতে পরিণত হতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, তার নাম

(A) স্ট্রেপটোকক্কাই

(B) এশ্চেরিচিয়া কোলাই

(C) ল্যাকটোব্যাসিলাস

(D) অ্যাজোটোব্যাকটর

Ans. C

27. দাদ, হাজা, ছুলি প্রভৃতি রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল—

(A) আদ্যপ্রাণী

(B) ভাইরাস

(C) ব্যাকটেরিয়া

(D) ছত্রাক

Ans. D

28. ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন

(A) এরেনবার্গ

(B) লুই পাস্তুর

(C) আলেকজান্ডার ফ্লেমিং

(D) ল্যামার্ক

Ans. A

29. আদ্যপ্রাণীর দেহে কোশের সংখ্যা

(A) 1টি

(B) 2টি

(C) 3টি

(D) 4টি

Ans. A

30. হেপাটাইটিস রোগের সংক্রমণ ঘটে—

(A) পানীয় জলের মাধ্যমে

(B) ঘঁচির মাধ্যমে

(C) রক্ত সঞ্চালনের মাধ্যমে

(D) খাদ্যের মাধ্যমে

Ans. C

31. বাতাসের নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে যে ব্যাকটেরিয়া, সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) অ্যাজোটোব্যাকটর

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

32. নীচের যে রোগটি ভাইরাসঘটিত, সেটি হল

(A) টাইফয়েড

(B) কলেরা

(C) ম্যালেরিয়া

(D) AIDS

Ans. D

33. ইনফ্লুয়েঞ্জা একটি

(A) ভাইরাসঘটিত রোগ

(B) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(C) ছত্রাকঘটিত রোগ

Ans. A

34. অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাকটি হল

(A) ইস্ট

(B) পেনিসিলিয়াম

(C) অ্যাসপারজিলাস

(D) পাকসিনিয়া

Ans. B

35. পর্দাবিহীন অঙ্গাণু হল

(A) মাইটোকনড্রিয়া

(B) নিউক্লিয়াস

(C) প্লাসটিড

(D) রাইবোজোম

Ans. D

36. দাদ, হাজা, ছুলি প্রভৃতি রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল—

(A) আদ্যপ্রাণী

(B) ভাইরাস

(C) ব্যাকটেরিয়া

(D) ছত্রাক

Ans. D

37. মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হল—

(A) পেনিসিলিন

(B) ক্লোরোমাইসিন

(C) স্ট্রেপটোমাইসিন

(D) অ্যাম্পিসিলিন

Ans. A

38. মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হল—

(A) রাইজোবিয়াম

(B) নাইট্রোসোমোনাস

(C) ক্লসট্রিডিয়াম

(D) এশ্চেরিচিয়া কোলাই

Ans. C

39. পেনসিলিয়াম নোটেটাম হল একপ্রকার

(A) ভাইরাস

(B) ব্যাকটেরিয়া

(C) ছত্রাক

(D) শৈবাল

Ans. C

40. হেপাটাইটিস রোগের সংক্রমণ ঘটে—

(A) পানীয় জলের মাধ্যমে

(B) ঘঁচির মাধ্যমে

(C) রক্ত সঞ্চালনের মাধ্যমে

(D) খাদ্যের মাধ্যমে

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. মাছের প্রজনন ঋতু হল—

(A) এপ্রিল-মে

(B) জুন-জুলাই

(C) আগস্ট-সেপ্টেম্বর

(D) অক্টোবর-নভেম্বর

Ans. B

2. মুরগির ডিম উৎপাদনকারী জাত বছরে ডিম পাড়ে

(A) 25-30টি

(B) 50-100টি

(C) 100-125টি

(D) 150-200টি বা তার বেশি

Ans. D

3. ইঁদুরজাতীয় প্রাণীদের দমনে সাহায্য করে

(A) জিংক ফসফাইড

(B) অ্যামোনিয়াম সালফেট

(C) সুপার ফসফেট

(D) ইউরিয়া

Ans. A

4. তন্তুজাতীয় ফসল হল—

(A) চা, কফি

(B) ধান, গম

(C) তুলো, পাট

(D) সরষে, সূর্যমুখী

Ans. C

5. পিসিকালচার হল—

(A) মুক্তার চাষ

(B) মাছচাষ

(C) মৌমাছির চাষ

(D) রেশম মথের চাষ

Ans. B

6. পতঙ্গ দমনে সাহায্য করে না

(A) DDT

(B) BHC

(C) ইউরিয়া

(D) ম্যালাথিওন

Ans. C

7. স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়—

(A) শাখাকলমে

(B) গুটিকলমে

(C) জোড়কলমে

(D) দাবাকলমে

Ans. C

8. রবিশষ্য হল—

(A) গম

(B) ধান

(C) ভুট্টা

(D) তুলো

Ans. A

9. মৌমাছিদের জীবনচক্রে বিভিন্ন দশা পরপর যেভাবে আসে, তা হল—

(A) লার্ভা → ডিম → পিউপা → পূর্ণাঙ্গ

(B) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙা

(C) পূর্ণাঙ্গ → লার্ভা → ডিম → পিউপা

(D) পিউপা → ডিম → লার্ভা → পূর্ণাঙ্গ

Ans. B

10. আমন ধান কাটা হয় যে মাসে, তা হল

(A) মার্চ-এপ্রিল

(B) মে-জুন

(C) জুলাই-অগাস্ট

(D) ডিসেম্বর-জানুয়ারি

Ans. D

11. আউশ ধান হল

(A) গ্রীষ্মকালীন ধান

(B) শীতকালীন ধান

(C) শরৎকালীন ধান

(D) বর্ষাকালীন ধান

Ans. C

12. কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়, সেটি হল—

(A) অগ্ন্যাশয়

(B) পিটুইটারি

(C) শুক্লাশয়

(D) থাইরয়েড

Ans. B

13. দেশি কার্পের সঙ্গে বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হল

(A) এপিকালচার

(B) সিলভিকালচার

(C) মনোকালচার

(D) পলিকালচার

Ans. D

14. রানি মৌমাছির কাজ

(A) চাক তৈরি

(B) কেবল ডিম পাড়া

(C) বাচ্চা পালন করা

(D) মধু সংগ্রহ করা

Ans. B

15. রবি ফসলের চাষ শুরু করা হয়

(A) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে

(B) মার্চ-এপ্রিল মাসে

(C) জুন-জুলাই মাসে

(D) অক্টোবর-নভেম্বর মাসে

Ans. D

16. চালে কার্বোহাইড্রেট থাকে—

(A) 6%

(B) 20%

(C) 59.1%

(D) 79.1%

Ans. D

17. ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য হল—

(A) ধান

(B) গম

(C) আম

(D) চা

Ans. A

18. রত্না জাতের ধান পেকে যায়

(A) 65-80 দিনের মধ্যে

(B) 95-115 দিনের মধ্যে

(C) 116-135 দিনের মধ্যে

(D) 140-150 দিনের মধ্যে

Ans. B

19. আমবাগানের মাটির উৎপাদন শক্তি বাড়ানোর জন্য জমি তৈরির সময় যে উদ্ভিদের চাষ করা হয়, সেটি হল—

(A) বেগুন

(B) আলু

(C) শণ

(D) গম

Ans. C

20. নীচের যে অঞ্চলের চা বিখ্যাত নয়, তা হল

(A) দার্জিলিং

(B) আসাম

(C) ধবলগিরি

(D) নীলগিরি

Ans. C

21. মধুথলিতে মকরন্দের সঙ্গে যে উপাদান মেশার ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন ঘটে, সেটি হল

(A) মিস্টি রস

(B) দেহরস

(C) রক্তরস

(D) লালারস

Ans. D

22. দুটি চাষের মাঝে যে ফসলের চাষ করা হয়

(A) ধান

(B) ছোলা

(C) গম

Ans. B

23. বোরো ধানের বীজতলা তৈরি করা হয় যে মাসে, তা হল

(A) জানুয়ারি

(B) মার্চ

(C) মে

(D) নভেম্বর

Ans. D

24. একটি নাবিজাত ধান হল

(A) রত্না

(B) মাসুরি

(C) জয়ন্তী

Ans. B

25. হালকা জাতের মুরগি হল

(A) লেগহন

(B) আসিল

(C) ব্রামা

(D) প্লাইমাউথ রক

Ans. A

26. কন্দজাতীয় ফসল হল—

(A) ধান, গম

(B) তুলো, পাট

(C) সরষে, সূর্যমুখী

(D) আলু, আদা

Ans. D

27. বীজের অঙ্কুরোদ্গম আর উদ্ভিদের বেড়ে ওঠার মাধ্যম হল—

(A) জল

(B) মাটি

(C) সার

(D) কীটনাশক

Ans. B

28. আউশ ধান হল

(A) গ্রীষ্মকালীন ধান

(B) শীতকালীন ধান

(C) শরৎকালীন ধান

(D) বর্ষাকালীন ধান

Ans. C

29. দানাজাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করাকে বলে-

(A) ঝাড়াই

(B) মাড়াই

(C) ভরাই

(D) কাটাই

Ans. B

30. চা পান করলে শরীরে উদ্দীপনা জোগায়

(A) ট্যানিন

(B) ক্যাফিন

(C) উদ্বায়ী তেল

(D) ভিটামিন bকমপ্লেক্স

Ans. B

31. রানি মৌমাছির কাজ

(A) চাক তৈরি

(B) কেবল ডিম পাড়া

(C) বাচ্চা পালন করা

(D) মধু সংগ্রহ করা

Ans. B

32. যে নদীর অববাহিকা চায়ের আদি নিবাস, তা হল

(A) গঙ্গা

(B) যমুনা

(C) পদ্ম

(D) ইরাবতী

Ans. D

33. ভারী জাতের মুরগি নয়—

(A) আসিল

(B) ব্রামা

(C) লেগহর্ন

(D) প্লাইমাউথ রক

Ans. C

34. দেশি কার্পের সঙ্গে বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হল

(A) এপিকালচার

(B) সিলভিকালচার

(C) মনোকালচার

(D) পলিকালচার

Ans. D

35. বীজের অঙ্কুরোদ্গম আর উদ্ভিদের বেড়ে ওঠার মাধ্যম হল—

(A) জল

(B) মাটি

(C) সার

(D) কীটনাশক

Ans. B

36. চালে প্রোটিন থাকে—

(A) 6%

(B) 20%

(C) 59.1%

(D) 79.1%

Ans. A

37. একটি পোলট্রি বার্ড-এর উদাহরণ হল—

(A) ময়ুর

(B) পায়রা

(C) টিয়া

(D) হাঁস

Ans. D

38. অঙ্গজ বিস্তারের জন্য চা গাছের পর্ব থেকে যে মাপের শাখা কেটে নেওয়া হয়, তা হল

(A) 1-2 সেন্টিমিটার

(B) 3-4 সেন্টিমিটার

(C) 6-8 সেন্টিমিটার

(D) 10-12 সেন্টিমিটার

Ans. B

39. একটি নাবিজাত ধান হল

(A) রত্না

(B) মাসুরি

(C) জয়ন্তী

Ans. B

40. তন্তু উৎপাদনকারী উদ্ভিদ নয়

(A) কার্পাস

(B) সরষে

(C) পাট

(D) তুলো

Ans. B

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. যে হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে

(A) গ্লুকাগন

(B) ইনসুলিন

(C) STH

(D) থাইরক্সিন

Ans. B

2. রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে যে হরমোনটি কার্যকারী, তা হল

(A) অ্যাড্রিনালিন

(B) ইনসুলিন

(C) থাইরক্সিন

(D) টেস্টোস্টেরন

Ans. B

3. যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হল

(A) সোমাটোট্রফিক হরমোন

(B) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

(C) ভ্যাসোপ্রেসিন

(D) গোনাডোট্রফিক হরমোন

Ans. A

4. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

(A) থাইরক্সিন

(B) ইনসুলিন

(C) অ্যাড্রিনালিন

(D) সোমাটোট্রফিক হরমোন

Ans. D

5. হরমোন হল একটি

(A) ভৌত বার্তাবাহক

(B) উৎসেচক

(C) রাসায়নিক বার্তাবাহক

(D) গ্রাহক

Ans. C

6. অন্যের সমস্যার সঙ্গে নিজেকে শামিল করে তার অনুভূতিগুলিকে বোঝা ও প্রকাশ করা হল—

(A) সহানুভুতি

(B) সমানুভুতি

(C) সুখানুভূতি

(D) সহযোগিতা

Ans. B

7. থাইরক্সিন ক্ষরিত হয়

(A) পিটুইটারি থেকে

(B) থাইরয়েড থেকে

(C) বৃক্ক থেকে

(D) অগ্ন্যাশয় থেকে

Ans. B

8. সংকটকালীন হরমোন হল—

(A) অ্যাড্রিনালিন

(B) গ্লুকাগন

(C) থাইরক্সিন

(D) ইনসুলিন

Ans. A

9. ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়—

(A) টেস্টোস্টেরন

(B) ইস্ট্রোজেন

(C) গ্লাইকোজেন

(D) ACTH

Ans. B

10. নিজের বিভিন্ন অনুভূতিগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং যথাযথভাবে তা প্রকাশ করা হল

(A) পারস্পরিক সম্পর্ক

(B) পারস্পরিক সংযোগ স্থাপন

(C) সিদ্ধান্ত নেওয়া

(D) আবেগ নিয়ন্ত্রণ

Ans. D

11. জরুরিকালীন হরমোন হল—

(A) ইনসুলিন

(B) থাইরক্সিন

(C) টেস্টোস্টেরন

(D) অ্যাড্রিনালিন

Ans. D

12. আপৎকালীন হরমোন

(A) থাইরক্সিন

(B) ইস্ট্রোজেন

(C) অ্যাড্রেনালিন

Ans. C

13. যে হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে

(A) গ্লুকাগন

(B) ইনসুলিন

(C) STH

(D) থাইরক্সিন

Ans. B

14. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না—

(A) থাইরক্সিন

(B) অ্যাড্রিনালিন

(C) ইনসুলিন

(D) পেপসিন

Ans. D

15. বয়ঃসন্ধি বিষয়ক আলোচনায় ‘ফটিকের কথা-১’ গল্পে ফটিকের বয়স ছিল—

(A) সাত-আট বছর

(B) নয়-দশ বছর

(C) তেরো-চোদ্দ বছর

(D) সতেরো-আঠারো বছর

Ans. C

16. মুখমণ্ডলের ত্বকের লোমকূপগুলিতে বেশি পরিমাণে যা জমা হলে ব্রণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তা হল

(A) উৎসেচক

(B) হরমোন

(C) সিবাম

(D) লসিকা

Ans. C

17. নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার—

(A) পর্যাপ্ত পরিমাণ অর্থ

(B) জীবনকুশলতা শিক্ষা

(C) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি

(D) উচ্চমাধ্যমিক স্তরের শংসাপত্র

Ans. B

18. ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়—

(A) টেস্টোস্টেরন

(B) ইস্ট্রোজেন

(C) গ্লাইকোজেন

(D) ACTH

Ans. B

19. সংকটকালীন হরমোন হল—

(A) অ্যাড্রিনালিন

(B) গ্লুকাগন

(C) থাইরক্সিন

(D) ইনসুলিন

Ans. A

20. আপৎকালীন হরমোন

(A) থাইরক্সিন

(B) ইস্ট্রোজেন

(C) অ্যাড্রেনালিন

Ans. C

21. রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে যে হরমোনটি কার্যকারী, তা হল

(A) অ্যাড্রিনালিন

(B) ইনসুলিন

(C) থাইরক্সিন

(D) টেস্টোস্টেরন

Ans. B

22. হরমোন হল একটি

(A) ভৌত বার্তাবাহক

(B) উৎসেচক

(C) রাসায়নিক বার্তাবাহক

(D) গ্রাহক

Ans. C

23. ভ্যাসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয় কোন্ গ্রন্থি থেকে?

(A) পিটুইটারি

(B) ডিম্বাশয়

(C) শুক্রাশয়

(D) থাইরয়েড

Ans. A

24. বয়ঃসন্ধি বিষয়ক আলোচনায় তোমাদের ‘পরিবেশ ও বিজ্ঞান’ পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পের অংশ উল্লেখ করা হয়েছে, সেটি হল—

(A) বিদায়

(B) ছুটি

(C) দেনাপাওনা

(D) কাবুলিওয়ালা

Ans. B

25. হরমোন হল একটি

(A) ভৌত বার্তাবাহক

(B) উৎসেচক

(C) রাসায়নিক বার্তাবাহক

(D) গ্রাহক

Ans. C

26. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না—

(A) থাইরক্সিন

(B) অ্যাড্রিনালিন

(C) ইনসুলিন

(D) পেপসিন

Ans. D

27. অ্যাড্রিনাল গ্রন্থিটি অবস্থিত

(A) বৃক্কের ওপরে

(B) মাথায়

(C) অগ্ন্যাশয়ে

(D) যকৃতে

Ans. A

28. ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল—

(A) অগ্ন্যাশয়

(B) থাইরয়েড

(C) অ্যাড্রিনাল

(D) পিটুইটারি

Ans. A

29. বয়ঃসন্ধি বিষয়ক আলোচনায় ‘ফটিকের কথা-১’ গল্পে ফটিকের বয়স ছিল—

(A) সাত-আট বছর

(B) নয়-দশ বছর

(C) তেরো-চোদ্দ বছর

(D) সতেরো-আঠারো বছর

Ans. C

30. জরুরিকালীন হরমোন হল—

(A) ইনসুলিন

(B) থাইরক্সিন

(C) টেস্টোস্টেরন

(D) অ্যাড্রিনালিন

Ans. D

31. নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার—

(A) পর্যাপ্ত পরিমাণ অর্থ

(B) জীবনকুশলতা শিক্ষা

(C) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি

(D) উচ্চমাধ্যমিক স্তরের শংসাপত্র

Ans. B

32. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

(A) থাইরক্সিন

(B) ইনসুলিন

(C) অ্যাড্রিনালিন

(D) সোমাটোট্রফিক হরমোন

Ans. D

33. শৈশব থেকে যৌবনের সময়কালকে বলে—

(A) প্রারম্ভিক যৌবন

(B) বয়স্ক

(C) প্রাক্‌বয়স্ক

(D) কৈশোর

Ans. D

34. অ্যাড্রিনাল গ্রন্থিটি অবস্থিত

(A) বৃক্কের ওপরে

(B) মাথায়

(C) অগ্ন্যাশয়ে

(D) যকৃতে

Ans. A

35. বয়ঃসন্ধি বিষয়ক আলোচনায় ‘ফটিকের কথা-১’ গল্পে ফটিকের বয়স ছিল—

(A) সাত-আট বছর

(B) নয়-দশ বছর

(C) তেরো-চোদ্দ বছর

(D) সতেরো-আঠারো বছর

Ans. C

36. নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার—

(A) পর্যাপ্ত পরিমাণ অর্থ

(B) জীবনকুশলতা শিক্ষা

(C) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি

(D) উচ্চমাধ্যমিক স্তরের শংসাপত্র

Ans. B

37. অন্যের সমস্যার সঙ্গে নিজেকে শামিল করে তার অনুভূতিগুলিকে বোঝা ও প্রকাশ করা হল—

(A) সহানুভুতি

(B) সমানুভুতি

(C) সুখানুভূতি

(D) সহযোগিতা

Ans. B

38. মুখমণ্ডলের ত্বকের লোমকূপগুলিতে বেশি পরিমাণে যা জমা হলে ব্রণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তা হল

(A) উৎসেচক

(B) হরমোন

(C) সিবাম

(D) লসিকা

Ans. C

39. হরমোন হল একটি

(A) ভৌত বার্তাবাহক

(B) উৎসেচক

(C) রাসায়নিক বার্তাবাহক

(D) গ্রাহক

Ans. C

40. অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়

(A) অ্যাড্রিনালিন

(B) থাইরক্সিন

(C) ইস্ট্রোজেন

(D) ইনসুলিন

Ans. A

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science

1. গন্ডার সংরক্ষণের ব্যবস্থা নেই, এমন বনভূমি হল

(A) সুন্দরবন

(B) কাজিরাঙা

(C) গোরুমারা

(D) জলদাপাড়া

Ans. A

2. আর্কটিক টার্ন-রা সুমেরু থেকে কুমেরুতে পোঁছোয় প্রায়

(A) 200 মাইল পাড়ি দিয়ে

(B) 500 মাইল পাড়ি দিয়ে

(C) 1000 মাইল পাড়ি দিয়ে

(D) 11000 মাইল পাড়ি দিয়ে

Ans. D

3. পেঙ্গুইনরা ডিম পাড়ে—

(A) গ্রীষ্মকালে

(B) বসন্তকালে

(C) শীতকালে

(D) বর্ষাকালে

Ans. C

4. স্কুইড-এর দেহে বাহু সংখ্যা হল

(A) 5

(B) 7

(C) 8

(D) 10

Ans. D

5. সুন্দরবন হল একটি

(A) অভয়ারণ্য

(B) ন্যাশাল পার্ক

(C) সংরক্ষিত বন

(D) বায়োস্ফিয়ার রিজার্ভ

Ans. B

6. মরু অভিযাত্রীরা জলতেষ্টা মেটাতে ব্যবহার করে—

(A) যশুয়া গাছ

(B) সাগুয়ারো গাছ

(C) পাম গাছ

(D) ফণীমনসা গাছ

Ans. B

7. থর মরুভুমির সবচেয়ে বড়ো পাখি

(A) চিল

(B) বালিহাঁস

(C) বাস্টার্ড

(D) কোনোটিই নয়

Ans. C

8. অসমের গন্ডারের বিশেষত্ব হল, এরা

(A) একশৃঙ্গ বিশিষ্ট

(B) দুই শৃঙ্গা বিশিষ্ট

(C) বহু শৃঙ্গ বিশিষ্ট

(D) শৃঙ্গবিহীন

Ans. A

9. অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদসমষ্টি হল

(A) পাহাড়

(B) পর্বত

(C) সমুদ্র

(D) বন

Ans. D

10. অসমের গন্ডারের বিশেষত্ব হল, এরা

(A) একশৃঙ্গ বিশিষ্ট

(B) দুই শৃঙ্গা বিশিষ্ট

(C) বহু শৃঙ্গ বিশিষ্ট

(D) শৃঙ্গবিহীন

Ans. A

11. আমাদের জাতীয় পশু হল—

(A) বিড়াল

(B) বাঘ

(C) কুকুর

(D) সিংহ

Ans. B

12. লুসিফারেজ হল একপ্রকার—

(A) ভিটামিন

(B) খনিজ পদার্থ

(C) উৎসেচক

(D) চর্বিজাতীয় পদার্থ

Ans. C

13. মেরু ভালুক খাদ্য হিসেবে গ্রহণ করে না

(A) জলের মাছকে

(B) বলগা হরিণকে

(C) পেঙ্গুইনকে

(D) সিলকে

Ans. C

14. রামসর স্থান হল—

(A) বনের মধ্যে পবিত্র স্থান

(B) সংরক্ষিত জলাভূমি

(C) ব্যাঘ্র প্রকল্প

(D) কুমির প্রকল্প

Ans. B

15. গন্ডার সংরক্ষণের ব্যবস্থা নেই, এমন বনভূমি হল

(A) সুন্দরবন

(B) কাজিরাঙা

(C) গোরুমারা

(D) জলদাপাড়া

Ans. A

16. সুমেরুতে ফুল ফোটে

(A) গ্রীষ্মকালে

(B) শীতকালে

(C) শরৎকালে

(D) বর্ষাকালে

Ans. A

17. পশ্চিমবঙ্গের রাজ্যপশু হল—

(A) বাঘ

(B) হাতি

(C) সিংহ

(D) বাঘরোল

Ans. D

18. একশৃঙ্গ গন্ডারের নাকের ওপরে চামড়ার ওপর যে খড়গ বা শিং থাকে, তার দৈর্ঘ্য প্রায়

(A) 90 সেন্টিমিটার

(B) 72 সেন্টিমিটার

(C) 60 সেন্টিমিটার

(D) 50 সেন্টিমিটার

Ans. C

19. সাগুয়ারো গাছ সর্বাধিক উঁচু হয় প্রায়

(A) 10 ফুট

(B) 20 ফুট

(C) 30 ফুট

(D) 50 ফুট

Ans. D

20. বৃক্ষজাতীয় গাছ যদি প্রায় 50 বছর বেঁচে থাকে, তবে সে তার জীবদ্দশায় বাতাসে অক্সিজেন ছাড়ে

(A) 1700 কেজি

(B) 2700 কেজি

(C) 3700 কেজি

(D) 4700 কেজি

Ans. B

21. কাঁটাওলা ল্যাজবিশিষ্ট গিরগিটি দেখা যায়—

(A) সাহারা মরুভূমিতে

(B) থর মরুভূমিতে

(C) গোবি মরুভূমিতে

(D) আরবের মরুভূমিতে

Ans. B

22. পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি গড়ে তোলা হয়—

(A) 1981 সালে

(B) 1991 সালে

(C) 2001 সালে

(D) 2011 সালে

Ans. B

23. সমুদ্রের একটি অমেরুদণ্ডী প্রাণী হল

(A) হাঙর

(B) হ্যাচেট মাছ

(C) সাগর কুসুম

(D) তিমি

Ans. C

24. নীচের সামুদ্রিক প্রাণীগুলির মধ্যে যেটি মেরুদণ্ডী, তা হল

(A) সাগরকুসুম

(B) জেলিফিশ

(C) হ্যাচেট ফিশ

(D) স্কুইড

Ans. C

25. আর্কটিক টার্ন হল একধরনের

(A) সাপ

(B) কুকুর

(C) পাখি

(D) ভালুক

Ans. C

26. এস্কিমোদের স্থায়ী বাসস্থান হল—

(A) মরু অঞ্চল

(B) বর্ষাবন

(C) কুমেরু

(D) সুমেরু

Ans. D

27. একশৃঙ্গ গন্ডারের নাকের ওপরে চামড়ার ওপর যে খড়গ বা শিং থাকে, তার দৈর্ঘ্য প্রায়

(A) 90 সেন্টিমিটার

(B) 72 সেন্টিমিটার

(C) 60 সেন্টিমিটার

(D) 50 সেন্টিমিটার

Ans. C

28. গঙ্গার শুশুকের প্রতিটি চোয়ালে দাঁত থাকে—

(A) 9-12 টি

(B) 16-22 টি

(C) 27-32 টি

(D) 36-40 টি

Ans. C

29. কোনো মরুভূমি নেই যেটি বরাবর, তা হল

(A) নিরক্ষরেখা

(B) কর্কটক্রান্তি রেখা

(C) মকরক্রান্তি রেখা

(D) মরু অঞ্চল

Ans. A

30. চিন, মঙ্গোলিয়াতে অবস্থিত মরুভূমি হল—

(A) থর

(B) গোবি

(C) সাহারা

(D) কালাহারি

Ans. B

31. আর্কটিক টার্ন-রা সুমেরু থেকে কুমেরুতে পোঁছোয় প্রায়

(A) 200 মাইল পাড়ি দিয়ে

(B) 500 মাইল পাড়ি দিয়ে

(C) 1000 মাইল পাড়ি দিয়ে

(D) 11000 মাইল পাড়ি দিয়ে

Ans. D

32. সুমেরু মহাসাগরের জলে কত প্রকার মাছ থাকে?

(A) 40

(B) 120

(C) 240

(D) 360

Ans. C

33. সুমেরু মহাসাগরের জলে কত প্রকার মাছ থাকে?

(A) 40

(B) 120

(C) 240

(D) 360

Ans. C

34. শকুন বাসা বাঁধে

(A) গর্তের মধ্যে

(B) গাছের ডালে

(C) গাছের কোটরে

(D) ঝাঁকড়া গাছে

Ans. D

35. ডায়াটম-রা হল

(A) এককোশী

(B) দ্বিকোশী

(C) ত্রিকোশী

(D) বহুকোশী

Ans. A

36. পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিক চুক্তি সই হয় ______ খ্রীস্টাব্দে

(A) 1920

(B) 1950

(C) 1959

(D) 1905

Ans. C

37. সাহারা মরুভূমি অবস্থিত

(A) ভারতে

(B) আফ্রিকায়

(C) ইউরোপে

(D) মঙ্গোলিয়ায়

Ans. B

38. প্রতি সেকেন্ডে বর্ষাবন কাটা পড়ে

(A) প্রায় দেড় একর

(B) প্রায় আড়াই একর

(C) প্রায় সাড়ে তিন একর

(D) প্রায় সাড়ে চার একর

Ans. A

39. সাগুয়ারো গাছ দেহের যে অংশে জল সঞ্চয় করে রাখে, তা হল

(A) মূল

(B) কাণ্ড

(C) পাতা

(D) ফুল

Ans. B

40. পেরুর বর্ষাবনের একটা গাছে যতগুলি প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে, তা হল

(A) 10 টা

(B) 20 টা

(C) 30 টা

(D) 50 টা

Ans. D

No comments:

Post a Comment