Wednesday, November 24, 2021

MCQ Question & Answer-মাধ্যমিক ও হাই মাদ্রাসা-ভৌত বিঞ্জান।



✅✅ বিষয় - ভৌতবিজ্ঞান 

✅✅ অধ্যায় - পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা।



1) প্রাকৃতিক মৌলের সংখ্যা কত ? 

উত্তর : 92 টি।


2) বর্তমানে মোট মৌলের সংখ্যা কত ? 

উত্তর : 118 টি।


3) ত্রয়ী সূত্র টি লেখো।

উত্তর : রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌল কে তাদের পারমাণবিক গুরুত্বের উর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়।


4) ত্রয়ী সূত্রের প্রবর্তক কে ? 

উত্তর : জার্মান বিজ্ঞানী জন ডোবেরিনার।


5) ত্রয়ী সূত্রের মূলভিত্তি কি ? 

উত্তর : পারমাণবিক ভর।


6) সব মৌলের ক্ষেত্রে কি ত্রয়ী সূত্র প্রযোজ্য ? 

উত্তর : না। কেবলমাত্র হালকা মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য। 


7) অষ্টক সূত্রটি লেখো। 

উত্তর : কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। 1866 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী নিউলান্ডস সেই সময় এই পর্যবেক্ষণ করেছিলেন তাই এর নাম অষ্টক সূত্র।


8) অষ্টক সূত্রের প্রবর্তক কে ? 

উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ডস।


9) অষ্টক সূত্রের মূলভিত্তি কি ? 

উত্তর : পারমাণবিক ভর।


10) অষ্টক সূত্র কি সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য ? 

উত্তর : না। কেবলমাত্র হালকা মৌল গুলির ক্ষেত্রে প্রযোজ্য।


11) মেন্ডেলিভের পর্যায় সূত্র টি লেখো।

উত্তর : বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।


12) মেন্ডেলিফের পর্যায় সূত্রের মূলভিত্তি কি? 

উত্তর : পারমাণবিক গুরুত্ব।


13) লোথার মেয়ারের পর্য়ায় সূত্র টি লেখো। 

উত্তর : বিভিন্ন মৌলের ভৌত ধর্ম গুলি তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।


14) লোথার মেয়ারের পর্যায় সূত্রের মূলভিত্তি কি ? 

উত্তর : পারমাণবিক ভর।


15) পর্যায় কাকে বলে? 

উত্তর : পর্যায় সারণির অনুভূমিক সারি গুলিকে পর্যায়ে বলে।


16) শ্রেণি কাকে বলে ? 

উত্তর : পর্যায় সারণির উলম্ব সারি গুলিকে শ্রেণি বলে।


17) মেন্ডেলিফের পর্যায় সারণিতে মোট কতগুলো মৌল ছিল ? 

উত্তর : 63 টি।


18) মেন্ডেলিফের পর্যায় সারণিতে মোট কতগুলো পর্যায় ও কতগুলো শ্রেণি ছিল ? 

উত্তর : পর্যায় ছিল সাতটি এবং শ্রেণি ছিল আটটি।


19) মেন্ডেলিফের পর্যায় শ্রেণিতে কোন শ্রেণি ছিল না ? কেন ছিল না ? 

উত্তর : শূন্য শ্রেণি ছিলনা। কারণ তখন নিষ্ক্রিয় মৌল গুলি আবিষ্কার হয়নি।


20 ) উপশ্রেণি কি ? 

উত্তর : I-VII পর্যন্ত প্রতিটি শ্রেণিকে A ও B দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে উপশ্রেণি বলে।



21) মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখ। ? 

উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণির দুটি ত্রুটি হল -

i) অপেক্ষাকৃত কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল কে তুলনামূলকভাবে বেশি পারমাণবিক ভর যুক্ত মৌলের পরে স্থান দেওয়া হয়েছে। 

যেমন - Ar(40)ও K(39) এবং Co (59) ও Ni (58) । 

ii) আইসোটোপ গুলির পারমানবিক ভর ভিন্ন হলেও তাঁদেরকে একই স্থানে রাখা হয়েছে। 

যেমন - O -16 ; O -17 ; O -18 । 


22) পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে ? 

উত্তর: কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে তাকেই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। 


23) মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে কটি পর্যায় ও কটি শ্রেণি আছে ? 

উত্তর: পর্যায় ৭ টি এবং শ্রেণি ৯ টি। 


24) আধুনিক পর্যায় সূত্রটি লেখ।

উত্তর: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। 


25) আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত্তি কি ? 

উত্তর: পারমাণবিক সংখ্যা বা পরমাণু-ক্রমাঙ্ক। 


26) আধুনিক পর্যায় সূত্রের প্রবর্তক কে?

উত্তর: ব্রিটিশ বিজ্ঞানী মোজ্লে।


27) মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্রের মধ্যে মূল পার্থক্য কি ? 

উত্তর: মেন্ডেলিভের পর্যায় সূত্রের মূল ভিত্তি হলো পারমাণবিক গুরুত্ব কিন্তু আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। 


28) কোন শ্রেণীর উপশ্রেণী নেই ?

 উত্তর: অষ্টম এবং শূন্য শ্রেণীতে উপশ্রেণী নেই। 


29) আধুনিক দীর্ঘ পর্যায় সারণির প্রবর্তক কে ? 

উত্তর: বিজ্ঞানী নীলস বোর। 


30) আধুনিক দীর্ঘ পর্যায় সারণির অপর নাম কি ? 

উত্তর: বোরের পর্যায় সারণি বা IUPAC পর্যায় সারণি। 


31) আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে ?

উত্তর: 7 টি পর্যায় ও 18 টি শ্রেণী। 


32) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে কোন পর্যায় সারণি তৈরি করা হয়েছে ? 

উত্তর: আধুনিক দীর্ঘ পর্যায় সারণি। 


33) পর্যায় সারণির অতি হ্রস্ব পর্যায় কোনটি ?

উত্তর: প্রথম পর্যায়। 


34) পর্যায় সারণির অতি হ্রস্ব পর্যায়ে কয়টি মৌল আছে এবং কি কি?

উত্তর: দুটি মৌল আছে। যথা — হাইড্রোজেন (H) এবং হিলিয়াম (He) । 


35) পর্যায় সারণির অতি দীর্ঘ পর্যায় কোনটি ? 

উত্তর: ষষ্ঠ পর্যায় । 


36) পর্যায় সারণির অতি দীর্ঘ পর্যায়ে কয়টি মৌল আছে ? 

উত্তর: 32 টি। 


37) পর্যায় সারণির অসম্পূর্ণ পর্যায় কোনটি ? 

উত্তর: সপ্তম পর্যায়। 


40) পর্যায় সারণির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কয়টি করে মৌল আছে ?

উত্তর: দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল আছে। 


41) পর্যায় সারণির চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কয়টি করে মৌল আছে ? 

উত্তর: পর্যায় সারণির চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18 টি করে মৌল আছে। 


42) কোন পর্যায় সারণিতে কোনো উপশ্রেণী নেই ? 

উত্তর: আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে। 


43) শূন্য শ্রেণীর মৌল গুলি কি নামে পরিচিত ?

উত্তর: নিষ্ক্রিয় মৌল। 


44) মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে ?

উত্তর: ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের উপর। 


45) পর্যায় সারণিতে মৌলগুলির ধর্মের পরিবর্তন -------- হয়।

উত্তর: পুনরাবৃত্ত। 


46) কোনটির জারণ ক্ষমতা সর্বাধিক ? — Li/N/O/F । 

উত্তর: F। 


47) ক্যালসিয়াম মৌলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থিত ?

উত্তর: চতুর্থ পর্যায় এবং দ্বিতীয় শ্রেণি। 


48) ক্লোরিন মৌলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থিত ?

উত্তর: দ্বিতীয় পর্যায় এবং সপ্তদশ শ্রেণি। 


49) সোডিয়াম মৌলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থিত ?

উত্তর: তৃতীয় পর্যায় এবং প্রথম শ্রেণি।

 

50) অক্সিজেন মৌলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থিত ?

উত্তর: দ্বিতীয় পর্যায় এবং ষষ্ঠদশ শ্রেণি। 


51) আর্গন মৌলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থিত ?

উত্তর: তৃতীয় পর্যায় এবং অষ্টাদশ শ্রেণি । 


52) ক্ষারধাতু কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ? 

উত্তর: লিথিয়াম(Li),সোডিয়াম(Na),পটাসিয়াম(K),রুবিডিয়াম(Rb),সিজিয়াম(Cs)ও তেজস্ক্রিয় ধর্ম বিশিষ্ট ফ্রান্সিয়াম( Fr)হল ক্ষার ধাতু। 


এরা প্রথম শ্রেণীতে অবস্থিত। 


53) ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ?

উত্তর: বেরিলিয়াম (Be),ম্যাগনেসিয়াম(Mg, ক্যালসিয়াম(Ca),স্ট্রনশিয়াম(Sr),বেরিয়াম(Ba)হল ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 

এরা দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। 


54) হ্যালোজেন মৌল কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ? 

উত্তর: ফ্লোরিন (F),ক্লোরিন (Cl),ব্রোমিন(Br),আয়োডিন(I),অ্যাস্টাটিন(At)হল হ্যালোজেন মৌল । 

 

এরা সপ্তদশ শ্রেণীতে অবস্থিত। 


55) নিষ্ক্রিয় মৌল কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ? 

উত্তর: হিলিয়াম (He),নিয়ন(Ne),আর্গন(Ar),ক্রিপটন(Kr),জেনন (Xe),রেডন (Rn) হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। 


এরা অষ্টাদশ শ্রেণীতে অবস্থিত। 


56) চ্যালকোজেন মৌল কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ? 

উত্তর: অক্সিজেন(O),সালফার(S),সেলেনিয়াম(Se),টেলুরিয়াম (Te),পোলোনিয়াম(Po) হল চ্যালকোজেন মৌল। 


এরা 16 নম্বর শ্রেণিতে অবস্থিত।


57) নিকটোজেন মৌল কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ? 

উত্তর: নাইট্রোজেন (N), ফসফরাস (P), আর্সেনিক (As), অ্যান্টিমনি(Sb), বিসমাথ(Bi) হল নিকটোজেন মৌল। 


এরা পঞ্চদশ শ্রেণীতে অবস্থিত। 


 58) সন্ধিগত মৌল কাদের বলে? উদাহরণ দাও।

উত্তর: দীর্ঘ পর্যায়-সারণির 3 থেকে 12 পর্যন্ত গ্রুপ গুলিতে স্থান প্রাপ্ত মৌল সমূহকে সন্ধিগত মৌল বলে। 


59) ইউরেনিয়ামোত্তর মৌল কোনগুলি ? 

উত্তর: ইউরোনিয়াম এর পরবর্তী নেপচুনিয়াম(Np) থেকে লরেন্সিয়াম(Lr) পর্যন্ত 11 টি মৌলকে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে এই 11 টি মৌলকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে। 


60) ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা কত ? 

উত্তর: ইউরেনিয়ামোত্তর মৌল সংখ্যা 11 টি। 


61) মুদ্রাধাতু কোনগুলি ? কোন শ্রেণিতে অবস্থিত ?

 উত্তর: তামা(Cu),রুপা(Ag) ও সোনা (Au) হল মুদ্রা ধাতু। 


এরা 11 নম্বর পর্যায়ে অবস্থিত। 


62) বরধাতু কোনগুলি ?

 উত্তর: প্লাটিনাম(Pt) এবং সোনা(Au) উভয় কেই বর ধাতু বলে। 


63) বিরল গ্যাস বা নোবেল গ্যাস কোনগুলি ? 

উত্তর: হিলিয়াম(He),নিয়ন(Ne),আর্গন(Ar),ক্রিপটন(Kr), জেনন(Xe) ও রেডন(Rn) হল নোবেল গ্যাস। 


64) চ্যালকোজেন কথার অর্থ কি ? 

উত্তর: চ্যালকোজেন কথার অর্থ আকরিক উৎপাদক। 


65) হ্যালোজেন কথার অর্থ কি ?

উত্তর: হ্যালোজেন কথার অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। 


66) ক্ষারধাতু গুলির যোজ্যতা কত ?

উত্তর: ক্ষার ধাতু গুলির যোজ্যতা= 1। 


67) ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির যোজ্যতা কত ? 

উত্তর: ক্ষারীয় মৃত্তিকা মৌল গুলির যোজ্যতা সর্বদা 2 । 


68) নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত ?

উত্তর: নিষ্ক্রিয় মৌল গুলির যোজ্যতা 0 । 


69) কোন শ্রেণিতে কঠিন , তরল এবং গ্যাসীয় তিনরকম মৌলই আছে ? 

উত্তর: 17 নম্বর শ্রেণিতে।


70) হ্যালোজেন মৌলগুলোর বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন আছে ? 

উত্তর: হ্যালোজেন মৌল গুলির বাইরের কক্ষে 7 টি করে ইলেকট্রন আছে। 


71) পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে?

উত্তর: পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোন বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্ত ইলেকট্রন কক্ষের দূরত্ব কে বোঝায়। 


72) পারমাণবিক ব্যাসার্ধকে কোন এককে পরিমাপ করা হয়?

উত্তর: পিকোমিটার। এবং অ্যাংট্রম।


73) 1পিকো মিটার = কত মিটার ?

উত্তর:0.000000000001 মিটার। 


74) 1 অ্যাংস্ট্রম = কত মিটার?

উত্তর:0.0000000001 মিটার। 


75) পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: হ্রাস পায়।


76) শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ? 

উত্তর: বৃদ্ধি পায়।


77) কোন শ্রেণীর পরমাণু গুলির পারমানবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি ?

উত্তর:1 নম্বর শ্রেণী। 


78) কোন শ্রেণীর পরমাণু গুলির পারমানবিক ব্যাসার্ধ সবচেয়ে কম ?

উত্তর:17 নম্বর শ্রেণী। 


79) পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাও : 

i) B, N, Li, O, F, C 

ii) Al, Si, Mg, Na, P, Cl, S 

iii) K, Na, Li, Rb, Cs 

iv) Br, Cl, F, I 

উত্তর: i) Li > B > C > N> O > F । 

ii) Na >Mg >Al >Si >P >S > Cl । 

iii) Li > Na > K> Rb >Cs । 

iv) F >Cl >Br > I । 


80) তেজস্ক্রিয়তা মৌলের ----- ধর্ম নয়।

 উত্তর: পর্যায়গত । 


81) মৌলের কোন কোন ধর্ম পর্যায়গত নয় ? 

উত্তর : মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা ইত্যাদি পর্যায়গত ধর্ম নয়। 


82) আয়নন বিভব এর একক কি ? 

উত্তর: কিলোক্যালোরি /মোল। 


83) পর্যায় বরাবর আয়নন বিভব কীভাবে পরিবর্তিত হয় ? 

উত্তর: বৃদ্ধি পায়।


84 ) শ্রেণী বরাবর আয়নন বিভব কীভাবে পরিবর্তিত হয় ? 

উত্তর: হ্রাস পায়।


85) নিষ্ক্রিয় মৌল গুলির আয়নন বিভব সবচেয়ে বেশি কেন ? 

উত্তর: নিস্ক্রিয় -গ্যাস পরমাণু গুলির সর্ববহিঃস্থ কক্ষে আটটি ইলেক্ট্রন দ্বারা পূর্ণ থাকায় (হিলিয়াম এর ক্ষেত্রে দুটি) ওই বিন্যাস খুব সুস্থিত হয় তাই এদের সর্ববহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণের জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয় ফলে যে কোন পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি। 


86) কোন পরমাণুর আয়নন বিভব সবচেয়ে বেশি ?

উত্তর:He


87) কোন পরমাণুর আয়নন বিভব সবচেয়ে কম ? 

উত্তর:Cs


88) আয়নন শক্তির ক্রম অনুসারে সাজাও : K, Li, Na, Rb 

উত্তর:Li >Na >K >Rb। 


89) ক্ষার ধাতু গুলির আয়নন বিভব ------।

উত্তর: সবচেয়ে কম


90) নিস্ক্রিয় মৌল গুলির আয়নন বিভব ------।

উত্তর: সবচেয়ে বেশি


91) তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে ?

উত্তর: সমযোজী বন্ধনে আবদ্ধ কোন মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।


92) পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: বৃদ্ধি পায়।


93) শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: হ্রাস পায়।


94) তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও : Cl, Br, F, I 

উত্তর:F > Cl > Br >I । 


95) সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?

উত্তর:F । 


96) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ? 

উত্তর: Cs। 


97) তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও : Mg, S, Al, Na, Si, Cl, P

উত্তর: Na < Mg < Al < Si < P < S < Cl


98) কোনটি সন্ধিগত মৌল - Cr / Na / Mg / Ca .

উত্তর:Cr । 


99) কোনটি ক্ষার ধাতু নয় - Na / Rb / Ba / Cs.

উত্তর:Ba । 


100) সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতব মৌল কোনটি ?

উত্তর : F । 


101) জারণ ধর্ম কাকে বলে ?

উত্তর: কোন পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই পরমাণু তত্ত্ব শক্তিশালী জারক ,এই ধর্মকে জারণ ধর্ম বলে। 


102) বিজারণ ধর্ম কাকে বলে ?

উত্তর: যে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি সেই পরমাণু তত্ত্ব শক্তিশালী বিজারক এই ধর্মকে,বিজারণ ধর্ম বলে। 


103) পর্যায় ও শ্রেণী বরাবর জারণ ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: পর্যায় বরাবর জারণ ধর্ম বৃদ্ধি পায় এবং শ্রেণি বরাবর হ্রাস পায়।


104) পর্যায় ও শ্রেণী বরাবর বিজারণ ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: পর্যায় বরাবর হ্রাস পায় এবং শ্রেণি বরাবর বৃদ্ধি পায়। 


105) কোন শ্রেণীর মৌল গুলি তীব্র বিজারক ?

উত্তর : প্রথম শ্রেণীর। 


106) কোন শ্রেণীর মৌল গুলি তীব্র জারক ?

উত্তর: 17 নম্বর শ্রেণী। 


107) মেন্ডেলিভ কোন মৌলকে দুষ্ট মৌল বলেছিলেন ?

উত্তর: হাইড্রোজেন। 


108) ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য কি কি ?

উত্তর: ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য গুলি হল :-

[i] হাইড্রোজেন ক্ষার ধাতুর মত একযোজী তড়িৎ ধনাত্মক মৌল। 

[ii] ক্ষার ধাতুর মত হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে। 

[iii] ক্ষার ধাতুর মত হাইড্রোজেনের বিজারণ ধর্ম বর্তমান। 

[iv] অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয় এটি অক্সাইড গঠন করে। 

[v] হ্যালোজেন এর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে । এই হ্যালাইড গুলি জলীয় দ্রবণে আয়নিত হয় ক্যাটায়ন (H+) গঠন করে


109) হ্যালোজেন মৌল গুলির সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য কি কি ? 

উত্তর: হ্যালোজেন মৌল গুলোর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য গুলি হল:-

[i] হ্যালোজেন এর মত হাইড্রোজেন একযোজী অধাতব মৌল। 

[ii] ফ্লুরিন ও ক্লোরিনের মতো এটি একটি দ্বিপরমাণুক গ্যাসীয় মৌল। 

[iii] হ্যালোজেন গুলি ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হ্যালাইড গঠন করে। 


110) মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন কেন ?

উত্তর: হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতু গুলির এবং হ্যালোজেন মৌল গুলির ধর্মে মিল থাকায় মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে ছিলেন।

উপস্থাপক: শিক্ষক এসকার আলী সেখ 

সহশিক্ষক , ছাপনা হাই মাদ্রাসা ( উঃমাঃ)

নিউটাউন , কোলকাতা - 135.



No comments:

Post a Comment