Tuesday, December 7, 2021

সপ্তম শ্রেণীর বিঞ্জান -ভৌত পরিবেশ । Sample Questions of class 7 of STH


 


সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. সমস্ত বস্তুর মধ্যেই তাপ

(A) আছে

(B) নেই

(C) থাকতে পারে, নাও থাকতে পারে

Ans. A

2. কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ—

(A) 90°

(B) 60°

(C) 45°

(D) 0°

Ans. D

3. আপতন কোণ 45° হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে—

(A) 45°

(B) 60°

(C) 90°

(D) 120°

Ans. C

4. বর্তমানে শক্তি চাহিদার বেশির ভাগটাই আসে—

(A) সৌরশক্তি থেকে

(B) চন্দ্রশক্তি থেকে

(C) তারামণ্ডলের শক্তি থেকে

(D) জীবাশ্ম জ্বালানি থেকে

Ans. D

5. পৃথিবী অবিরতভাবে পেয়ে থাকে—

(A) সৌরশক্তি

(B) বিদ্যুৎ শক্তি

(C) পারমাণবিক শক্তি

(D) পেট্রোলিয়াম শক্তি

Ans. A

6. ভারতে মোট শক্তি চাহিদার শতকরা চল্লিশ ভাগটাই পূরণ হয়—

(A) কয়লা থেকে

(B) কাঠ ও গোবর থেকে

(C) পেট্রোল থেকে

(D) কেরোসিন থেকে

Ans. B

7. অ্যামিটার অ্যামিটার যন্ত্র দিয়ে মাপা যায়—

(A) পরিবাহীর রোধ

(B) তড়িৎপ্রবাহমাত্রা

(C) বিভবপ্রভেদ

(D) তড়িৎচালক বল

Ans. B

8. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হল—

(A) 5C=F−32/9

(B) C9=F−32/5

(C) 5C=F−32

(D) 9C=5(F−32)

Ans. D

9. সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তনের

(A) সমান

(B) বেশি

(C) কম

Ans. B

10. নবীকরণযোগ্য শক্তির উৎস হল—

(A) সৌরশক্তি

(B) খনিজ তেল

(C) কয়লা

(D) পেট্রোল

Ans. A

11. কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ—

(A) 90°

(B) 60°

(C) 45°

(D) 0°

Ans. D

12. একটি চুম্বককে উত্তপ্ত করলে সর্বনিম্ন যে উষ্ণতায় তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাকে বলা হয়—

(A) গলনাক

(B) নতি বিন্দু

(C) সন্ধি তাপমাত্রা

(D) কুরি বিন্দু

Ans. D

13. আয়নায় প্রতিবিম্ব দেখা যায় আলোর

(A) সরলগতির জন্য

(B) প্রতিসরণের জন্য

(C) বিকিরণের জন্য

(D) প্রতিফলনের জন্য

Ans. D

14. কয়লা, জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে—

(A) বায়ুশক্তি

(B) সৌরশক্তি

(C) তাপ শক্তি

(D) পুনর্নবীকরণযোগ্য শক্তি

Ans. B

15. চুম্বক আকর্ষণ করে না—

(A) লোহা

(B) নিকেল

(C) তামা

(D) অ্যালনিকো

Ans. C

16. আলো লম্বভাবে প্রতিফলকের ওপর পড়লে প্রতিফলন কোণের মান হবে—

(A) 90°

(B) 0°

(C) 45°

(D) 30°

Ans. B

17. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয়—

(A) টাংস্টেনের তার দ্বারা

(B) নাইক্রোমের তার দ্বারা

(C) তামার তার দ্বারা

(D) উলফ্ৰেমাইট

Ans. A

18. দণ্ডচুম্বকের চুম্বকত্ব সবচেয়ে বেশি—

(A) মাঝে

(B) দুই প্রান্তে

(C) কোনো এক প্রান্তে

(D) বলা সম্ভব নয়

Ans. B

19. সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তনের

(A) সমান

(B) বেশি

(C) কম

Ans. B

20. কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ—

(A) 90°

(B) 60°

(C) 45°

(D) 0°

Ans. D

21. তাপ হল একপ্রকার

(A) তরল

(B) গ্যাস

(C) শক্তি

(D) বাষ্প

Ans. C

22. একটি চুম্বককে দুটি ভাগে ভাঙলে পাওয়া যায়—

(A) শুধু একটি উত্তর মেরু

(B) শুধু একটি দক্ষিণ মেরু

(C) উত্তর ও দক্ষিণ মেরুবিশিষ্ট দুটি স্বতন্ত্র চুম্বক

(D) দুটি মেরুবিহীন চুম্বক

Ans. C

23. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য

(A) চৌম্বক দৈর্ঘ্যের সমান হয়

(B) চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বড়ো হয়

(C) চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে ছোটো হয়

(D) চৌম্বক দৈর্ঘ্যের অর্ধেক হয়

Ans. B

24. টর্চ লাইটে ব্যবহার করা হয়-

(A) ভোল্টীয় কোশ

(B) লেকল্যান্স কোশ

(C) সঞ্চয়ক কোশ

(D) নির্জল কোশ

Ans. D

25. সালোকসংশ্লেষের সময় যে গ্যাস নির্গত হয় তা হল

(A) নাইট্রোজেন

(B) কার্বন ডাইঅক্সাইড

(C) অক্সিজেন

(D) জলীয় বাষ্প

Ans. C

26. অপ্রচলিত একটি শক্তির উৎস হল—

(A) সৌরশক্তি

(B) খনিজতেল

(C) কয়লা

(D) জৈব গ্যাস

Ans. D

27. একটি বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি বৃদ্ধি পেল। সেলসিয়াস স্কেলে ওই বৃদ্ধির মান

(A) 20°

(B) 36°

(C) 64.8°

(D) 110°

Ans. A

28. সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর–

(A) 80

(B) 100

(C) 180

(D) 52

Ans. B

29. কৃত্রিম চুম্বকের শক্তি প্রাকৃতিক চুম্বকের থেকে

(A) কম

(B) বেশি

(C) সমান

(D) ঠিক নেই

Ans. B

30. ফোটো ভোল্টাইক সেলে ব্যবহৃত ধাতুটি হল—

(A) লিথিয়াম

(B) সিলিকন

(C) অ্যালুমিনিয়াম

(D) ম্যাগনেশিয়াম

Ans. B

31. তৈলাক্ত কাগজ হচ্ছে একটি

(A) স্বচ্ছ আলোকমাধ্যম

(B) অস্বচ্ছ আলোকমাধ্যম

(C) ঈষৎ স্বচ্ছ আলোকমাধ্যম

(D) কোনোটিই নয়

Ans. C

32. ধাতব পদার্থ তড়িতের–

(A) কুপরিবাহী

(B) সুপরিবাহী

(C) অর্ধপরিবাহী

(D) অতিপরিবাহী

Ans. B

33. একটি বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি বৃদ্ধি পেল। সেলসিয়াস স্কেলে ওই বৃদ্ধির মান

(A) 20°

(B) 36°

(C) 64.8°

(D) 110°

Ans. A

34. সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তনের

(A) সমান

(B) বেশি

(C) কম

Ans. B

35. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন

(A) দ্রুত হয়

(B) ধীরে হয়

(C) একই থাকে

Ans. B

36. স্থির বিভবপার্থক্যে পরিবাহী দিয়ে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে রোধ বৃদ্ধিতে প্রবাহমাত্রা –

(A) কমে যায়

(B) বেড়ে যায়

(C) একই থাকে

(D) অনির্দিষ্ট

Ans. A

37. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ হল—

(A) রেডিয়ো

(B) বৈদ্যুতিক বাতি

(C) প্রেসার কুকার

(D) তড়িৎ কোশ

Ans. B

38. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য

(A) চৌম্বক দৈর্ঘ্যের সমান হয়

(B) চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বড়ো হয়

(C) চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে ছোটো হয়

(D) চৌম্বক দৈর্ঘ্যের অর্ধেক হয়

Ans. B

39. পশ্চিমবঙ্গে বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে

(A) কুলতলিতে

(B) বাঁকুড়ায়

(C) নামখানায়

(D) সাগরদ্বীপে

Ans. D

40. সুচিছিদ্র ক্যামেরার সাহায্যে

(A) ছায়া দেখা যায়

(B) প্রতিকৃতি দেখা যায়

(C) প্রতিবিম্ব দেখা যায়

(D) প্রচ্ছায়া

Ans. B

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – সময় ও গতি (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. কোনো বস্তুকণা সমবেগে চললে তার—

(A) ত্বরণ থাকতে পারে

(B) ত্বরণ থাকবেই

(C) ত্বরণ থাকবে না

(D) কোনোটিই নয়

Ans. C

2. চলন্ত সাইকেলের চাকার গতি

(A) চলন

(B) ঘূর্ণন

(C) বক্ৰচলন

(D) চলন ও ঘূর্ণনের মিশ্রণ

Ans. D

3. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকে বলে—

(A) ক্ষমতা

(B) শক্তি

(C) কার্য

(D) বেগ

Ans. A

4. সকল গতিশীল বস্তুর গতিই

(A) পরম গতি

(B) আপেক্ষিক গতি

(C) চলন গতি

(D) আবর্ত গতি

Ans. B

5. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ—

(A) বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

(B) বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

(C) বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

(D) বইটির ওপর কোনো ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে না

Ans. C

6. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

(A) বল/ত্বরণ

(B) ত্বরণ/বল

(C) বেগ/ত্বরণ

(D) ত্বরণ/বেগ

Ans. A

7. বস্তুর কার্য করার হারকে বলে—

(A) শক্তি

(B) ক্ষমতা

(C) বল

(D) কোনোটিই নয়

Ans. B

8. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির

(A) সমবেগ থাকবে

(B) সমান ভরবেগ থাকবে

(C) সমদ্রুতি থাকবে

(D) সমত্বরণ থাকবে

Ans. D

9. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

(A) কার্য

(B) দ্রুতি

(C) শক্তি

(D) ক্ষমতা

Ans. D

10. নীচের বস্তুগুলির মধ্যে চরম স্থির বস্তুটি হল –

(A) পৃথিবী

(B) সূর্য

(C) চাঁদ

(D) এদের কোনোটিই নয়

Ans. C

11. 1 kg-wt বল 1 newton বলের

(A) সমান

(B) চেয়ে বেশি

(C) চেয়ে কম

(D) অসমান

Ans. B

12. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

(A) বল/ত্বরণ

(B) ত্বরণ/বল

(C) বেগ/ত্বরণ

(D) ত্বরণ/বেগ

Ans. A

13. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল—

(A) কার্য একটি স্কেলার রাশি

(B) একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

(C) কার্য ও শক্তির একক ভিন্ন

(D) বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

Ans. A

14. একক সময়ে বস্তুর সরণকে বলে—

(A) দ্রুতি

(B) মন্দন

(C) ত্বরণ

(D) বেগ

Ans. D

15. সকল গতিশীল বস্তুর গতিই

(A) পরম গতি

(B) আপেক্ষিক গতি

(C) চলন গতি

(D) আবর্ত গতি

Ans. B

16. জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল

(A) প্রথম সূত্র

(B) দ্বিতীয় সূত্র

(C) তৃতীয় সূত্র

(D) কোনোটিই নয়

Ans. C

17. সমদ্ৰুতিসম্পন্ন একটি বস্তুর গতিতে –

(A) ত্বরণ থাকবেই

(B) ত্বরণ থাকতে পারে

(C) ভরবেগ সর্বদা স্থির থাকবে

(D) ভরবেগের পরিবর্তন হবে

Ans. C

18. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

(A) কার্য

(B) দ্রুতি

(C) শক্তি

(D) ক্ষমতা

Ans. D

19. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল—

(A) কার্য একটি স্কেলার রাশি

(B) একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

(C) কার্য ও শক্তির একক ভিন্ন

(D) বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

Ans. A

20. কোনো কণার প্রাথমিক বেগ u এবং ত্বরণ a, t সময় পরে বেগ v হলে, u, v, a ও t -এর মধ্যে সম্পর্ক হল—

(A) u = v + at

(B) v = u + at

(C) u + v = at

(D) u + at = v

Ans. B

21. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি—

(A) তুরণসহ চলতে থাকবে

(B) সমবেগে চলতে থাকবে

(C) থেমে যাবে

(D) স্থির হয়ে পুনরায় চলতে শুরু করবে

Ans. B

22. বৃত্তপথে সমবেগে চলমান কোনো কণার গতি হল—

(A) রৈখিক গতি

(B) কম্পন

(C) পর্যাবৃত্ত গতি

(D) সরল দোলগতি

Ans. C

23. হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য—

(A) কম

(B) একই

(C) বেশি

(D) পরিবর্তনশীল

Ans. C

24. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

(A) বল/ত্বরণ

(B) ত্বরণ/বল

(C) বেগ/ত্বরণ

(D) ত্বরণ/বেগ

Ans. A

25. একক সময়ে বস্তুর সরণকে বলে—

(A) দ্রুতি

(B) মন্দন

(C) ত্বরণ

(D) বেগ

Ans. D

26. সকল গতিশীল বস্তুর গতিই

(A) পরম গতি

(B) আপেক্ষিক গতি

(C) চলন গতি

(D) আবর্ত গতি

Ans. B

27. জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল

(A) প্রথম সূত্র

(B) দ্বিতীয় সূত্র

(C) তৃতীয় সূত্র

(D) কোনোটিই নয়

Ans. C

28. মিশ্রগতির উদাহরণ হল

(A) ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

(B) এক স্থানে বলের ঘূর্ণন

(C) বলের পিছল গতি

(D) ওপরের দিকে বল ছুড়ে দেওয়া

Ans. A

29. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হল—

(A) সরণ

(B) বেগ

(C) দ্রুতি

(D) ত্বরণ

Ans. D

30. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল—

(A) কার্য একটি স্কেলার রাশি

(B) একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

(C) কার্য ও শক্তির একক ভিন্ন

(D) বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

Ans. A

31. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি—

(A) তুরণসহ চলতে থাকবে

(B) সমবেগে চলতে থাকবে

(C) থেমে যাবে

(D) স্থির হয়ে পুনরায় চলতে শুরু করবে

Ans. B

32. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ—

(A) বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

(B) বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

(C) বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

(D) বইটির ওপর কোনো ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে না

Ans. C

33. সকল গতিশীল বস্তুর গতিই

(A) পরম গতি

(B) আপেক্ষিক গতি

(C) চলন গতি

(D) আবর্ত গতি

Ans. B

34. সমদ্ৰুতিসম্পন্ন একটি বস্তুর গতিতে –

(A) ত্বরণ থাকবেই

(B) ত্বরণ থাকতে পারে

(C) ভরবেগ সর্বদা স্থির থাকবে

(D) ভরবেগের পরিবর্তন হবে

Ans. C

35. পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে

(A) একই বেগে গতিশীল দেখে

(B) স্থির দেখে

(C) ভিন্ন বেগে গতিশীল দেখে

(D) কখনো স্থির কখনো গতিশীল দেখে

Ans. B

36. একক সময়ে বস্তুর সরণকে বলে—

(A) দ্রুতি

(B) মন্দন

(C) ত্বরণ

(D) বেগ

Ans. D

37. মহাবিশ্বে পরম স্থিতি

(A) আছে

(B) নেই

(C) বিশেষ ক্ষেত্রে আছে তা

(D) নির্দিষ্ট করে বলা যায় না

Ans. B

38. বৃত্তপথে সমবেগে চলমান কোনো কণার গতি হল—

(A) রৈখিক গতি

(B) কম্পন

(C) পর্যাবৃত্ত গতি

(D) সরল দোলগতি

Ans. C

39. ক্রিয়া ও প্রতিক্রিয়া

(A) একই বস্তুতে প্রযুক্ত হয়

(B) পৃথক বস্তুতে প্রযুক্ত হয়

(C) সমান এবং একমুখী

(D) অসমান ও একমুখী

Ans. B

40. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

(A) কার্য

(B) দ্রুতি

(C) শক্তি

(D) ক্ষমতা

Ans. D

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয়–

(A) অ্যানায়ন

(B) ক্যাটায়ন

(C) চুম্বকায়ন

(D) বিশ্বায়ন

Ans. A

2. হাইড্রোজেন পারক্সাইড (H2O2) যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হল—

(A) 1

(B) 3

(C) 4

(D) অসংখ্য

Ans. C

3. মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত হল—

(A) HNO3

(B) H2SO4

(C) HCl

(D) HNO2

Ans. C

4. পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হল ওই পরমাণুর

(A) পরমাণু ক্রমাঙ্ক

(B) পারমাণবিক সংখ্যা

(C) ভরসংখ্যা

(D) যোজ্যতা

Ans. C

5. NaCl+AgNO3=AgCl+NaNO3 —এই রাসায়নিক বিক্রিয়াটি হল—

(A) বিয়োজন বিক্রিয়া

(B) প্রত্যক্ষ সংযোগ বিন

(C) বিনিময় বিক্রিয়া

(D) কোনোটিই নয়

Ans. C

6. পরমাণুবাদটি প্রকাশ করেন বিশিষ্ট বিজ্ঞানী

(A) নিউটন

(B) ডালটন

(C) অ্যাভোগাড্রো

(D) টমসন

Ans. B

7. বেরিয়াম হাইড্রক্সাইড [Ba(OH)2]-এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা

(A) 2

(B) 3

(C) 5

(D) 7

Ans. C

8. পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে এবং যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান তার নাম

(A) যৌগ

(B) পরমাণু

(C) মৌল

(D) অণু

Ans. D

9. সালফিউরিক অ্যাসিডের সংকেত হল

(A) H2SO4

(B) HNO3

(C) HCI

(D) HNO2

Ans. A

10. কস্টিক পটাশ-এর সংকেত হল—

(A) NaOH

(B) KOH

(C) CaO

(D) Ca(OH)2

Ans. B

11. প্ল্যাটিনামের চিহ্ন হল

(A) Pn

(B) Pb

(C) Pd

(D) Pt

Ans. D

12. পটাশিয়াম হাইড্রক্সাইডের সংকেত KOH । এই অণুতে যত ধরনের পরমাণু আছে তার সংখ্যা হল—

(A) 1

(B) 2

(C) 3

(D) 5

Ans. C

13. NaCl+AgNO3=AgCl+NaNO3 —এই রাসায়নিক বিক্রিয়াটি হল—

(A) বিয়োজন বিক্রিয়া

(B) প্রত্যক্ষ সংযোগ বিন

(C) বিনিময় বিক্রিয়া

(D) কোনোটিই নয়

Ans. C

14. সিসার ল্যাটিন নাম হল—

(A) হাইড্রাজিরাম

(B) প্লাম্বাম

(C) স্ট্যানাম

(D) ক্যালিয়াম

Ans. B

15. পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হল ওই পরমাণুর

(A) পরমাণু ক্রমাঙ্ক

(B) পারমাণবিক সংখ্যা

(C) ভরসংখ্যা

(D) যোজ্যতা

Ans. C

16. পরমাণুর নিস্তড়িৎ কণা হল—

(A) প্রোটন

(B) নিউট্রন

(C) ইলেকট্রন

(D) কোনোটিই নয়

Ans. B

17. কলিচুনের সংকেত হল—

(A) KOH

(B) NaOH

(C) CaO

(D) Ca(OH)2

Ans. D

18. NaCl+AgNO3=AgCl+NaNO3 —এই রাসায়নিক বিক্রিয়াটি হল—

(A) বিয়োজন বিক্রিয়া

(B) প্রত্যক্ষ সংযোগ বিন

(C) বিনিময় বিক্রিয়া

(D) কোনোটিই নয়

Ans. C

19. পটাশিয়াম হাইড্রক্সাইডের সংকেত KOH । এই অণুতে যত ধরনের পরমাণু আছে তার সংখ্যা হল—

(A) 1

(B) 2

(C) 3

(D) 5

Ans. C

20. কস্টিক পটাশ-এর সংকেত হল—

(A) NaOH

(B) KOH

(C) CaO

(D) Ca(OH)2

Ans. B

21. কোনো মৌলের সংকেত 92U238 হলে মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা হল

(A) 92

(B) 146

(C) 238

(D) 250

Ans. A

22. মৌলের সর্বোচ্চ যোজ্যতার মান—

(A) 4

(B) 8

(C) 10

(D) 12

Ans. B

23. যার দ্বারা মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাকে বলে

(A) অণু

(B) সংকেত

(C) চিহ্ন

(D) যৌগ

Ans. C

24. বেরিয়াম হাইড্রক্সাইড [Ba(OH)2]-এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা

(A) 2

(B) 3

(C) 5

(D) 7

Ans. C

25. কলিচুনের সংকেত হল—

(A) KOH

(B) NaOH

(C) CaO

(D) Ca(OH)2

Ans. D

26. প্ল্যাটিনামের চিহ্ন হল

(A) Pn

(B) Pb

(C) Pd

(D) Pt

Ans. D

27. পটাশিয়ামের চিহ্ন হল—

(A) P

(B) Pb

(C) Pt

(D) K

Ans. D

28. প্রোটন হল—

(A) ধনাত্মক তড়িৎবাহী কণা

(B) ঋণাত্মক তড়িত্বাহী কণা

(C) নিস্তড়িৎ কণা

(D) কোনোটিই নয়

Ans. A

29. CaCO3→উত্তাপ→(CaO+CO2)—এই রাসায়নিক বিক্রিয়াটি হল—

(A) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া

(B) বিনিময় বিক্রিয়া

(C) প্রতিস্থাপন বিক্রিয়া

(D) বিয়োজন বিক্রিয়া

Ans. D

30. ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয়–

(A) অ্যানায়ন

(B) ক্যাটায়ন

(C) চুম্বকায়ন

(D) বিশ্বায়ন

Ans. A

31. পরমাণুবাদটি প্রকাশ করেন বিশিষ্ট বিজ্ঞানী

(A) নিউটন

(B) ডালটন

(C) অ্যাভোগাড্রো

(D) টমসন

Ans. B

32. পারদের ল্যাটিন নাম হল—

(A) হাইড্রাজিরাম

(B) স্ট্যানাম

(C) প্লাম্বাম

(D) ক্যালিয়াম

Ans. A

33. বোরনের চিহ্ন হল—

(A) Ba

(B) B

(C) Bo

(D) Be

Ans. C

34. সালফিউরিক অ্যাসিডের সংকেত হল

(A) H2SO4

(B) HNO3

(C) HCI

(D) HNO2

Ans. A

35. পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম হল

(A) সোডিয়াম

(B) ক্যালশিয়াম

(C) কপার

(D) পটাশিয়াম

Ans. C

36. নোবেলিয়াম-এর চিহ্ন হল—

(A) Np

(B) Na

(C) No

(D) Ni

Ans. C

37. সাধারণ লবণের সংকেত হল—

(A) NaOH

(B) NaCl

(C) Na2S2O3

(D) CaO

Ans. B

38. পারদের ল্যাটিন নাম হল—

(A) হাইড্রাজিরাম

(B) স্ট্যানাম

(C) প্লাম্বাম

(D) ক্যালিয়াম

Ans. A

39. কলিচুনের সংকেত হল—

(A) KOH

(B) NaOH

(C) CaO

(D) Ca(OH)2

Ans. D

40. নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা হল—

(A) শূন্য

(B) এক

(C) তিন

(D) পাঁচ

Ans. A

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. মানুষের দেহে জলের পরিমাণ হল

(A) 20 শতাংশ

(B) 40 শতাংশ

(C) 70 শতাংশ

(D) 90 শতাংশ

Ans. C

2. সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, জল আর সুর্যের আলোকশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে

(A) প্রোটিন

(B) ভিটামিন

(C) গ্লুকোজ

(D) লিপিড

Ans. C

3. ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়

(A) ল্যাকটিক অ্যাসিড

(B) সালফিউরিক অ্যাসিড

(C) মিউরিয়েটিক অ্যাসিড

(D) নাইট্রিক অ্যাসিড

Ans. A

4. একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে দু-ফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণটি হবে—

(A) বর্ণহীন

(B) নীল

(C) গোলাপি

(D) লাল

Ans. C

5. টারটারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে?

(A) তেঁতুল

(B) টম্যাটো

(C) আপেল

(D) পাতিলেবু

Ans. A

6. দই-এ পাওয়া যায়

(A) ফরমিক অ্যাসিড

(B) ল্যাকটিক অ্যাসিড

(C) টারটারিক অ্যাসিড

(D) অক্সালিক অ্যাসিড

Ans. B

7. ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?

(A) তেঁতুল

(B) টম্যাটো

(C) আপেল

(D) পাতিলেবু

Ans. C

8. মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়

(A) ফরমিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(C) নাইট্রিক অ্যাসিড

(D) সালফিউরিক অ্যাসিড

Ans. B

9. সালফিউরিক অ্যাসিড একটি—

(A) অজৈব অ্যাসিড

(B) জৈব অ্যাসিড

(C) মৃদু অ্যাসিড

(D) ক্ষারীয় পদার্থ

Ans. A

10. ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?

(A) তেঁতুল

(B) টম্যাটো

(C) আপেল

(D) পাতিলেবু

Ans. C

11. মিথাইল অরেঞ্জ একটি

(A) নির্দেশক

(B) অ্যাসিড

(C) লবণ

(D) ক্ষার

Ans. A

12. মানুষের দেহে সোডিয়ামের ওজনানুপাতিক শতাংশ

(A) 1.11

(B) 1.43

(C) 0.14

(D) 2.57

Ans. C

13. মানুষের দেহে হাইড্রোজেনের ওজনানুপাতিক শতাংশ

(A) 22.85

(B) 2.57

(C) 9.99

(D) 61.42

Ans. C

14. মিউরিয়েটিক অ্যাসিড হল—

(A) ফরমিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(C) টারটারিক অ্যাসিড

(D) নাইট্রিক অ্যাসিড

Ans. B

15. কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—

(A) ফ্যাটি অ্যাসিড

(B) নিউক্লিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) ল্যাকটিক অ্যাসিড

Ans. B

16. কী জানার জন্য নির্দেশক ব্যবহার করা হয়?

(A) প্রশমন ক্ষণ

(B) দ্রবণটি অ্যাসিডধর্মী কিনা

(C) দ্রবণটি ক্ষারধর্মী কিনা

(D) A, B, C-তিনটিই ঠিক

Ans. D

17. ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়

(A) ল্যাকটিক অ্যাসিড

(B) সালফিউরিক অ্যাসিড

(C) মিউরিয়েটিক অ্যাসিড

(D) নাইট্রিক অ্যাসিড

Ans. A

18. মিথাইল অরেঞ্জ একটি

(A) নির্দেশক

(B) অ্যাসিড

(C) লবণ

(D) ক্ষার

Ans. A

19. সাইট্রিক ও অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?

(A) তেঁতুল

(B) টম্যাটো

(C) আপেল

(D) পাতিলেবু

Ans. D

20. কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—

(A) ফ্যাটি অ্যাসিড

(B) নিউক্লিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) ল্যাকটিক অ্যাসিড

Ans. B

21. মানুষের দেহে সোডিয়ামের ওজনানুপাতিক শতাংশ

(A) 1.11

(B) 1.43

(C) 0.14

(D) 2.57

Ans. C

22. সালফিউরিক অ্যাসিড একটি—

(A) অজৈব অ্যাসিড

(B) জৈব অ্যাসিড

(C) মৃদু অ্যাসিড

(D) ক্ষারীয় পদার্থ

Ans. A

23. কস্টিক সোডা একটি

(A) অ্যাসিড

(B) লবণ

(C) মৃদু ক্ষার

(D) তীব্র ক্ষার

Ans. D

24. দই-এ পাওয়া যায়

(A) ফরমিক অ্যাসিড

(B) ল্যাকটিক অ্যাসিড

(C) টারটারিক অ্যাসিড

(D) অক্সালিক অ্যাসিড

Ans. B

25. সালফিউরিক অ্যাসিড একটি—

(A) অজৈব অ্যাসিড

(B) জৈব অ্যাসিড

(C) মৃদু অ্যাসিড

(D) ক্ষারীয় পদার্থ

Ans. A

26. সবচেয়ে বেশি স্ফুটনাঙ্কবিশিষ্ট অ্যাসিডটি হল—

(A) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(B) সালফিউরিক অ্যাসিড

(C) নাইট্রিক অ্যাসিড

(D) ফরমিক অ্যাসিড

Ans. B

27. ক্যালশিয়াম হাইড্রক্সাইড হল—

(A) চুন

(B) কলিচুন

(C) সোডা

(D) লবণ

Ans. B

28. প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব

(A) ক্ষারের বৈশিষ্ট্য

(B) অম্লের বৈশিষ্ট্য

(C) লবণের বৈশিষ্ট্য

(D) ক্ষারকের বৈশিষ্ট্য

Ans. B

29. মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়

(A) ফরমিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(C) নাইট্রিক অ্যাসিড

(D) সালফিউরিক অ্যাসিড

Ans. B

30. মানুষের দেহে নাইট্রোজেনের ওজনানুপাত

(A) 22.85

(B) 2.57

(C) 9.99

(D) 61.42

Ans. B

31. অ্যাসিডে অবশ্যই থাকবে

(A) নাইট্রোজেন

(B) হাইড্রোজেন

(C) হাইড্রক্সিল মূলক

(D) অক্সিজেন

Ans. B

32. লেবুতে থাকে—

(A) ল্যাকটিক অ্যাসিড

(B) টারটারিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) ফরমিক অ্যাসিড

Ans. C

33. ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয়—

(A) কস্টিক সোডা

(B) কপ্টিক পটাশ

(C) কলিচুন

(D) ফরমিক অ্যাসিড

Ans. C

34. লেবুতে থাকে—

(A) ল্যাকটিক অ্যাসিড

(B) টারটারিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) ফরমিক অ্যাসিড

Ans. C

35. টারটারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে?

(A) তেঁতুল

(B) টম্যাটো

(C) আপেল

(D) পাতিলেবু

Ans. A

36. ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়

(A) ল্যাকটিক অ্যাসিড

(B) সালফিউরিক অ্যাসিড

(C) মিউরিয়েটিক অ্যাসিড

(D) নাইট্রিক অ্যাসিড

Ans. A

37. যে অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়, তা হল

(A) ফরমিক অ্যাসিড

(B) ল্যাকটিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) অ্যাসিটিক অ্যাসিড

Ans. D

38. কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—

(A) ফ্যাটি অ্যাসিড

(B) নিউক্লিক অ্যাসিড

(C) সাইট্রিক অ্যাসিড

(D) ল্যাকটিক অ্যাসিড

Ans. B

39. মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়

(A) ফরমিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(C) নাইট্রিক অ্যাসিড

(D) সালফিউরিক অ্যাসিড

Ans. B

40. বাথরুম পরিস্কার করার জন্য ব্যবহৃত হয় –

(A) নাইট্রিক অ্যাসিড

(B) সালফিউরিক অ্যাসিড

(C) মিউরিয়েটিক অ্যাসিড

(D) ফরমিক অ্যাসিড

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. কোন্ রোগটি ভিটামিন A-এর অভাবে হয়?

(A) রিকেট

(B) রাতকানা

(C) বেরিবেরি

(D) অস্টিওম্যালেশিয়া

Ans. B

2. উদ্ভিদের ব্যবহার্য একমাত্র জল হল—

(A) মিঠা জল

(B) লবণাক্ত জল

(C) পরিশ্রত জল

(D) খর জল

Ans. A

3. ভোজ্য তেল পাওয়া যায়—

(A) গম থেকে

(B) পাট থেকে

(C) সরিষা থেকে

(D) ছোলা থেকে

Ans. C

4. আমাদের চোখে বর্তমান তরলটি হল—

(A) ঘাম

(B) লালা

(C) অশ্রু

(D) রক্ত

Ans. C

5. জলে দ্রাব্য ভিটামিন কোনটি?

(A) A

(B) C

(C) D

(D) K

Ans. B

6. সুষম খাদ্যে প্রোটিন থাকে মোট খাদ্য উপাদানের

(A) 50-60%

(B) 30-40%

(C) 15-20%

(D) 5-10%

Ans. C

7. নীচের খাদ্য উপাদানগুলির মধ্যে যেটির ক্যালোরি মূল্য সর্বাধিক সেটি হল

(A) কার্বোহাইড্রেট

(B) প্রোটিন

(C) স্নেহপদার্থ

(D) ভিটামিন

Ans. C

8. আমাদের শরীরে খনিজ লবণ থাকে কমবেশি

(A) 8টি

(B) 18টি

(C) 28টি

(D) 38টি

Ans. C

9. নীচের যে শর্করাটি মানবদেহে শক্তি জোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে, সেটি হল

(A) ফ্ৰুকটোজ

(B) স্টার্চ

(C) সুক্রোজ

(D) সেলুলোজ

Ans. C

10. দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্যটি হল

(A) শর্করা

(B) প্রোটিন

(C) স্নেহপদার্থ

(D) ভিটামিন

Ans. D

11. নীচের যেটি কার্বোহাইড্রেটজাতীয় যৌগ নয়, সেটি হল—

(A) স্টার্চ

(B) সুক্রোজ

(C) হিমোগ্লোবিন

(D) ডিঅক্সিরাইবোজ

Ans. C

12. একটি প্রাণীজ শেতসার হল—

(A) ল্যাকটোজ

(B) সেলুলোজ

(C) গ্লাইকোজেন

(D) গ্লুকোজ

Ans. C

13. কর্নফ্লেক্স তৈরি হয়—

(A) চাল থেকে

(B) ভুট্টা থেকে

(C) মটর থেকে

(D) বাজরা থেকে

Ans. B

14. নীচের যেটিতে লিপিড দ্রবীভূত হয় না, সেটি হল—

(A) ইথার

(B) বেঞ্জিন

(C) ক্লোরোফর্ম

(D) জল

Ans. D

15. কৃত্রিম রং ব্যবহৃত শাকসবজি নিয়মিত খেতে থাকলে ফুসফুস, যকৃৎ ও জনন অঙ্গে দেখা দেয়

(A) যক্ষ্মা

(B) পক্ষাঘাত

(C) ক্যানসার

(D) ড্রপসি

Ans. C

16. মানবদেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্জিত থাকে, তা

(A) গ্লাইকোজেন

(B) শ্বেতসার

(C) গুকোজ

(D) সেলুলোজ

Ans. A

17. আমাদের চোখে বর্তমান তরলটি হল—

(A) ঘাম

(B) লালা

(C) অশ্রু

(D) রক্ত

Ans. C

18. কোন্ রোগটি ভিটামিন A-এর অভাবে হয়?

(A) রিকেট

(B) রাতকানা

(C) বেরিবেরি

(D) অস্টিওম্যালেশিয়া

Ans. B

19. জল একটি

(A) যৌগিক পদার্থ

(B) মৌলিক পদার্থ

(C) মিশ্র পদার্থ

(D) খনিজ পদার্থ

Ans. A

20. মানুষের নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ জল নির্গত হয়, তা হল

(A) 100 মিলিলিটার

(B) 400 মিলিলিটার

(C) 800 মিলিলিটার

(D) 1500 মিলিলিটার

Ans. B

21. অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হল—

(A) ভিটামিন A

(B) ভিটামিন D

(C) ভিটামিন E

(D) ভিটামিন C

Ans. C

22. দেহনির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পন্ন হয়, তা হল

(A) প্রোটিন ও খনিজ লবণ

(B) কার্বোহাইড্রেট ও স্নেহপদার্থ

(C) ভিটামিন ও খনিজ লবণ

(D) জল ও রাফেজ

Ans. A

23. মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব, সেটি

(A) K

(B) C

(C) A

(D) D

Ans. D

24. নীচের খাদ্য উপাদানগুলির মধ্যে যেটির ক্যালোরি মূল্য সর্বাধিক সেটি হল

(A) কার্বোহাইড্রেট

(B) প্রোটিন

(C) স্নেহপদার্থ

(D) ভিটামিন

Ans. C

25. সুষম খাদ্যে প্রোটিন থাকে মোট খাদ্য উপাদানের

(A) 50-60%

(B) 30-40%

(C) 15-20%

(D) 5-10%

Ans. C

26. নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোটি দেহকে শক্তির জোগান দেয়?

(A) কার্বোহাইড্রেট

(B) ভিটামিন

(C) জল

(D) খনিজ লবণ

Ans. A

27. কোনটি সরল প্রোটিন?

(A) লাইসিন

(B) অ্যালবুমিন

(C) লাইপোপ্রোটিন

(D) লিউসিন

Ans. B

28. সবুজ উদ্ভিদরা যে জৈবনিক প্রক্রিয়ার দ্বারা নিজেদের খাদ্য তৈরি করে, সেটি হল—

(A) শ্বসন

(B) সালোকসংশ্লেষ

(C) বাষ্ণমোচন

(D) রেচন

Ans. B

29. প্রোটিন বাঁচোয়া খাদ্য হল

(A) শর্করা

(B) স্নেহপদার্থ

(C) শর্করা ও স্নেহপদার্থ

(D) এদের কোনোটিই নয়

Ans. A

30. অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হল—

(A) ভিটামিন A

(B) ভিটামিন D

(C) ভিটামিন E

(D) ভিটামিন C

Ans. C

31. মানবদেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্জিত থাকে, তা

(A) গ্লাইকোজেন

(B) শ্বেতসার

(C) গুকোজ

(D) সেলুলোজ

Ans. A

32. জলে দ্রাব্য ভিটামিন কোনটি?

(A) A

(B) C

(C) D

(D) K

Ans. B

33. ময়দা তৈরি হয়—

(A) গম থেকে

(B) ভুট্টা থেকে

(C) চাল থেকে

(D) যব থেকে

Ans. A

34. শিশুদের জন্য সুষম (আদর্শ) খাদ্য কোনটি?

(A) জল

(B) ভাত

(C) মাছ

(D) মাতৃদুগ্ধ

Ans. D

35. সবুজ উদ্ভিদরা যে জৈবনিক প্রক্রিয়ার দ্বারা নিজেদের খাদ্য তৈরি করে, সেটি হল—

(A) শ্বসন

(B) সালোকসংশ্লেষ

(C) বাষ্ণমোচন

(D) রেচন

Ans. B

36. নীচের যেটি কার্বোহাইড্রেটজাতীয় যৌগ নয়, সেটি হল—

(A) স্টার্চ

(B) সুক্রোজ

(C) হিমোগ্লোবিন

(D) ডিঅক্সিরাইবোজ

Ans. C

37. নীচের যেটিতে লিপিড দ্রবীভূত হয় না, সেটি হল—

(A) ইথার

(B) বেঞ্জিন

(C) ক্লোরোফর্ম

(D) জল

Ans. D

38. আখের রসে উপস্থিত শর্করার নাম হল—

(A) মলটোজ

(B) ফ্ৰুকটোজ

(C) সুক্রোজ

(D) গ্লুকোজ

Ans. C

39. প্রোটিন বাঁচোয়া খাদ্য হল

(A) শর্করা

(B) স্নেহপদার্থ

(C) শর্করা ও স্নেহপদার্থ

(D) এদের কোনোটিই নয়

Ans. A

40. সস্তা অথচ পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যে খাদ্যটি থেকে সেটি হল—

(A) মাছ

(B) মাংস

(C) ডাল

(D) লাউ

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. সমান্তরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে সেটি

(A) তাল পাতা

(B) তেজ পাতা

(C) কলা পাতা

(D) দারুচিনি পাতা

Ans. A

2. মূলরোমের কাজ হল

(A) জল শোষণ করা

(B) অক্সিজেন শোষণ করা

(C) কার্বন ডাইঅক্সাইড শোষণ করা

(D) জল ও খনিজ লবণ শোষণ করা

Ans. D

3. উদবায়ী তরল পদার্থ যে প্রক্রিয়ায় বাস্পাকারে তাদের গন্ধ ছড়ায়, তা হল

(A) পরিবহণ

(B) ব্যাপন

(C) শোষণ

(D) আস্রাবণ

Ans. B

4. জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা

(A) 2টি

(B) 3টি

(C) 5টি

(D) অসংখ্য

Ans. C

5. নীচের কোনটি দ্বিবীজপত্রী বীজ?

(A) ছোলা

(B) ভুট্টা

(C) গম

(D) ধান

Ans. A

6. নিষেকের পর ডিম্বাশয় রুপান্তরিত হয়

(A) বীজে

(B) সস্যে

(C) ফলে

(D) থ্যালামাস-এ

Ans. C

7. নীচের কোনটি একবীজপত্রী বীজ?

(A) নারকেল

(B) মটর

(C) ছোলা

(D) পাইনাস

Ans. A

8. একবীজপত্রী বীজে বীজপত্রের সংখ্যা থাকে—

(A) 1 টি

(B) 2 টি

(C) 3 টি

(D) 4 টি

Ans. A

9. নীচের ফলগুলির মধ্যে যেটি যৌগিক ফল—

(A) ডুমুর

(B) আতা

(C) আম

(D) জাম

Ans. A

10. একটি একপ্রতিসম ফুল হল—

(A) সরষে

(B) ধুতুরা

(C) জবা

(D) বক

Ans. D

11. একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল হল—

(A) জবা

(B) ধুতুরা

(C) কুমড়ো

(D) অপরাজিতা

Ans. C

12. পর্ব ও পর্বমধ্য দেখে চেনা যায়—

(A) মূল

(B) কাণ্ড

(C) পত্র

(D) ফল

Ans. B

13. নীচের যে উদ্ভিদটিতে করতাকার চতুফলক যৌগিক পত্র দেখা যায় সেটি হল

(A) শুশনি

(B) হিঙ্গন

(C) বেল

(D) ছাতিম

Ans. A

14. নীচের যে মুলটি স্থানিক মূলের অন্তর্গত নয়, তা হল

(A) আম গাছের মূল

(B) কাঁঠাল গাছের মূল

(C) গম গাছের মূল

(D) মটর গাছের মূল

Ans. C

15. কুমড়ো ফুলের পুংকেশর চক্রে পুংকেশরের সংখ্যা

(A) 3টি

(B) এটি

(C) 5টি

(D) 6টি

Ans. C

16. আম হল—

(A) বায়ুপরাগী

(B) পতঙ্গপরাগী

(C) জলপরাগী

(D) প্রাণীপরাগী

Ans. B

17. ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে—

(A) নিষেক

(B) গর্ভাধান

(C) দ্বিনিষেক

(D) পরাগযোগ

Ans. D

18. মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে বলে—

(A) মূলত্ৰ অঞ্চল

(B) মূলরোম অঞ্চল

(C) বর্ধনশীল অঞ্চল

(D) স্থায়ী অঞ্চল

19. কুমড়ো ফুল হল—

(A) একলিঙ্গ

(B) উভলিঙ্গ

(C) ক্লীবলিঙ্গ

(D) নগ্ন

Ans. A

20. একটি নীরস ফল হল—

(A) আপেল

(B) ঢ্যাঁড়শ

(C) বেদানা

(D) আম

Ans. B

21. করতলাকার মাল্টিফোলিয়েট যৌগিক পত্র হল—

(A) তেঁতুল

(B) বেল

(C) শিমুল

(D) লজ্জাবতী

Ans. C

22. সমান্তরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে সেটি

(A) তাল পাতা

(B) তেজ পাতা

(C) কলা পাতা

(D) দারুচিনি পাতা

Ans. A

23. নিষিক্ত ডিম্বাণুর নাম

(A) শুক্রাণু

(B) জাইগোট

(C) জাইগোস্পোর

(D) স্পোর

Ans. B

24. চোষক মূল দিয়ে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করতে পারে—

(A) কেয়া

(B) স্বর্ণলতা

(C) পানিফল

(D) কলাবতী

Ans. B

25. উপবৃতি থাকে—

(A) বক ফুলে

(B) জবা ফুলে

(C) মটর ফুলে

(D) ধুতুরা ফুলে

Ans. B

26. অপ্রকৃত ফলের উদাহরণ হল—

(A) আম

(B) কলা

(C) আপেল

(D) পেয়ারা

Ans. C

27. বৃন্তহীন একটি পাতার উদাহরণ হল—

(A) তেঁতুল

(B) শিয়ালকাঁটা

(C) বেল

(D) গোলাপ

Ans. B

28. আম হল—

(A) বায়ুপরাগী

(B) পতঙ্গপরাগী

(C) জলপরাগী

(D) প্রাণীপরাগী

Ans. B

29. উদ্ভিদের প্রধান মুলের চারদিক থেকে যেসব সরু সরু মূল বের হয়, তাদের বলে—

(A) শাখা মূল

(B) প্রশাখা মূল

(C) অস্থানিক মূল

(D) গুচ্ছ মূল

Ans. A

30. মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে বলে—

(A) মূলত্ৰ অঞ্চল

(B) মূলরোম অঞ্চল

(C) বর্ধনশীল অঞ্চল

(D) স্থায়ী অঞ্চল

Ans. C

31. অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন বাতাসের

(A) কার্বন ডাইঅক্সাইড

(B) নাইট্রোজেন

(C) অক্সিজেন

(D) হাইড্রোজেন

Ans. D

32. চোষক মূল দিয়ে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করতে পারে—

(A) কেয়া

(B) স্বর্ণলতা

(C) পানিফল

(D) কলাবতী

Ans. B

33. ধুতুরা ফুলের বৃত্যংশের সংখ্যা হল—

(A) 3টি

(B) 4টি

(C) 5টি

(D) 6টি

Ans. C

34. একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল হল—

(A) জবা

(B) ধুতুরা

(C) কুমড়ো

(D) অপরাজিতা

Ans. C

35. কাণ্ডের উৎপত্তি হয়—

(A) ভ্রূণাক্ষ থেকে

(B) ভ্রূণমূল থেকে

(C) ভ্রূণমুকুল থেকে

(D) ভ্রূণ থেকে

Ans. C

36. লালপাতা ফুল একটি

(A) একলিঙ্গ ফুল

(B) নগ্ন ফুল

(C) বন্ধ্যা ফুল

(D) সম্পূর্ণ ফুল

Ans. B

37. ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক হল—

(A) বৃতি

(B) পুম্পাক্ষ

(C) দলমণ্ডল

(D) পুংস্তবক

Ans. A

38. একটি সুষম বা সমা ফুল হল

(A) অপরাজিতা

(B) মটর

(C) বক

(D) ধুতুরা

Ans. D

39. কাণ্ডের গায়ে প্রায় সমান দূরত্বে কতকগুলি পাট থাকে, এদের বলে—

(A) পর্ব

(B) পর্বমধ্য

(C) কক্ষ

(D) শীর্ষ

Ans. A

40. মূলের উৎপত্তি হয়—

(A) ভ্রূণাক্ষ থেকে

(B) ভ্রূণমুকুল থেকে

(C) ভ্রূণমূল থেকে

(D) ভ্রূণ থেকে

Ans. C

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

1. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে—

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. D

2. ফ্লুরোসেন্ট বালব-এর কারখানায় যারা কাজ করে তাদের যে রোগ হয়, সেটি হল—

(A) বেরিলিওসিস

(B) সিলিকোসিস

(C) অ্যাসবেসটোসিস

(D) কোনোটিই নয়

Ans. A

3. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

(A) 1 ভাগ

(B) 2 ভাগ

(C) 4 ভাগ

(D) 5 ভাগ

Ans. B

4. চোয়ালের হাড়ের ক্ষয় হয়—

(A) সিলিকোসিস রোগে

(B) বেরিলিওসিস রোগে

(C) অ্যাসবেসটোসিস রোগে

(D) ফসি জ রোগে

Ans. D

5. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 184 টি

(B) 284 টি

(C) 484 টি

(D) 784 টি

Ans. D

6. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

(A) 15 কোটি

(B) 60 কোটি

(C) 80 কোটি

(D) 120 কোটি

Ans. D

7. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

(A) 10-20%

(B) 30-40%

(C) 50-60%

(D) 60-70%

Ans. A

8. অরণ্যে উদ্ভিদরা হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. A

9. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে—

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. D

10. 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছরে গড়ে বেড়েছে, প্রায়

(A) 1 মিমি

(B) 3 মিমি

(C) 6 মিমি

(D) 9 মিমি

Ans. B

11. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

(A) 15 কোটি

(B) 60 কোটি

(C) 80 কোটি

(D) 120 কোটি

Ans. D

12. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

13. গত 500 বছরে যতগুলি মেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 138 টি

(B) 238 টি

(C) 338 টি

(D) 538 টি

Ans. C

14. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

(A) 49%

(B) 69%

(C) 79%

(D) 99%

Ans. D

15. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

(A) 1°C

(B) 2°C

(C) 3°C

(D) 4°C

Ans. A

16. গ্রিনহাউস প্রভাবের ফলে—

(A) সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে

(B) সমুদ্রের জলতলের উচ্চতা কমে যাবে

(C) সমুদ্রের জল বাষ্পীভূত যাবে

(D) সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে যাবে

Ans. A

17. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

18. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

(A) 49%

(B) 69%

(C) 79%

(D) 99%

Ans. D

19. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

20. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. B

21. ভারতীয় ভূখণ্ডের আয়তন প্রায়

(A) 11 লক্ষ বর্গকিমি

(B) 22 লক্ষ বর্গকিমি

(C) 33 লক্ষ বর্গকিমি

(D) 44 লক্ষ বর্গকিমি

Ans. C

22. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

(A) 1°C

(B) 2°C

(C) 3°C

(D) 4°C

Ans. A

23. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে—

(A) প্রায় 2.43%

(B) প্রায় 4.43%

(C) প্রায় 7.43%

(D) প্রায় 11.43%

Ans. C

24. একটি গ্রিন হাউস গ্যাস হল—

(A) অক্সিজেন

(B) হাইড্রোজেন

(C) নাইট্রোজেন

(D) মিথেন

Ans. D

25. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 184 টি

(B) 284 টি

(C) 484 টি

(D) 784 টি

Ans. D

26. উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে কমে গেছে

(A) প্রায় 5%

(B) প্রায় 10%

(C) প্রায় 20%

(D) প্রায় 40%

Ans. D

27. হিমালয়ের বরফগলা জলে এশিয়ার যতগুলি বড়ো বড়ো নদী পুষ্ট হয়, তার সংখ্যা

(A) 3টি

(B) 6টি

(C) 9টি

(D) 19টি

Ans. C

28. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

29. আজকের পৃথিবীতে যত সংখ্যক জাতের উদ্ভিদবৈচিত্রের দেখা মেলে, তা হল

(A) প্রায় দেড় লাখ

(B) প্রায় দু লাখ

(C) প্রায় সাড়ে তিন লাখ

(D) প্রায় সাড়ে ছয় লাখ

Ans. C

30. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে–

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. B

31. অরণ্যে উদ্ভিদরা হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. A

32. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

33. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. B

34. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

(A) 10-20%

(B) 30-40%

(C) 50-60%

(D) 60-70%

Ans. A

35. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

36. 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে—

(A) প্রায় 10 সেমি

(B) প্রায় 20 সেমি

(C) প্রায় 30 সেমি

(D) প্রায় 70 সেমি

Ans. D

37. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে—

(A) প্রায় 2.43%

(B) প্রায় 4.43%

(C) প্রায় 7.43%

(D) প্রায় 11.43%

Ans. C

38. চোয়ালের হাড়ের ক্ষয় হয়—

(A) সিলিকোসিস রোগে

(B) বেরিলিওসিস রোগে

(C) অ্যাসবেসটোসিস রোগে

(D) ফসি জ রোগে

Ans. D

39. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

(A) 1 ভাগ

(B) 2 ভাগ

(C) 4 ভাগ

(D) 5 ভাগ

Ans. B

40. বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর যত শতাংশ প্রবালসম্পদ ধ্বংস হয়েছে, তা হল—

(A) 5%

(B) 6%

(C) 16%

(D) 26%

Ans. C

No comments:

Post a Comment