Monday, November 1, 2021

Science Talent Hunt Exam Details.




      Science Talent Hunt (STH) একটি বিঞ্জান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষা। পরীক্ষাটি আয়োজন করছে শিক্ষাদীপ এডুকেশন ও রেনেসাঁ অ্যাকাডেমি- এর যৌথোদ্যগে।
পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি, গণিত,সোস্যাল সায়েন্স বা আমাদের পরিবেশ বা জীবন বিঞ্জান ও ভৌত বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে।
প্রশ্ন হবে MCQ ধরনের, প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে। প্রতি তিনটি ভুলের জন্য এক নম্বর বাদ যাবে প্রাপ্ত নম্বর থেকে।
ইংরেজিতে প্রশ্ন হবে 20টি মান 20
গণিতে প্রশ্ন হবে 20টি মান 20
সোস্যাল সায়েন্সে প্রশ্ন হবে 40টি মান 40
(জীবন বিঞ্জানে 20টি ও ভৌত বিজ্ঞানে 20টি)
-------------------------------------------------------------------
মোট নম্বর =80
 এই পরীক্ষায় 60% নম্বর পেলে পরীক্ষার্থীকে উৎতীর্ণ বলে গণ্য করা হবে।
উৎতীর্ণ পরীক্ষার্থীদের স্কোলারশিপের ব্যবস্থা আছে এবং উৎতীর্ণ পরীক্ষার্থীকে মানপত্র দেওয়া হবে।
আর যারা নিজ নিজ ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে ট্রফী বা মেডেলের মাধ্যমে সম্মানিত করা হবে এবং অন্যান্য পুরস্কারের ব্যবস্থা আছে।
STH এর উদ্দেশ্য:
আমাদের এই বিঞ্জান মেধা অন্বেষণ পরীক্ষাটি নেওয়ার উদ্দেশ্য হল
১ । প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে মেধাবী শিক্ষার্থী চিহ্নিত করণ
২। বিঞ্জান বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা।
৩। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্চা করা।
৪। শিক্ষার্থীর মনে শুপ্ত বিঞ্জান মনস্কতার পূর্ণ বিকাশের জন্য উপযুক্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জুড়ে দেওয়া।
পরীক্ষার সময়,তারিখ ও স্থান,ফীজ:
তারিখ-05/12/2021
স্থান-নিউ হরাইজন অ্যাকাডেমি(রায়কোলা সাত গম্বুজ মসজিদের পিছনের মিশন)
পরীক্ষা ফীজ-50টাকা প্রতি পরীক্ষার্থী।
যোগাযোগ:
পরীক্ষা সম্পর্কে আরও জানতে ও পরীক্ষার ডেমো প্রশ্ন পেতে নিম্নে ওয়েবসাইট দেখতে পারেন।
https://shikshadip.blogspot.com/?m=1
আমাদের ইউটিউব চ্যানেলে পরীক্ষা সংক্রান্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিও গুলি শেয়ার করতে পারেন।
https://youtube.com/channel/UCzCF1n7iXlLQfCd6CvZxj4g
আমরা ফেসবুক পেজে বিভিন্ন শিক্ষনীয় তথ্য উপস্থাপন করি আমাদের পেজটি দেখার জন্য ক্লিক করুন
https://m.facebook.com/108406558268071/
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক হল-
https://chat.whatsapp.com/BROfMVF6kM38BeaqN99BwA
ফর্ম ,ফীজ ও অন্যান্য তথ্য জানার জন্য ফোন করুন 9153425901 /+919733789696 নম্বরে।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ হক।
N.B. মাক্স ও স্যানিটাইজার অবশ্যই সঙ্গে আনতে হবে ও পরীক্ষা হলে কোভিড প্রোটোকল মেনে চলার অনুরোধ রইল।

No comments:

Post a Comment