শিক্ষাদীপ অ্যাকাডেমী(Shikshadip Academy)
Website-www.shikshadip.blogspot.com/FB page- shikhshadip / YouTube- shikshadipacademy.
পরিচালনায়-বেঙ্গল সায়েন্স ফাউন্ডেশন
শিক্ষাদীপ অ্যাকাডেমী একটি উচ্চ মানের অত্যাধুনিক আদর্শ ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। গত দুই বছর ধরে বিজ্ঞান অন্বেষণ পরীক্ষার আয়োজন করে চলেছে। এছাড়াও বেঙ্গল সায়েন্স ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা ও সমাজ সেবামূলক কাজে অংশ গ্রহণ করে।
স্থান-চাকলা বাজার,পোঃ-চাকলা,থানা-দেগঙ্গা, জেলা-উত্তর ২৪ পরগনা,৭৪৩৪২৪
এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইনে ও অফলাইনে সকল বিষয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে টিউশনি পড়ানো হয়।
শিক্ষাদীপ অ্যাকাডেমির নিজস্ব স্কুলে নার্সারি (3 বছর ) থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত
অ্যাকাডেমির উন্নত ও বিজ্ঞান ভিত্তিক নিজস্ব সিলেবাসের বই পড়ানো হয় সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত।
তারপর বিকালে কোচিং দেওয়া হয় 3:30 থেকে পাঁচটা পর্যন্ত ।
এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হল
1.পাঁচ বছর থেকে সরকারি প্রাইমারি স্কুলের সঙ্গে ভর্তির সমস্ত রকম সুযোগ-সুবিধা।যাতে করে তারা সরকারি স্কুলের সব রকম সুযোগ সুবিধা পেতে পারে।
2. মাইনরিটি স্কলারশিপের ব্যবস্থা ।
3.স্বাস্থ্য গঠন ও শারীরিক কসরত এর জন্য ক্যারাটি ও NCC প্রশিক্ষণের ব্যবস্থা।
4. মননশীল ও সৃজনশীল বিকাশের জন্য অঙ্খন ও আবৃতি প্রশিক্ষণ।
5.সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ।
6.কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা ।
7.স্পোকেন ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা।
8.প্রতিবছর বিজ্ঞান মেধা অন্বেষণ(Science Talent Examination)
পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রী
সনাক্ত করা হয় এবং তাকে উপযুক্ত কোচিং এর মাধ্যমে বিজ্ঞান বিভাগের বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে দেওয়া।
9.প্রতিবছর শিক্ষামূলক ভ্রমণের সুব্যবস্থা আছে।
10. ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল গেমের অনুশীলন ও অংশগ্রহণ করার ব্যবস্থা ।
11.বিভিন্ন বিজ্ঞান প্রর্দশনী মেলায় অংশ গ্রহণ।
প্রতিটি ছাত্র-ছাত্রীকে বিজ্ঞান মনস্ক, দেশপ্রেম ও আদর্শ সুনাগরিক গড়ায় আমাদের লক্ষ্য।
আপনার সন্তান আগামী দিনের দেশের সম্পদ । তার সম্ভাবনা ও গুণের বিকাশের ক্ষেত্র ভূমি শিক্ষাদীপ অ্যাকাডেমী আসুন আপনার স্বপ্নের উড়ান আমাদের হাত দিয়েই বিশ্বজয় করুক।
যোগাযোগ
9153425901
www.shikshadip.blogspot.com
kalam360t@gmail.com
Facebook page – shikhshadip
YouTube- shikshadipacademy.

No comments:
Post a Comment