চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কিছু প্রশ্ন উত্তর:
১.কোন কোন জেলার মানুষ পাথরের খাদান এর কাজ করে
বীরভূম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ
২. পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখ
রানীগঞ্জ
৩. কয়লা থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে কি বলে
তাপ বিদ্যুৎ
৪. ঘন জঙ্গলের পাশে বসবাসকারী মানুষের দুটি জীবিকা নির্বাহ
জঙ্গল থেকে কাট ও মধু সংগ্রহ করে
৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কি
কৃষিকাজ
৬. পটুয়ার কি করেন
পুটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জিনিসের পুতুল তৈরি করেন।
৭. যারা মাটির হাড়ি কলসি তৈরি করে তাদের কি বলে।
যারা মাটির হানি কলসি তৈরি করেন তাদের কুম্ভকার বলে।
৮. নকশী কাঁথা কি ।
যে কাঁথায় গায়ে শোধ সুতো দিয়ে গল্পকথা বাঘ সিংহ হাতে ইত্যাদি নানা চরিত্র ফুটিয়ে তোলা হয় তাকে নকশি কাঁথা বলে।
৯. মালাকার কাদের বলে?
যারা শোলার কাজ করে তাদের মালাকার বলে
১০. পোড়া মাটি দিয়ে তৈরি চারটি জিনিসের নাম লেখ
ফুলদানি ছোট বাটি কলসি মাটির ব্যাঙ্ক
১১. সোনার তরী দুটি জিনিসের নাম লেখ
চাঁদ মালা টোপর
১২. কোন নাচে মুখোশ পরতে হয়
ছৌ নাচে মুখোশ পড়তে হয়।
১৩. কোন কোন জেলার ছৌনাছের জন্য বিখ্যাত
বাঁকুড়া পুরুলিয়া
১৪. কোন কোন স্থানের সিল্ক শাড়ি বিখ্যাত
বাঁকুড়া বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ
১৫. কোন স্থানের তাঁতের শাড়ি বিখ্যাত
নদীয়ার ফুলিয়া তাঁতের শাড়ির জন্য বিখ্যাত
১৬. ছৌ নাচের মুখোশ তৈরিতে কোন তেল ব্যবহার করা হয় ?
কেমন আছেন মুখোশ তৈরিতে গর্জন তেল ব্যবহার করা হয়।
১৭. ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝো ?
ছোট যন্ত্রপাতি কম সংখ্যক শ্রমিক মাঝারি মূলধন এবং ছোট কারখানা সম্বর্লিত উৎপাদক কে বলে ক্ষুদ্র শিল্প ।
১৮. পশ্চিমবঙ্গের কয়েকটি তাঁত শিল্প কেন্দ্রের নাম লেখ
নদীয়ার ফুলিয়া নবদ্বীপ হুগলির ধনেখালি ইত্যাদ
১৯. পশ্চিমবঙ্গের দুটি মৃৎশিল্প কেন্দ্রের নাম বল
কলকাতার কুমোরটুলি নদীয়ার কৃষ্ণনগর
২০. পশ্চিমবঙ্গ কোথায় রেল ইঞ্জিন কারখানা আছে
চিত্তরঞ্জনে
২১. পশ্চিমবঙ্গের দুটি গালা শিল্প কেন্দ্রের নাম লেখ
পুরুলিয়ার ঝালদা ও বাঁকুড়া সোনামুখী
২২. ডকরা কি
মৌ-মোম আর ধনুর ছাঁচে গলিত পিতল ঢেলে নানা জিনিস তৈরি করা হয় এই জিনিসগুলোকে ডোকরা বলে।
২৩. ডোকরার কাজ কোথায় বেশি দেখা যায়
বাঁকুড়া ও বর্ধমান জেলায়।
২৪. ডোকরা শিল্পীদের কি বলা হয়?
কোথাও মালাকার কোথাও স্যাকরা কোথাও ঢেপ্পো বলা হয়
২৫. কামার কাদের বলে?
যারা লোহার জিনিস তৈরি করে তাদের কামার বলে
২৬. কাগজ তৈরীর দুটি উপাদানের নাম বল
বাঁশ ও কাঠ
[21/11, 2:09 pm] Abul Kalam: 26. রেশম কি থেকে পাওয়া যায়
রেশম কিট থেকে।
২৮. রেশম কীট কোন গাছে বাসা বাঁধে?
তুঁত গাছে
২৯. কোন পশুর লোম থেকে পশম তৈরি হয়?
ভেড়ার লোম থেকে পশম তৈরি হয়
৩০. কুটির শিল্প কি?
ঘরে বসে অর্থ উপার্জনের জন্য কোন জিনিস তৈরি কে কুটির শিল্প বলে।
৩১. সারি গান কি?
কিছু সঙ্গবদ্ধ কাজ যেমন নৌকা চালানো ,ছাদ পেটানো ইত্যাদির সময় গান গেয়ে কাজটি করা হয় এই গানকে বলা হয় সারি গান।
৩২. টুসু পরব কোন মাসে পালিত হয়?
পৌষ মাসে।
৩৩. ভাদু পুজো কোন মাসে হয়?
#ভাদ্র মাসে
৩৪. উত্তরবঙ্গের কাদের নাচ বিখ্যাত?
#
৩৫. ঝুমুর গান কাদের মধ্যে বিখ্যাত?
#আদিবাসী সাঁওতালদের মধ্যে।
৩৬. পোড়া মাটির জিনিস কিভাবে তৈরি করা হয়?
#প্রথমে মাটি তৈরি করতে হয় তারপর ওই মাটি দিয়ে জিনিস তৈরি করা হয় তারপর জিনিসগুলি আগুনে পোড়ানো হয়।
৩৭. ছাঁচে কিভাবে কোন জিনিস তৈরি করা হয়?
#যে ধরনের জিনিস করতে হবে প্রথমে তার একটি ছাঁচ নেওয়া হয় তারপর ধাতু গলিয়ে ওই ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয়। ধাতু জমে কঠিন হলে জিনিসটি বের করা হয়।
৩৮. বেতের জিনিস তৈরি করতে গেলে কি কি করতে হয়?
#বেঁচে জিনিস তৈরি করতে গেলে বেদকে বাঁকাতে হয় বেত জুড়তে হয়।



















