Saturday, February 8, 2025

চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কিছু প্রশ্ন উত্তর:

 ১.কোন কোন জেলার মানুষ পাথরের খাদান এর কাজ করে 

বীরভূম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ

২. পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখ

রানীগঞ্জ 

৩. কয়লা থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে কি বলে 

তাপ বিদ্যুৎ 

৪. ঘন জঙ্গলের পাশে বসবাসকারী মানুষের দুটি জীবিকা নির্বাহ 

জঙ্গল থেকে কাট ও মধু সংগ্রহ করে 

৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কি 

কৃষিকাজ 

৬. পটুয়ার কি করেন 

পুটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জিনিসের পুতুল তৈরি করেন। 

৭. যারা মাটির হাড়ি কলসি তৈরি করে তাদের কি বলে।

যারা মাটির হানি কলসি তৈরি করেন তাদের কুম্ভকার বলে। 

৮. নকশী কাঁথা কি ।

যে কাঁথায় গায়ে শোধ সুতো দিয়ে গল্পকথা বাঘ সিংহ হাতে ইত্যাদি নানা চরিত্র ফুটিয়ে তোলা হয় তাকে নকশি কাঁথা বলে। 

৯. মালাকার কাদের বলে?

যারা শোলার কাজ করে তাদের মালাকার বলে 

১০. পোড়া মাটি দিয়ে তৈরি চারটি জিনিসের নাম লেখ 

ফুলদানি ছোট বাটি কলসি মাটির ব্যাঙ্ক 


১১. সোনার তরী দুটি জিনিসের নাম লেখ 

চাঁদ মালা টোপর 

১২. কোন নাচে মুখোশ পরতে হয় 

ছৌ নাচে মুখোশ পড়তে হয়। 

১৩. কোন কোন জেলার ছৌনাছের জন্য বিখ্যাত 

বাঁকুড়া পুরুলিয়া 

১৪. কোন কোন স্থানের সিল্ক শাড়ি বিখ্যাত 

বাঁকুড়া বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ 

১৫. কোন স্থানের তাঁতের শাড়ি বিখ্যাত 

নদীয়ার ফুলিয়া তাঁতের শাড়ির জন্য বিখ্যাত 

১৬. ছৌ নাচের মুখোশ তৈরিতে কোন তেল ব্যবহার করা হয় ?

কেমন আছেন মুখোশ তৈরিতে গর্জন তেল ব্যবহার করা হয়।

১৭. ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝো ?

ছোট যন্ত্রপাতি কম সংখ্যক শ্রমিক মাঝারি মূলধন এবং ছোট কারখানা সম্বর্লিত উৎপাদক কে বলে ক্ষুদ্র শিল্প ।

১৮. পশ্চিমবঙ্গের কয়েকটি তাঁত শিল্প কেন্দ্রের নাম লেখ 

নদীয়ার ফুলিয়া নবদ্বীপ হুগলির ধনেখালি ইত্যাদ 

১৯. পশ্চিমবঙ্গের দুটি মৃৎশিল্প কেন্দ্রের নাম বল 

কলকাতার কুমোরটুলি নদীয়ার কৃষ্ণনগর 

২০. পশ্চিমবঙ্গ কোথায় রেল ইঞ্জিন কারখানা আছে 

চিত্তরঞ্জনে 

২১. পশ্চিমবঙ্গের দুটি গালা শিল্প কেন্দ্রের নাম লেখ 

পুরুলিয়ার ঝালদা ও বাঁকুড়া সোনামুখী 

২২. ডকরা কি 

 মৌ-মোম আর ধনুর ছাঁচে গলিত পিতল ঢেলে নানা জিনিস তৈরি করা হয় এই জিনিসগুলোকে ডোকরা বলে।

২৩. ডোকরার কাজ কোথায় বেশি দেখা যায় 

বাঁকুড়া ও বর্ধমান জেলায়। 

২৪. ডোকরা শিল্পীদের কি বলা হয়? 

কোথাও মালাকার কোথাও স্যাকরা কোথাও ঢেপ্পো বলা হয় 

২৫. কামার কাদের বলে? 

যারা লোহার জিনিস তৈরি করে তাদের কামার বলে 

২৬. কাগজ তৈরীর দুটি উপাদানের নাম বল 

বাঁশ ও কাঠ

[21/11, 2:09 pm] Abul Kalam: 26. রেশম কি থেকে পাওয়া যায় 

রেশম কিট থেকে।

২৮. রেশম কীট কোন গাছে বাসা বাঁধে? 

তুঁত গাছে 

২৯. কোন পশুর লোম থেকে পশম তৈরি হয়?

ভেড়ার লোম থেকে পশম তৈরি হয় 

৩০. কুটির শিল্প কি? 

ঘরে বসে অর্থ উপার্জনের জন্য কোন জিনিস তৈরি কে কুটির শিল্প বলে। 

৩১. সারি গান কি?

কিছু সঙ্গবদ্ধ কাজ যেমন নৌকা চালানো ,ছাদ পেটানো ইত্যাদির সময় গান গেয়ে কাজটি করা হয় এই গানকে বলা হয় সারি গান।

৩২. টুসু পরব কোন মাসে পালিত হয়? 

পৌষ মাসে। 

৩৩. ভাদু পুজো কোন মাসে হয়? 

#ভাদ্র মাসে 

৩৪. উত্তরবঙ্গের কাদের নাচ বিখ্যাত? 

#

৩৫. ঝুমুর গান কাদের মধ্যে বিখ্যাত? 

#আদিবাসী সাঁওতালদের মধ্যে। 

৩৬. পোড়া মাটির জিনিস কিভাবে তৈরি করা হয়?

#প্রথমে মাটি তৈরি করতে হয় তারপর ওই মাটি দিয়ে জিনিস তৈরি করা হয় তারপর জিনিসগুলি আগুনে পোড়ানো হয়। 

৩৭. ছাঁচে কিভাবে কোন জিনিস তৈরি করা হয়? 

#যে ধরনের জিনিস করতে হবে প্রথমে তার একটি ছাঁচ নেওয়া হয় তারপর ধাতু গলিয়ে ওই ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয়। ধাতু জমে কঠিন হলে জিনিসটি বের করা হয়।

৩৮. বেতের জিনিস তৈরি করতে গেলে কি কি করতে হয়? 

#বেঁচে জিনিস তৈরি করতে গেলে বেদকে বাঁকাতে হয় বেত জুড়তে হয়।

Sunday, February 5, 2023

পুরস্কার বিতরণী,বিজ্ঞান প্রর্দশনী, অঙ্কন প্রতিযোগিতা,ক্যারাটে প্রর্দশন ও বৈজ্ঞানিক কলা কৌশল প্রদর্শন 2023

 


শিক্ষা সংস্কৃতি। বিজ্ঞান খেলাধূলা প্রযুক্তি

বিজ্ঞান শিক্ষা সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান

 পরিচালনায়: শিক্ষাদীপ অ্যাকাডেমি

স্থান-সুবর্ণপুর হাই স্কুল, চাকলা, থানা- দেগঙ্গা, জেলা-উ.২৪ পরগণা।

সময়-সকাল 10টা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত।

তারিখ- 05/02/2023 রবিবার

অনুষ্ঠান সূচি

বিজ্ঞান প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা, ক্যারাটে প্রদর্শন, বৈজ্ঞানিক কলা কৌশল প্রদর্শন ও বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণ।

প্রধান অতিথি

1. মাননীয় সুব্রত মল্লিক বিডিও দেগঙ্গা ব্লক

2. মাননীয় সরোজ কুমার চক্রবর্তী - অধ্যাপক ডঃ শহীদুল্লাহ কলেজ বেড়াচাঁপা।

3.মাননীয় হাবিবুল্লাহ এ. আই কলকাতা

4. মাননীয় ডক্টর সাঈদ উল ইসলাম

সহকারী অধ্যাপক, গণিত বিভাগ

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়

5.মাননীয় নির্মল কুমার প্রফেসর অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি

6.মাননীয় মলিন বিশ্বাস প্রধান শিক্ষক সুবর্ণপুর হাই স্কুল

7. মাননীয় আব্দুল মাতিন বাংলায় শিক্ষাক্ষেত্রে কেরালা মডেল এর প্রতিষ্ঠাতা

8.মাননীয় ড. মেহেদী হাসান প্রফেসর আলিয়া ইউনিভার্সিটি

9.সাংবাদিক সোনা বন্দোপাধ্যায়

10.মাননীয় আশিস রায় চাকলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ

11.মাননীয় মসিদুজ্জামান এ.এস.আই বসিরহাট পশ্চিম সার্কেল।

12.মাননীয় আলমগীর সাহেব দেগঙ্গা ব্লক সংখ্যালঘু দপ্তর।

13.মাননীয় সাহনাওয়াজ আলম এ.এস আই দেগঙ্গা ও বেড়াচাঁপা সার্কেলে

14.মাননীয় সাহাবুদ্দিন গাইন সাধারণ সম্পাদক আল হিলাল মিশন

15.মাননীয় মইনুদ্দিন সাহেব টিআইসি রহমতে আলম মিশন বেড়াচাঁপা।

16.আরো বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী গুণিজনেরা।

যোগাযোগ- 9153425901/7872842482


Thursday, January 19, 2023

"কাটরাপোতা জামে মসজিদ"। বর্ধমান একটি প্রাচীন জনপদ,

 





"কাটরাপোতা জামে মসজিদ"।

বর্ধমান একটি প্রাচীন জনপদ, এই জনপদে বিভিন্ন সময় বিভিন্ন জনজাতি রাজত্ব স্থাপন করেছেন ।আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ১২০২ খ্রিস্টাব্দে থেকে ১৫৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঠানরা বর্ধমানে রাজত্ব করেছেন এবং কাঞ্চননগর ছিল তাদের রাজধানী। ১৫৭৪ - ৭৬ খ্রিস্টাব্দের মধ্যে আকবর বাংলা অভিযান করেন, এবং পাঠান দের পরাভূত করে মুঘলদের শাসন ব্যবস্থা কায়েম করেন। এবং কাঞ্চন নগর এ ই রাজধানী স্থাপন করেন।



                  কাঞ্চন নগরের পূর্বে এই জনপদের নাম কাটরা পোতা। এই মসজিদের নাম কাটরা পোতা জামে মসজিদ।



               "কাটরা" একটি আরবি শব্দ এর অর্থ অবকাশ যাপন কেন্দ্র বা সরাইখানা।( ক্যারা ভ্যান সাবাই)। এবং "কাটরা" ফার্সি অর্থ বাজার বা বাণিজ্য কেন্দ্র যা সচরত নদীর তীরে অবস্থান করে।



               পোতা অর্থাৎ স্থাপন করা, (তবে পোতা শব্দটি অন্য কোন আরবি বা ফার্সি শব্দের অপভ্রংশ হতে পারে যা খালি চোখে বোঝা যাচ্ছে না) মুঘল যুগে বা পাঠান যুগে এই এলাকায় একটি বড় সরাইখানা ও বাজার বা বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়েছিল, তার থেকেই এর নাম কাটরা হয়েছে, বলেই সহজে অনুমান। পরবর্তীকালে এটি কাটরা পোতা নামে অভিহিত হয়েছে বলেই অনুমান।


               কাটরা পোতা মসজিদ তিন গম্বুজ ও চারটি মিনার দ্বারা সুশোভিত মুঘল স্থাপত্যের নিদর্শন। অবশ্যই চুন সুড়কি দ্বারা নির্মিত এবং খিলেনের কাজ করা, ও সুরভিত নকশা দ্বারা পুরো মসজিদ পরিপূর্ণ। মসজিদটি স্থাপিত হয়েছিল বাঁকা নদীর উত্তর পাড়ে, এবং কাটরাপোতা এলাকা বা গ্রামের ঠিক মধ্যস্তলে।

                এই মসজিদের একটি বৈশিষ্ট্য দেখতে পেলাম যে, গম্বুজ তিনটি ই ডবল লেয়ারের অর্থাৎ একটি গম্বুজের উপর আরেকটি করে গম্বুজ চাপানো আছে (দ্বিস্তর) এবং প্রত্যেকটির একটি করে দরজা আছে। যা আমি অন্য কোন মসজিদের গম্বুজে দেখতে পাইনি।

                মসজিদের ফার্সি শিলালিপি থেকে জানতে পারা যায় যে, এই মসজিদটি ১২৪৩ হিজরী অর্থাৎ ১৮২৭ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ ২০০ বছরের পুরাতন এই মসজিদ।



                মসজিদ নির্মাণ করেছিলেন কাটরা পোতা এলাকার জমিদার, দেওয়ান জনাব এ আলী এবং ওনার স্ত্রী কাতেবা আলী রেজা।

                উক্ত জমিদার জনাবে আলী ও ওনার স্ত্রী কাতেবা আলী রেজা মসজিদে নামে প্রায় ৪০বিঘা জমি দান করেছিলেন, বর্তমানে ৩ বিঘা জমি ও একটি মসজিদের পিছনে পুকুর বিদ্যমান।


               ১৪৫ দাগের খতিয়ান ৫০৪ মাত্র ১১ শতক মসজিদ, এবং ১৪৬ দাগের খতিয়ান ৫০৪ মাত্র ১৪ শতক ডাঙ্গা বর্তমান যা একটি মাদ্রাসায় পরিণত হয়েছে।

                ১৯২০ খ্রিস্টাব্দে মহামারী ও একটি দাঙ্গায় এলাকা মুসলিম শূন্য হয়ে যায়। অল্প কিছু সংখ্যক মানুষ এই এলাকায় থেকে যান। (এলাকার মানুষের বক্তব্য)।

               ১৯৪৭ সালে দেখা যায় মাত্র ১৮ টি বাড়ি মসজিদের সামনে বাসযোগ্য ছিল।

               এলাকার বুদ্ধিষ্ণু জমিদার পরিবারের মানুষজন যথা সুফি মহিউদ্দিন আহমদ পিতা সুফি কেয়াম উদ্দিন আহমদ, তার পিতা ডাক্তার নাজির আহমেদ , ১৯৬৭- ৬৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ চলে যান, অজ্ঞাত কারণে। তাদের সব সম্পত্তি বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু জনগণ দখল করে নেন।

              বন্যার সময় বেশ কিছু মানুষ বাড়িঘর নষ্ট হয়ে গেলে মসজিদে আশ্রয় নেয়, বন্যার পরিস্থিতি ঠিক হলে ওই সমস্ত ঘরের মানুষজন মসজিদের পাশে র কবরস্থানে বসতি স্থাপন করে ফেলেন এবং আজও তারা ওখানেই বসতি স্থাপন করেই আছেন।

              ১৯৯০ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার প্রখ্যাত আলেম মরহুম মোজাম্মেল হক সাহেব মসজিদের সামনে একটি মাদ্রাসা পরিচালনা শুরু করেন যা আজও বিদ্যমান এর পরিচালন কমিটি সঙ্গে মসজিদ কমিটির যৌথভাবে মাদ্রাসাটা পরিচালনা করেন।

                   উক্ত এলাকার মানুষজনের মৃতদেহ সংস্কার করার জন্য আরও কয়েকটি কবরস্থান অবশ্য আছে ,যেমন লাকুড্ডী (ওয়াকাফ্ আমায় নাম আছে কাশেমনগর) দত্ত রাইস মিলের পাশে ১৭৮ শতক কবরস্থান যা বিগত বাম সরকারের সময়, দাসী কোরা নামক বৃদ্ধাকে অর্ধেক বসতি স্থাপনের জন্য জোর করে দিয়ে দেওয়া হয়। কিছু জায়গা N H রাস্তা করার জন্য নিয়ে নেয়। দ্বিতীয় আরেকটি কবরস্থান বিরুটি কুড়ি JL 27 পরিমাণ চার বিঘা কবরস্থান হিসেবে ব্যবহার হয়। এছাড়াও প্রাথমিক স্কুলকে ব্যবহারের জন্য দশ কাটা কবরস্থান ছেড়ে রাখা আছে।

 শেখ মনোয়ার হোসেন - বর্ধমান।১৯/১/২৩

Tuesday, January 17, 2023

New Form for STH2023

 

Download the original PDF form.

After fillup this form give this to our listed centre. To get the examination guide book and sample questions please comment and order shortly.
To download the application form click on the Application form of 2023 link which is given below.

Sunday, January 15, 2023

সমস্ত শ্রেণীর ফলাফল Science Talent Hunt Examination 2022



নোটিশ:

২০২২ বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল প্রকাশ হল। উপরের লিঙ্ক থেকে আপনার শিশুর ফলাফল পাবেন। ২০২৩ এর বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার ফর্ম ফিলাপ আজ থেকে শুরু ,পরীক্ষা হবে নভেম্বর মাসের দিকে। পরীক্ষার যাবতীয় তথ্য পেতে আমাদের গ্রুপকে অনুসরণ করুন।

আগামী ৫ই ফেব্রুয়ারি ২০২৩ পরীক্ষা কেন্দ্র -সুবর্ণপুর হাই স্কুলের মাঠে একটি বিজ্ঞান প্রর্দশনী অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিতিতে পুরস্কার, শংসাপত্র দেওয়া হবে।

যারা বিজ্ঞান প্রর্দশনীতে নাম লেখাতে চাও তারা যোগাযোগ করো উল্লেখিত নম্বরে। সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের ঐদিনে উপস্থিত থাকার একান্ত ভাবে অনুরোধ করছি।

 ফলাফল: Science Talent Hunt Examination 2022:। 

যোগাযোগ:- 9153425901/7872842482

Website-

www.shikshadip.blogspot.com

Email-

shikshadiacademy@gmail.com

Like our Facebook page – https://www.facebook.com/shikhshadip?mibextid=ZbWKwL

Subscribe our YouTube for online education.

https://youtube.com/@shikshadipacademy?feature=shares

Facebook Group 

https://www.facebook.com/groups/ajkerprogati/?ref=share

WhatsApp group

https://chat.whatsapp.com/BROfMVF6kM38BeaqN99BwA


















Thursday, January 12, 2023

নবম শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt 2022

 


1. 0 কেন্দ্রিক বৃত্তের AOB হল ব্যাস এবং DC || AB যদি <BAC = 30° হয়, তাহলে <CAD এর মান কত হবে ?

(a) 60° (b) 50° (c)45 (d)30

2. K এর মান কত হলে x + 2y = 5 এবং 3x + ky + 5 = 0 সমীকরণ দুটির কোনো সমাধান (solution) পাওয়া যাবে না।

(a) k = 2 (b) k #3 (c) k = - 2 (d) k = 3

3. এক ছাত্র 470 নম্বর পায় 6 টি বিষয়ে। প্রতিটি বিষয়ের পূর্ণমান 100। তাহলে শতাংশের হিসেবে সে কত নম্বর পেয়েছিল ?

(a) 67.33% (b) 69.45% (c) 78.33% (d) 78.67%

4. ABCD সামন্তরিকের <BCD = 70° এবং <CBD = 65°। তাহলে <,BDC =?

(a) 45° (b) 35° (c) 25° (d) 55°

5. x-অক্ষের কোন বিন্দুটি (7,6) এবং (-3, 4) থেকে সমান?

a) (1,0) b) (2,0) c) (3,0) d) (-5,0)

6. কিছু পরিসংখ্যার Mode = 6 এবং Mean ও Median এর পার্থক্য 12 হলে Mean = কত?

(a) 18 (b) 52 (c) 30 (d) 42

7. একটি কাপের মধ্যে তিন অংশ দুধ ও এক অংশ জল আছে। কিছু অংশ মিশ্রন তুলে সমপরিমান জল মেশানো হল, যার ফলে নতুন মিশ্রনে অর্ধেক দুধ ও অর্ধেক জল হল। কত অংশ মিশ্রন তুলে নেওয়া হয়েছিল ?

(a) ¼ (b) 1/3 (c)1/2 (d)2/3

8. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 52 সেমি এবং 24 সেমি এবং তাদের মধ্যেকার দূরত্ব 24 সেমি হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

(a) 812 সেমি (b) 1024 সেমি (c) 912 সেমি (d) 936 সেমি

9.A কোনো কাজ 10 দিনে, B, 15 দিনে এবং C, 20 দিনে শেষ করতে পারে। A এবং C এক সাথে 2 দিন কাজ করল। এরপর A এর স্থানে B কে নিযুক্ত করা হল কাজটি মোট কত দিনে শেষ হবে?

(a) 12 দিন (b) 10 দিন (c) 6 দিন (d) 8 দিন

10.কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 2 বছরে সুদে-আসলে 625 টাকা হয় এবং একই হারে বিনিয়োগ করলে 4 বছরে সুদে-আসলে 900 টাকা হয়। আসল কত ?

(a) 350 টাকা (b) 275 টাকা (c) 440টাকা (d) 390 টাকা

11. যদি x :y =3: 1 তাহলে (x^3 - y^3) :(x^3 + y^3) = ?

 (a) 10: 11 (b) 11: 10 (c) 13: 14 (d) 14: 13

12. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7 :3 ঐ পাত্রে আরও 6 লিটার দুধ মিশালে ঐ অনুপাত 3 : 1 হয়; পাত্রে জলের পরিমাণ কত?

(a) 15 লিটার (b) 12 লিটার

(c) 6 লিটার (d) 9 লিটার

13. (569+163)^2-(569-163)^2/ 569*163 এর মান কত?

 (a) 2 (b) 4 (c) 406 (d) 1

14. ত্রিভুজ ABC -এর BD এবং CF মধ্যমা। যদি EO = 7 সেমি হয়, তাহলে CE এর দৈর্ঘ্য কত?

(a) 28 সেমি (b) 35 সেমি

(c) 14 সেমি (d) 21 সেমি

15. রাজু 470 টাকায় একটি চেয়ার বিক্রি করে তার 6% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে ৪% লাভ হবে?

(a) 486 (b) 494 (c) 502 (d) 540

16. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3, 3 বছর পর ওই অনুপাত 3 : 1 হবে, এখন পিতা ও পুত্রের বয়স:

(a)70,21 (b) 50.15 (c) 40.12 (d) 60, 18

17. যদি a= √5+1 /√5-1 এবং b = √5-1/√5+1 হয়,

তাহলে a²+ab+b²/a²-ab+b²

= কত?

(a) 5/3 (b)3/5 (c) 4/3 (d)3/4

18.যদি 35 × 16 = 90, 46 × 22 = 96, 29 × 48 = 576, তাহলে 17 × 24 = ?

(a) 120 (b) 286 (c) 56 (d) 64

19. '' মানে 'addition', '' মানে 'division', '+' মানে ‘subtraction' এবং '+' মানে 'multiplication' হলে,

নীচের কোনটি সঠিক?

(a) 16 + 5 - 10 × 4 /3=9 (b) 16-5x 10/4+3 = 1.2

(c) 16+5/10x4-3=9 (d) 16 x 5 /10 / 4-3 = 19

20. নিচের সংখ্যা সারিতে শূন্যস্থানে কোন্ সংখ্যা বসবে? 12, 20, 30, 42, 56, 72, _ ?

(a) 78 (b) 90 (c) 95 (d) 80

21.বলের পরিমাপ করা হয় ?

(A) নিউটনের প্রথম সূত্র থেকে

(B) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে

(C) ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে

(D) বলের সংযোজন সূত্র থেকে

22.জলে সাবান যোগ করলে জলের-

(A) পৃষ্ঠটান বাড়ে (B) পৃষ্ঠটান কমে

(C) পৃষ্ঠটান একই থাকে (D) ঘনত্ব বাড়ে

23.নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী

(A) স্যাডউইক (B) রাদারফোর্ড

(C) থমসন (D) গোল্ডস্টেইন

24. Cl− আয়নে ইলেকট্রনের সংখ্যা হল -

(A) 19 (B) 18 (C) 20 (D) 15

25.একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হল-

(A) ZnO (B) CaO (C) MgO (D) FeO

26.নিচের কোনটির মিশ্রণ তরলে গ্যাস?

A) বায়ুযুক্ত জল B) বায়ু

C) সংকর ধাতু C) কেরোসিন তেল

27.যদি কোনো পদার্থের নির্দিষ্ট তাপ অসীম হয়, তা

বোঝায় ?

ক) তাপ গ্রহণ করা হয়

খ) তাপমাত্রার কোন পরিবর্তন ঘটে না

তাপ দেওয়া হোক বা নেওয়া হোক।

গ) তাপ দেওয়া হয়

ঘ) কিছুই সিদ্ধান্ত নেওয়া যায় না

28.সরণের মান ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত

(a) সর্বদাই । (b) সর্বদাই < 1

(c) সর্বদাই > | (d) কোনোটিই নয়

29. ব্যারোমিটারের রিডিং হঠাৎ নেমে গেলে কীসের সংকেত দেয়?

(a) বৃষ্টি (d) খুব ঠাণ্ডা

(b) গরম আবহাওয়া (c) ঝড়

30.অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল—

(a) হেমাটাইট (b) বক্সাইট

(c) ম্যাগনেটাইট (d) সিডেরাইট

31.অক্সিজেনের আণবিক ভর M এবং অ্যাভোগাড্রো সংখ্যা N একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হবে-

(a) M/(2N) * g (b) (2M)/N * g

(c) N/(2M) * g (d) (2N)/M * g

32.জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি হল –

(a) 1 জুল = 10^5 আৰ্গ (b) 1 জুল = 1 আর্গ

(c) 1 জুল = 10^7 আৰ্গ (d)1আৰ্গ =10^7 জুল

33. জাড্যের ধারণা দেয়-

(a) নিউটনের প্রথম সূত্র (b) নিউটনের দ্বিতীয় সূত্র

(c) নিউটনের তৃতীয় সূত্র (d) ভরবেগ সংরক্ষণ সূত্র।

34. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, 1J = 4.2 J/cal হলে 5 cal তাপ উৎপন্ন করতে কৃত কার্য

(A) 20J (B) 42J (C) 21J (D) 8.4J

35.অবস্থার পরিবর্তন না হলে, নীচের কোন রাশিটি গৃহীত বা বর্জিত তাপের গণনায় অপ্রয়োজনীয়?

(A) ভর (B) লীন তাপ

(C) আপেক্ষিক তাপ (D) তাপমাত্রার পরিবর্তন

36.কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?

(A) 0°C (B) 2°C (C) 4°C (D) 10°C

37.একটি গাড়ি অমসৃণ অনুভূমিক রাস্তা দিয়ে 15 m/s বেগে চলছে রাস্তার ঘর্ষণ 500 N হলে ইঞ্জিনের ক্ষমতা

(A) 2.5 kW (B) 5 kW (C) 7.5 kW (D) 10 kW

38.নীচের লবণগুলির মধ্যে কোন্ লবণটি আম্লিক লবণ ?

(a) CH3COONa (b) Na2HPO3

(c) NaHSO4 (d) HCOONa

39.কলয়েড দ্রবণে দ্রাব্য কণাগুলির ব্যাস সাধারণত :

(a) 10^-8সেমি -এর কম

(b) 10^-3 সেমি -এর বেশী

(c) 10^-5সেমি -এর কম কিন্তু 10^-8 সেমি -এর বেশী

(d) 10^-3 সেমি -এর কম কিন্তু 10^5 সেমি এর বেশী

40.অ্যাম্পিয়ার ও কুলম্বের মধ্যে সম্পর্ক হল :

(a)অ্যাম্পিয়ার = Second(time)/ Coulomb

(b) অ্যাম্পিয়ার × কুলম্ব = সেকেন্ড (সময়)

(c) অ্যাম্পিয়ার= Coulomb/Second(time)

(d) কোনোটিই নয়

41. ডায়াটম, ডিনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া—

(A) মোনেরার অন্তর্গত (B) প্রোটিস্টার অন্তর্গত

(C) ছত্রাকের অন্তর্গত (D) প্ল্যান্টির অন্তর্গত

42.কোন্ ধাতব মৌলটি ভিটামিন B12-এর একটি উপাদান?

(A) কোবাল্ট (B) ক্লোরিন

(C) সোডিয়াম (D) পটাশিয়াম

43.কার্বোহাইড্রেট থেকে আসে মোট শক্তির

(A) 70.% (B) 30.% (C) 10% (D) কিছুই না।

44.RNA-তে উপস্থিত পেন্টোজ শর্করাটি হল—

(A) হেরোজ (B) রাইবোজ (C) ফুকটোজ (D) গ্লুকোজ

45.কোন্ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের মূলরোম জল শোষণ করে?

(A) ব্যাপন (B) অভিস্রবণ

(C) বাষ্পমোচন (D) ব্যাপন ও অভিস্রবণ

46.কোন রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?

(A) ‘A’ (B) ‘AB’ (C) ‘O’ (D) ‘B’

47.“ট্রাকিয়া” শ্বাস-অঙ্গটি কোন প্রাণীর দেহে দেখা যায়?

(A) কেঁচো (B) টিকটিকি (C) আরশোলা (D) মাছ

48.যে দিনটিকে বিশ্ব স্বাস্থ্যদিবস হিসেবে পালন করা হয়,সেটি হল—

(A) 5 সেপ্টেম্বর (B) 7 এপ্রিল (C) 5 জুন (D) 7 মার্চ

49.OPV-এর পুরো নামটি হল—

(A) Oral Polio Virus (B) Oral Polio Vaccine

(C) Ortho Polio Virus (D) Oral Potato Virus

50.কোশের শক্তিঘর বলা হয়—

(A) সাইটোপ্লাজমকে (B) মাইটোকন্ড্রিয়াকে

(C) নিউক্লিয়াসকে (D) প্লাসটিডকে


অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt 2022


 1.এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের-

a.1/12 অংশ জলে নিমজ্জিত থাকে

b.11/12 অংশ জলে নিমজ্জিত থাকে

c.1/11 অংশ জলে নিমজ্জিত থাকে

d. 7/12 অংশ জলে নিমজ্জিত থাকে

2.পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ এর পরিমাণ কত ?

a. g b. g/2 c. g/6 d. 6/g

3.S I পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের নাম হল-

a.কুলম্ব b.ফ্যারাডে c. ESI আধান d.এম্পিয়ার

4.কোন পদার্থটি তড়িৎ এর সুপরিবাহী নয়-

a.গ্রাফাইট b. রুপো c. অ্যালুমিনিয়াম d. কয়লা

5.যে কণাটি নিউক্লিয়াসে থাকে না সেটি হল-

a.প্রোটন b.নিউট্রন c.ইলেক্ট্রন d. মেসন

6.ভর সংখ্যা হল-

a.নিউট্রন+ইলেক্ট্রন b.ইলেকট্রন+প্রোটন

c.নিউট্রন-প্রোটন c.নিউট্রন+প্রোটন

7.একটি জারক গ্যাস হল-

a.H2s b.O2 c.NH3 d.H2

8.বায়ুর চেয়ে হালকা গ্যাস হল-

a.H2 b.O2 c.CO2 d.CO

9.একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ হল-

a.Cro5 b.Fe2o3 c.P2O5 d.Al2O3

10.কোনটি জ্বালানি বিহীন যানবাহনের উদাহরণ নয়-

a.সাইকেল b. দাঁড় টানা নৌকা

c.মোটরগাড়ি c.কোনোটিই নয়

11.অগ্নি নির্বাপক হিসেবে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হল-

a. So2 b. Co2 c.Cl2 d.O2

12.গাছ কাটার জন্য ব্যবহৃত হয়-

a. হীরক b.গ্রাফাইট c. চারকোল d. অঙ্গার

13.“হোয়াইট ডেথ” হল-

a.প্লেগ b.স্মলপক্স c.যক্ষা d.ম্যালেরিয়া

14.এইডস(AIDS)রোগের জন্য দায়ী ভাইরাস হলো-

a.IVH b.IHV c.VIH d.HIV

15.বজ্রপাত বেশি হয়-

a..বর্ষাকালে c.বসন্তকালে c.শীতকালে d.গ্রীষ্মকালে

16.একজন স্বাভাবিক মানুষের ক্রোমোজোমের সংখ্যা-

a.22 b.23 c.44 d.46

17.প্রোটিন তৈরিতে সাহায্য করে

a. গলজি বস্তু b.সাইটোপ্লাজম

c. রাইবোজোম d.লাইসোজোম

18.আয়তনে বৃহত্তম প্রাণী কোষ হলো-

a.লিম্ফোসাইট b.উট পাখির অনিষিক্ত ডিম

b.নিউরন c.কোনোটিই নয়

19.পানীয় জলের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি

হল-

a.ডায়রিয়া b.যক্ষ্মা c.ম্যালেরিয়া d.হেপাটাইটিস

20.রাইজোবিয়াম যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে তা হল-

a.মোটর b.ধান c.কলা d.আম

21.তন্তু জাতীয় ফসল হলো-

a.চা,কফি b.ধান,গম c.তুলা,পাঠ c.সরষে,সূর্যমুখী

22.রবি শস্য হল

a.ধান b.ভুট্টা c.তুলো d.গম

23.থাইরক্সিন ক্ষরিত হয়-

a.পিটুইটারি থেকে b.থাইরয়েড থেকে

c.বৃক্ষ থেকে d.অগ্নাশয় থেকে

24.ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল-

a.অগ্নাশয় b.থাইরয়েড

c.অ্যাড্রিনাল c.পিটুইটারি

25.জরুরি কালীন হরমোন হল

a.ইনসুলিন b.থাইরক্সিন

c.পেপসিন d.অ্যাড্রিনালিন

26.সুন্দরবন হলো একটি-

a.অভায়ারণ্য b.বায়োস্ফিয়ার রিজার্ভ

c.ন্যাশনাল পার্ক d.সংরক্ষিত বন

27.পশ্চিমবঙ্গের রাজ্য পশু-

a.বাঘ b.হাতি c.সিংহ d.বাগরোল

28.চীন,মঙ্গোলিয়াতে অবস্থিত মরুভূমি হল-

a.সাহারা b.কালাহারি c. থর d. গোবি

29. শ্বাস মূল দেখা যায়-

a.শালগাছের b.সুন্দরী গাছের

c.আম গাছে d.নিমগাছে

30.লবঙ্গ হল-

a.গাছের ছাল b.ফল

c. অপ্রস্ফুটিত পুষ্পমুকুল d. কন্দ

31.এদের মধ্যে কোনটি মূলক সংখ্যা নয় ?

a. ¾ b. 7/3 c. 0.45 d. ✓3

32.নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ গণসংখ্যা নয়-

a.216 b.343 c.324 d.64

33. 4a²b²এবং 20ab²এর এর গ.সা.গু.নির্ণয় করো ?

A.2ab² B. 4ab² C.4a²b². D. 30ab²

34.2x²y³ এবং 10x³y এর ল.সা.গু হল-

A. 2x²y³ B. 10x³y C. 10x³y D. 5x³y

35.80 টাকার 15% =

A.15 টাকা B. 12 টাকা C. 30 টাকা D. 20 টাকা

36.সঠিক উত্তর টি নির্বাচন করো-

3/2×(7/8+11/12)=

A.43/16 B .107/48 C.77/64 D.9/4

37.যদি7* 1 = 64 এবং 3 * 9= 144 হয় তবে 5 * 6 এর মান নীচের কোনটি হবে ?

A. 55 B. 45. C. 101. D. 121.

38.48 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত?

A. 30লিটার B. 6 লিটার C. 40 লিটার D. 8লিটার

39.50⁵⁰ এর সমান হল-

A. 5²×10¹⁰ B. 5⁵⁰×10⁵⁰ C. 5⁵⁰+45⁵⁰. D 1²+50⁵⁰

40. যদি '÷’ চিহ্নও '+’ চিহ্নএবং'6’ ও '3’ সংখ্যা দুটি পরস্পর স্থান বিনিময় করে, তবে নীচের কোন সম্পর্ক টি সত্য -

A. 3+6÷2=5. B. 6÷3+2=8 C.3+6÷5=7 d. 3÷6+1=6

41.a ও b দুটি পরস্পর মৌলিক ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে তাদের গ.সা. গু হবে-

A. 2 B. ab C.1 D. 3

42.একটি ত্রি ভুজের দুটি কোণের মান 45° ও 45° হলে,ত্রিভুজ টি হল

A.সমকোণী B. সমদ্বিবাহু C.স্থূলকোণী D.সমকোণী সমদ্বিবাহু.

43.7/18কে (-5/6) এর অন্যোন্য কতদিয়ে গুণ করলেগুণফল হবে

A.-35/48 B. -7/15. C.-48/35. D.-35/108

44. পরস্পরপূরক কোণনয় কোন জোড়াটি?

A .38⁰,52⁰. B. 30⁰,65⁰ C. 10⁰,170⁰ D. 45⁰,45⁰

45.একটি কারখানায় তিনদিনে 102 টি যন্ত্রাংশ তৈরি হয় ।5 দিনে ওই কারখানায় কত গুলি যন্ত্রাংশ তৈরি হবে ?

A.170 টি B.210 টি. C.34টি D. 100টি.

46.আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ l 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে l আমার ও বাবার বর্তমান বয়স কত ?

A. 5,35 B.15,25 C.10,30 D.25,45

47.চিনির মূল্য 20% বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে?

 A.50/3 B. 20 C.20 D27

48.আত্মঘাতী থলি বলা হয় কাকে ?

A. লাইসোজোম Bরাইবোজোম

C.সেন্ট্রোজোম D.নিউক্লিয়াস

49.ফিফা 2022 ফুটবল বিশ্বকাপের বলে যে চিপ লাগানো আছে তা প্রতি সেকেন্ডে কতবার ডাটা পাঠাতে পারে ?

A.500বার B.300বার C.200বার D.250বার

50.কোষের শক্তিঘর কাকে বলে ?

A. লাইসোজোম Bরাইবোজোম

C.মাইট্রোকন্ডিয়া D.নিউক্লিয়াস


সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt 2022

 


1.ত্বকের কটি স্তর আছে?

A. একটি               B. দুটি                       C. চারটি   D.তিনটি

 

 2. মানবদেহে খাবার হজম হওয়ার সঠিক ক্রমটি খুঁজে বার করো -

A. মুখবিবর-àপাকস্থলী-àগ্রাসনালী-àক্ষুদ্রান্ত

B.মুখবিবর-àগ্রাসনালী-àপাকস্থলী-àক্ষুদ্রান্ত

C.মুখবিবর-àপাকস্থলী-àক্ষুদ্রান্ত্র-àগ্রাসনালী

D.মুখবিবর-àগ্রাসনালী-àক্ষুদ্রান্ত-àপাকস্থলী

 

3.কাঁধ থেকে কনুই অবধি হাড়কে কি বলে?

A.হিউমেরাস                       B.আলনাও রেডিয়াস                           

C.কশেরুকা                      D.টিবিওফিবুলা

 

4.অস্থি মজবুত রাখার জন্য শরীরে কি প্রয়োজন?

A.ম্যাগনেসিয়াম                  B.সোডিয়াম              C.ক্যালসিয়াম              D.আয়রন

 

5.কোন প্রাণীর মুখের পেশীর খুব জোর-

 A.সিংহ                B.হরিণ                 C.চিতা                 D.বাঘ

 

6.যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন-

A.লুইপাস্তুর               B.রবার্টব্রাউন              C.হেকেল               D.রবার্টকখ

 

7.উদ্ভিদ দ্বারা কোন শক্তি ব্যবহৃত হয়-

A. আলো             B. রাসায়নিক              C.তাপ            D.কোনোটিইনয়

 

8.পটাশিয়াম পার ম্যাঙ্গানেটেকি থাকে-

A.কার্বনডাইঅক্সাইড                            B.কার্বন

C.অক্সিজেন                      D.কোনোটিইনয়

 

9.কতসালেপ্রথমকলকাতারময়লাপূর্বদিকেপাঠানোশুরুহয়?

A.১৮৫৮              B.১৮৬০               C. ১৮৫৭              D. ১৯৫৭

 

10. দয়াল কত রকমের সাপ চেনে?

A.10  -12             B.-9                C.15-16               D.13-4

 

11.সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে ?

A.103               B.105                  C.102                  D.107

 

12. কত সালে ভারতে সবুজ বিপ্লব ঘটে?

A.1966               B.1968.               C.1990.               D.1965

 

13.স্কোয়াশ ফলটি দেখতে কেমন ?

A . ঝিঙে               B.পেঁপে                 C.কুমড়ো              D.লাউ

 

14. একটি বায়ু বাহিত রোগ হল-

A.বাত                  B.টাইফয়েড                       

C.মাম্পস          D.কৃমিঘটিতরোগ

 

15.------ যক্ষা রোগ বেশি হয় -

A.অন্ত্রে                  B.  পাকস্থলী               C . বৃক্কে      . ফুসফুসে

 

16. কম্পোস্ট হলো

A.অজৈবসার              B.জৈবসার              C. A  B             D.কোনোটিইনয়

 

17. নখেররং

A.সাদা                  B. গোলাপী  C. ধূসর              D.কোনোটিনয়

 

18.হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ-

A. চারটি              B. দুটি                       C. পাঁচটি.    D.তিনটি

 

19. কোন ব্যায়াম করলে অস্থিগুলো নমনীয় থাকে?

A.ধনুরাসন              B.শলভাসন           C.জিমন্যাস্টিকস                            D.ভুজঙ্গাসন

 

20.প্রথম স্টেথোস্কোপ বানিয়ে ছিলেন-

A. সিধু                  B. রেনে দিনের                     C.নিউটন              D. কেউনা

 

21.লেন্স কথা টি-

A.ইংরেজি             B.  ফারসি    C. গ্রিক                 D. কোনোটিই নয়।

 

 

22.৬০৫৮সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত ?

A.০৫৮      B. ৫৮         C.0           D.

 

3.৫ও ৭এর সাধারণ গুণনীয়ক কত ?

A.৩৫                    B.                            C.                              D.

 

23.পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়

A. ১০০                B.                              C.৯০০১                              D.১০০০

 

24. ৪৮০সেকেন্ডে কত মিনিট ?

A.        B.          C.১০       D.১২

 

25.২১ও ২৮এরগসাগু কত ?

A.                      B.                            C.                             D.২৮

 

26. ৯ও ১২এর সাধারণ গুণিতক কত

A. ২৪                   B.                              C.                            D.৩৬

 

27.১ও ১০এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত ?

A.  ২৬                 B.  ১৭                        C.  ২৭                        D.২০

 

28.( /+/)-(/+/) এর মান কত?

A.৩/৮                B.  ১২/৩৫                 C.D.                   ৪/১২

 

29.আয়তকার চিত্রের পরিসীমার মান কত ?

A. দৈর্ঘ্য ×প্রস্থ                  B. 2×(দৈর্ঘ্য+প্রস্থ)                  

C.(দৈর্ঘ্য)²                           D. (প্রস্থ)²

 

30. .,.০৯,.০৫৮,.৪৮এইগুলির মধ্যেকোনটি বড়ো?

A. .০৯                             B. .০৫৮                C. .                  D..৪৮

 

31. একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়?

A. ২টি      B.১টি      C.০টি       D.অসংখ্য

 

32. একটি সূক্ষ্ম কোণের উদাহরণ হল

A. ৮২                B. ৯০                     C. ১১০                    D. ১৮০

 

33. সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি?

A.অতিভুজ                         B. লম্ব                   C.ভূমি                  D.সরলরেখা

 

34. বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলা হয়?

A. ব্যাসার্ধ                         B. ব্যাস                C. কেন্দ্র               D. পরিধি

 

35.একটিজোড় সংখ্যার উদাহরণহল

A.         B.           C.        D.

36. লুডোরছক্কার আকৃতি কেমন ?

A  ঘনক               B.শঙ্কু                   C.চোঙ                 D.গোলক

 

 

37.ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি

A.নরেন্দ্র মোদি                  B.দ্রৌপদীমুর্মু

C.রামনাথকোবিন্দ            D.প্রতিভাপ্যাটেল

 

38.বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা

A.১৯কি       B.  ২৩টি                    C.  ২০টি                    D.২৫কি।

 

39.একটি প্রেট্রো উদ্ভিদের নাম-

A.ইউক্যালিপটাস               B.পাইন               C.জ্যাট্রোফা               D.ফার 

 

40.ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়-

A.ভিটামিন এ                  B.ভিটামিন ডি                      

C.ভিটামিন কে                 D.ভিটামিন বি কমপ্লেক্স

 

41.কোন প্রাণীর মেরুদন্ড এবং তার পাখনা আছে -

A.প্রজাপতি               B.মাছ                 C.গিরগিটি               D.চিংড়ি

 

42.একটি অপ্রচলিত শক্তির উৎস-

A.সৌরশক্তি               B.জলবিদ্যুৎ              C.তাপবিদ্যুৎ               D.কোনোটিই নয়

 

43. ORS কি থাকে না ?

A. লবণ               B.জল                  C.চিনি               D.লংকা

 

44.এটেল মাটিতে কিসের ভাব বেশি থাকে-

A. বালি                             B.কাদা              

C.কাদা-বালি সমান              D.কোনোটিই নয়

 

45.কোথাকার জল নোনতা ?

A.সমুদ্রের               B.নদীর               C.পুকুরের            D.টিউবওয়েলের

 

46.কাটা বিহীন মাছ হলো -

A.ফলুই মাছ        B. পার্শ্বে মাছ

C. কই মাছ               D.চিংড়ি মাছ

 

47.জলাভূমিতে পাওয়া যায় একটি উদ্ভিদ

A.স্বর্ণলতা                          B.সেগুন

C. কলমি শাক                  C. কাঁঠাল

 

48.আমাদের দেহে রক্ত লাল কারণ-

A.লোহিত কণিকা               B.শ্বেত কণিকা

C.অনুচক্রিকা                    D.কোনোটিই নয়

 

49.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

A.8 মিনিট          B.9 মিনিট   C.12 মিনিট               D.20মিনিট

 

50.ডেঙ্গু রোগের বাহক কে-

A.মশা                 B.মাছি               C.কুকুর               D.উকুন