Thursday, January 12, 2023

নবম শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt 2022

 


1. 0 কেন্দ্রিক বৃত্তের AOB হল ব্যাস এবং DC || AB যদি <BAC = 30° হয়, তাহলে <CAD এর মান কত হবে ?

(a) 60° (b) 50° (c)45 (d)30

2. K এর মান কত হলে x + 2y = 5 এবং 3x + ky + 5 = 0 সমীকরণ দুটির কোনো সমাধান (solution) পাওয়া যাবে না।

(a) k = 2 (b) k #3 (c) k = - 2 (d) k = 3

3. এক ছাত্র 470 নম্বর পায় 6 টি বিষয়ে। প্রতিটি বিষয়ের পূর্ণমান 100। তাহলে শতাংশের হিসেবে সে কত নম্বর পেয়েছিল ?

(a) 67.33% (b) 69.45% (c) 78.33% (d) 78.67%

4. ABCD সামন্তরিকের <BCD = 70° এবং <CBD = 65°। তাহলে <,BDC =?

(a) 45° (b) 35° (c) 25° (d) 55°

5. x-অক্ষের কোন বিন্দুটি (7,6) এবং (-3, 4) থেকে সমান?

a) (1,0) b) (2,0) c) (3,0) d) (-5,0)

6. কিছু পরিসংখ্যার Mode = 6 এবং Mean ও Median এর পার্থক্য 12 হলে Mean = কত?

(a) 18 (b) 52 (c) 30 (d) 42

7. একটি কাপের মধ্যে তিন অংশ দুধ ও এক অংশ জল আছে। কিছু অংশ মিশ্রন তুলে সমপরিমান জল মেশানো হল, যার ফলে নতুন মিশ্রনে অর্ধেক দুধ ও অর্ধেক জল হল। কত অংশ মিশ্রন তুলে নেওয়া হয়েছিল ?

(a) ¼ (b) 1/3 (c)1/2 (d)2/3

8. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 52 সেমি এবং 24 সেমি এবং তাদের মধ্যেকার দূরত্ব 24 সেমি হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

(a) 812 সেমি (b) 1024 সেমি (c) 912 সেমি (d) 936 সেমি

9.A কোনো কাজ 10 দিনে, B, 15 দিনে এবং C, 20 দিনে শেষ করতে পারে। A এবং C এক সাথে 2 দিন কাজ করল। এরপর A এর স্থানে B কে নিযুক্ত করা হল কাজটি মোট কত দিনে শেষ হবে?

(a) 12 দিন (b) 10 দিন (c) 6 দিন (d) 8 দিন

10.কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 2 বছরে সুদে-আসলে 625 টাকা হয় এবং একই হারে বিনিয়োগ করলে 4 বছরে সুদে-আসলে 900 টাকা হয়। আসল কত ?

(a) 350 টাকা (b) 275 টাকা (c) 440টাকা (d) 390 টাকা

11. যদি x :y =3: 1 তাহলে (x^3 - y^3) :(x^3 + y^3) = ?

 (a) 10: 11 (b) 11: 10 (c) 13: 14 (d) 14: 13

12. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7 :3 ঐ পাত্রে আরও 6 লিটার দুধ মিশালে ঐ অনুপাত 3 : 1 হয়; পাত্রে জলের পরিমাণ কত?

(a) 15 লিটার (b) 12 লিটার

(c) 6 লিটার (d) 9 লিটার

13. (569+163)^2-(569-163)^2/ 569*163 এর মান কত?

 (a) 2 (b) 4 (c) 406 (d) 1

14. ত্রিভুজ ABC -এর BD এবং CF মধ্যমা। যদি EO = 7 সেমি হয়, তাহলে CE এর দৈর্ঘ্য কত?

(a) 28 সেমি (b) 35 সেমি

(c) 14 সেমি (d) 21 সেমি

15. রাজু 470 টাকায় একটি চেয়ার বিক্রি করে তার 6% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে ৪% লাভ হবে?

(a) 486 (b) 494 (c) 502 (d) 540

16. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3, 3 বছর পর ওই অনুপাত 3 : 1 হবে, এখন পিতা ও পুত্রের বয়স:

(a)70,21 (b) 50.15 (c) 40.12 (d) 60, 18

17. যদি a= √5+1 /√5-1 এবং b = √5-1/√5+1 হয়,

তাহলে a²+ab+b²/a²-ab+b²

= কত?

(a) 5/3 (b)3/5 (c) 4/3 (d)3/4

18.যদি 35 × 16 = 90, 46 × 22 = 96, 29 × 48 = 576, তাহলে 17 × 24 = ?

(a) 120 (b) 286 (c) 56 (d) 64

19. '' মানে 'addition', '' মানে 'division', '+' মানে ‘subtraction' এবং '+' মানে 'multiplication' হলে,

নীচের কোনটি সঠিক?

(a) 16 + 5 - 10 × 4 /3=9 (b) 16-5x 10/4+3 = 1.2

(c) 16+5/10x4-3=9 (d) 16 x 5 /10 / 4-3 = 19

20. নিচের সংখ্যা সারিতে শূন্যস্থানে কোন্ সংখ্যা বসবে? 12, 20, 30, 42, 56, 72, _ ?

(a) 78 (b) 90 (c) 95 (d) 80

21.বলের পরিমাপ করা হয় ?

(A) নিউটনের প্রথম সূত্র থেকে

(B) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে

(C) ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে

(D) বলের সংযোজন সূত্র থেকে

22.জলে সাবান যোগ করলে জলের-

(A) পৃষ্ঠটান বাড়ে (B) পৃষ্ঠটান কমে

(C) পৃষ্ঠটান একই থাকে (D) ঘনত্ব বাড়ে

23.নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী

(A) স্যাডউইক (B) রাদারফোর্ড

(C) থমসন (D) গোল্ডস্টেইন

24. Cl− আয়নে ইলেকট্রনের সংখ্যা হল -

(A) 19 (B) 18 (C) 20 (D) 15

25.একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হল-

(A) ZnO (B) CaO (C) MgO (D) FeO

26.নিচের কোনটির মিশ্রণ তরলে গ্যাস?

A) বায়ুযুক্ত জল B) বায়ু

C) সংকর ধাতু C) কেরোসিন তেল

27.যদি কোনো পদার্থের নির্দিষ্ট তাপ অসীম হয়, তা

বোঝায় ?

ক) তাপ গ্রহণ করা হয়

খ) তাপমাত্রার কোন পরিবর্তন ঘটে না

তাপ দেওয়া হোক বা নেওয়া হোক।

গ) তাপ দেওয়া হয়

ঘ) কিছুই সিদ্ধান্ত নেওয়া যায় না

28.সরণের মান ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত

(a) সর্বদাই । (b) সর্বদাই < 1

(c) সর্বদাই > | (d) কোনোটিই নয়

29. ব্যারোমিটারের রিডিং হঠাৎ নেমে গেলে কীসের সংকেত দেয়?

(a) বৃষ্টি (d) খুব ঠাণ্ডা

(b) গরম আবহাওয়া (c) ঝড়

30.অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল—

(a) হেমাটাইট (b) বক্সাইট

(c) ম্যাগনেটাইট (d) সিডেরাইট

31.অক্সিজেনের আণবিক ভর M এবং অ্যাভোগাড্রো সংখ্যা N একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হবে-

(a) M/(2N) * g (b) (2M)/N * g

(c) N/(2M) * g (d) (2N)/M * g

32.জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি হল –

(a) 1 জুল = 10^5 আৰ্গ (b) 1 জুল = 1 আর্গ

(c) 1 জুল = 10^7 আৰ্গ (d)1আৰ্গ =10^7 জুল

33. জাড্যের ধারণা দেয়-

(a) নিউটনের প্রথম সূত্র (b) নিউটনের দ্বিতীয় সূত্র

(c) নিউটনের তৃতীয় সূত্র (d) ভরবেগ সংরক্ষণ সূত্র।

34. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, 1J = 4.2 J/cal হলে 5 cal তাপ উৎপন্ন করতে কৃত কার্য

(A) 20J (B) 42J (C) 21J (D) 8.4J

35.অবস্থার পরিবর্তন না হলে, নীচের কোন রাশিটি গৃহীত বা বর্জিত তাপের গণনায় অপ্রয়োজনীয়?

(A) ভর (B) লীন তাপ

(C) আপেক্ষিক তাপ (D) তাপমাত্রার পরিবর্তন

36.কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?

(A) 0°C (B) 2°C (C) 4°C (D) 10°C

37.একটি গাড়ি অমসৃণ অনুভূমিক রাস্তা দিয়ে 15 m/s বেগে চলছে রাস্তার ঘর্ষণ 500 N হলে ইঞ্জিনের ক্ষমতা

(A) 2.5 kW (B) 5 kW (C) 7.5 kW (D) 10 kW

38.নীচের লবণগুলির মধ্যে কোন্ লবণটি আম্লিক লবণ ?

(a) CH3COONa (b) Na2HPO3

(c) NaHSO4 (d) HCOONa

39.কলয়েড দ্রবণে দ্রাব্য কণাগুলির ব্যাস সাধারণত :

(a) 10^-8সেমি -এর কম

(b) 10^-3 সেমি -এর বেশী

(c) 10^-5সেমি -এর কম কিন্তু 10^-8 সেমি -এর বেশী

(d) 10^-3 সেমি -এর কম কিন্তু 10^5 সেমি এর বেশী

40.অ্যাম্পিয়ার ও কুলম্বের মধ্যে সম্পর্ক হল :

(a)অ্যাম্পিয়ার = Second(time)/ Coulomb

(b) অ্যাম্পিয়ার × কুলম্ব = সেকেন্ড (সময়)

(c) অ্যাম্পিয়ার= Coulomb/Second(time)

(d) কোনোটিই নয়

41. ডায়াটম, ডিনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া—

(A) মোনেরার অন্তর্গত (B) প্রোটিস্টার অন্তর্গত

(C) ছত্রাকের অন্তর্গত (D) প্ল্যান্টির অন্তর্গত

42.কোন্ ধাতব মৌলটি ভিটামিন B12-এর একটি উপাদান?

(A) কোবাল্ট (B) ক্লোরিন

(C) সোডিয়াম (D) পটাশিয়াম

43.কার্বোহাইড্রেট থেকে আসে মোট শক্তির

(A) 70.% (B) 30.% (C) 10% (D) কিছুই না।

44.RNA-তে উপস্থিত পেন্টোজ শর্করাটি হল—

(A) হেরোজ (B) রাইবোজ (C) ফুকটোজ (D) গ্লুকোজ

45.কোন্ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের মূলরোম জল শোষণ করে?

(A) ব্যাপন (B) অভিস্রবণ

(C) বাষ্পমোচন (D) ব্যাপন ও অভিস্রবণ

46.কোন রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?

(A) ‘A’ (B) ‘AB’ (C) ‘O’ (D) ‘B’

47.“ট্রাকিয়া” শ্বাস-অঙ্গটি কোন প্রাণীর দেহে দেখা যায়?

(A) কেঁচো (B) টিকটিকি (C) আরশোলা (D) মাছ

48.যে দিনটিকে বিশ্ব স্বাস্থ্যদিবস হিসেবে পালন করা হয়,সেটি হল—

(A) 5 সেপ্টেম্বর (B) 7 এপ্রিল (C) 5 জুন (D) 7 মার্চ

49.OPV-এর পুরো নামটি হল—

(A) Oral Polio Virus (B) Oral Polio Vaccine

(C) Ortho Polio Virus (D) Oral Potato Virus

50.কোশের শক্তিঘর বলা হয়—

(A) সাইটোপ্লাজমকে (B) মাইটোকন্ড্রিয়াকে

(C) নিউক্লিয়াসকে (D) প্লাসটিডকে


No comments:

Post a Comment