Thursday, January 12, 2023

অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt 2022


 1.এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের-

a.1/12 অংশ জলে নিমজ্জিত থাকে

b.11/12 অংশ জলে নিমজ্জিত থাকে

c.1/11 অংশ জলে নিমজ্জিত থাকে

d. 7/12 অংশ জলে নিমজ্জিত থাকে

2.পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ এর পরিমাণ কত ?

a. g b. g/2 c. g/6 d. 6/g

3.S I পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের নাম হল-

a.কুলম্ব b.ফ্যারাডে c. ESI আধান d.এম্পিয়ার

4.কোন পদার্থটি তড়িৎ এর সুপরিবাহী নয়-

a.গ্রাফাইট b. রুপো c. অ্যালুমিনিয়াম d. কয়লা

5.যে কণাটি নিউক্লিয়াসে থাকে না সেটি হল-

a.প্রোটন b.নিউট্রন c.ইলেক্ট্রন d. মেসন

6.ভর সংখ্যা হল-

a.নিউট্রন+ইলেক্ট্রন b.ইলেকট্রন+প্রোটন

c.নিউট্রন-প্রোটন c.নিউট্রন+প্রোটন

7.একটি জারক গ্যাস হল-

a.H2s b.O2 c.NH3 d.H2

8.বায়ুর চেয়ে হালকা গ্যাস হল-

a.H2 b.O2 c.CO2 d.CO

9.একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ হল-

a.Cro5 b.Fe2o3 c.P2O5 d.Al2O3

10.কোনটি জ্বালানি বিহীন যানবাহনের উদাহরণ নয়-

a.সাইকেল b. দাঁড় টানা নৌকা

c.মোটরগাড়ি c.কোনোটিই নয়

11.অগ্নি নির্বাপক হিসেবে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হল-

a. So2 b. Co2 c.Cl2 d.O2

12.গাছ কাটার জন্য ব্যবহৃত হয়-

a. হীরক b.গ্রাফাইট c. চারকোল d. অঙ্গার

13.“হোয়াইট ডেথ” হল-

a.প্লেগ b.স্মলপক্স c.যক্ষা d.ম্যালেরিয়া

14.এইডস(AIDS)রোগের জন্য দায়ী ভাইরাস হলো-

a.IVH b.IHV c.VIH d.HIV

15.বজ্রপাত বেশি হয়-

a..বর্ষাকালে c.বসন্তকালে c.শীতকালে d.গ্রীষ্মকালে

16.একজন স্বাভাবিক মানুষের ক্রোমোজোমের সংখ্যা-

a.22 b.23 c.44 d.46

17.প্রোটিন তৈরিতে সাহায্য করে

a. গলজি বস্তু b.সাইটোপ্লাজম

c. রাইবোজোম d.লাইসোজোম

18.আয়তনে বৃহত্তম প্রাণী কোষ হলো-

a.লিম্ফোসাইট b.উট পাখির অনিষিক্ত ডিম

b.নিউরন c.কোনোটিই নয়

19.পানীয় জলের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি

হল-

a.ডায়রিয়া b.যক্ষ্মা c.ম্যালেরিয়া d.হেপাটাইটিস

20.রাইজোবিয়াম যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে তা হল-

a.মোটর b.ধান c.কলা d.আম

21.তন্তু জাতীয় ফসল হলো-

a.চা,কফি b.ধান,গম c.তুলা,পাঠ c.সরষে,সূর্যমুখী

22.রবি শস্য হল

a.ধান b.ভুট্টা c.তুলো d.গম

23.থাইরক্সিন ক্ষরিত হয়-

a.পিটুইটারি থেকে b.থাইরয়েড থেকে

c.বৃক্ষ থেকে d.অগ্নাশয় থেকে

24.ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল-

a.অগ্নাশয় b.থাইরয়েড

c.অ্যাড্রিনাল c.পিটুইটারি

25.জরুরি কালীন হরমোন হল

a.ইনসুলিন b.থাইরক্সিন

c.পেপসিন d.অ্যাড্রিনালিন

26.সুন্দরবন হলো একটি-

a.অভায়ারণ্য b.বায়োস্ফিয়ার রিজার্ভ

c.ন্যাশনাল পার্ক d.সংরক্ষিত বন

27.পশ্চিমবঙ্গের রাজ্য পশু-

a.বাঘ b.হাতি c.সিংহ d.বাগরোল

28.চীন,মঙ্গোলিয়াতে অবস্থিত মরুভূমি হল-

a.সাহারা b.কালাহারি c. থর d. গোবি

29. শ্বাস মূল দেখা যায়-

a.শালগাছের b.সুন্দরী গাছের

c.আম গাছে d.নিমগাছে

30.লবঙ্গ হল-

a.গাছের ছাল b.ফল

c. অপ্রস্ফুটিত পুষ্পমুকুল d. কন্দ

31.এদের মধ্যে কোনটি মূলক সংখ্যা নয় ?

a. ¾ b. 7/3 c. 0.45 d. ✓3

32.নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ গণসংখ্যা নয়-

a.216 b.343 c.324 d.64

33. 4a²b²এবং 20ab²এর এর গ.সা.গু.নির্ণয় করো ?

A.2ab² B. 4ab² C.4a²b². D. 30ab²

34.2x²y³ এবং 10x³y এর ল.সা.গু হল-

A. 2x²y³ B. 10x³y C. 10x³y D. 5x³y

35.80 টাকার 15% =

A.15 টাকা B. 12 টাকা C. 30 টাকা D. 20 টাকা

36.সঠিক উত্তর টি নির্বাচন করো-

3/2×(7/8+11/12)=

A.43/16 B .107/48 C.77/64 D.9/4

37.যদি7* 1 = 64 এবং 3 * 9= 144 হয় তবে 5 * 6 এর মান নীচের কোনটি হবে ?

A. 55 B. 45. C. 101. D. 121.

38.48 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত?

A. 30লিটার B. 6 লিটার C. 40 লিটার D. 8লিটার

39.50⁵⁰ এর সমান হল-

A. 5²×10¹⁰ B. 5⁵⁰×10⁵⁰ C. 5⁵⁰+45⁵⁰. D 1²+50⁵⁰

40. যদি '÷’ চিহ্নও '+’ চিহ্নএবং'6’ ও '3’ সংখ্যা দুটি পরস্পর স্থান বিনিময় করে, তবে নীচের কোন সম্পর্ক টি সত্য -

A. 3+6÷2=5. B. 6÷3+2=8 C.3+6÷5=7 d. 3÷6+1=6

41.a ও b দুটি পরস্পর মৌলিক ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে তাদের গ.সা. গু হবে-

A. 2 B. ab C.1 D. 3

42.একটি ত্রি ভুজের দুটি কোণের মান 45° ও 45° হলে,ত্রিভুজ টি হল

A.সমকোণী B. সমদ্বিবাহু C.স্থূলকোণী D.সমকোণী সমদ্বিবাহু.

43.7/18কে (-5/6) এর অন্যোন্য কতদিয়ে গুণ করলেগুণফল হবে

A.-35/48 B. -7/15. C.-48/35. D.-35/108

44. পরস্পরপূরক কোণনয় কোন জোড়াটি?

A .38⁰,52⁰. B. 30⁰,65⁰ C. 10⁰,170⁰ D. 45⁰,45⁰

45.একটি কারখানায় তিনদিনে 102 টি যন্ত্রাংশ তৈরি হয় ।5 দিনে ওই কারখানায় কত গুলি যন্ত্রাংশ তৈরি হবে ?

A.170 টি B.210 টি. C.34টি D. 100টি.

46.আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ l 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে l আমার ও বাবার বর্তমান বয়স কত ?

A. 5,35 B.15,25 C.10,30 D.25,45

47.চিনির মূল্য 20% বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে?

 A.50/3 B. 20 C.20 D27

48.আত্মঘাতী থলি বলা হয় কাকে ?

A. লাইসোজোম Bরাইবোজোম

C.সেন্ট্রোজোম D.নিউক্লিয়াস

49.ফিফা 2022 ফুটবল বিশ্বকাপের বলে যে চিপ লাগানো আছে তা প্রতি সেকেন্ডে কতবার ডাটা পাঠাতে পারে ?

A.500বার B.300বার C.200বার D.250বার

50.কোষের শক্তিঘর কাকে বলে ?

A. লাইসোজোম Bরাইবোজোম

C.মাইট্রোকন্ডিয়া D.নিউক্লিয়াস


No comments:

Post a Comment