Thursday, January 12, 2023

ষষ্ট শ্রেণীর প্রশ্নপত্র: Science Talent Hunt Examination 2022


1.এর মান কত(72÷8×9)-(72÷8এর 9 )

A.75.                     B. 80.                         C. 65.                        D.55

 

2.দুটি সংখ্যার .সা.গু 1 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে-

a.মৌলিক যৌগিক                b.যৌগিক

c.মৌলিক                              d.কোনটিই নয়

 

3.স্কুলের গেটে 5/7 রং করা হয়ে গেছে কত অংশ রং করতে এখনো বাকি আছে

a. 3/7                    b.1/7                    c.2/7                      d.2/5

 

4.এর মান কত 3.36-4.62+2.18

a.0.82.                   b.0.92.                    c.0.72.  d.0.52

 

5. 27946138 সংখ্যাটি 9 এর স্থানীয় মান প্রকৃত মান এর পার্থক্য কত?

a. 899991     b. 999991.       C. 799991.             D. 988881

 

6. 150 টাকার ½ অংশ থেকে কত টাকা নিলে 30টাকা পড়ে থাকবে

a.55         b. 65           c.35             d. 45

 

7.মা আমাকে 2.5 কিলো গ্রাম ডাল কিনে আনতে বললেন 1 কিগ্রা ডালের দাম 62.50টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাবো?

a.150.75        b.156.25               c. 160.25               d.157.25

 

8.এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে।20কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে

A.14          B. 12          C. 6           D.8

 

9.দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175এবং145 ; যদি একটি সংখ্যা 725 হয়,তাহলে অপর সংখ্যাটি কত

A. 436        B. 535          C.435        D.638

10. দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতকগুলি বিন্দুতে মিলিত হতে পারে?

A. একটি      B. দুটি    C. তিনটি       D. অসংখ্য

 

11.শূন্য কি সংখ্যা

A. ধনাত্মক    B. ঋণাত্মক C. পূর্ণ সংখ্যা      D. কোনোটিই নয়

 

12.জ্যামিতি বক্সের অর্ধবৃত্তাকার যন্ত্র চাঁদার ইংরেজি নাম কি ?

A.Projector          B. Parameter          

C. Protractor                      D. Perpendicular.

 

13. সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ কথাটি

A. মিথ্যা                 B. সত্য                       C.উভয়                  D. কোনোটিই নয়

 

14. আমার জন্ম 06-03-1989 হলে 25-12-2022তারিখে আমার বয়স কত?

A.34 বছর 9মাস 19 দিন       B. 35 বছর 10 10 মাস 15দিন

C.33 বছর 10মাস 15দিন   D.33 বছর 9মাস 19দিন।

 

15. আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3 ; পড়ার বই 28 টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত?

A.21                      B. 24                          C.  18.                         D. 36.

 

16.কোনটি আয়তঘন নয়

A. ইট .                   B. ছক্কা                      C. বই                         D.বোতল

 

 

17. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?

a. শাল        b. পাইন.      c. বট     d.  সিঙ্কোনা

 

18.একটি সবুজ সার হল-

a. অ্যাজোলা    b. ইউরিয়া c. এন.পি.কে      d. গোবরসার

 

19.উকুন কি ?

a. মিথোজীবী    b. স্বভোজী c. পরজীবী      d. কোনোটিই নয়l

 

20.নিচের পতঙ্গটি কোকুন সৃষ্টি করে

a. মশা  b. মথ                c .মৌমাছি      d.মাছি

 

21.ইস্ট কি ধরনের ছত্রাক -

a. এককোষী    b. বহুকোষী c. দ্বি-কোষী                 d. কোনোটিইনয়

 

22. ক্লাউন মাছের সঙ্গে মিথোজীবিতা গড়ে তোলে -

a. গো-বক     b. পিঁপড়ে  c. গন্ডার d. সাগর কুসুম

 

23.পাতা থেকে বাষ্পমোচন ঘটনাটি-

a.একমুখী      b.বহুমুখী      c.উভমুখী     d.কোনোটিইনয়

 

24.পানীয় জল তৈরিতে কোন ট্যাবলেট ব্যবহৃত হয় -

a.রানট্যাক     b.প্যারাসিটেমল       c.হ্যালোজেন      d.ওমেজডি

 

25.একটি তরল ধাতু হলো -

a.জল    b.পারদ        c.কেরোসিন        d.ডিজেল

 

26.ম্যাঙ্গানিজ এর চিহ্ন -

a.Mn.                    b.Mg.                    c. Ma.                   d. Mag.

 

27.চিনির শরবতে চিনি-

a.দ্রাবক       b.দ্রবণ        c দ্রাব্য        d.কোনটিনয়

 

28.পিউমিসকি ?

a.আগ্নেয়শিলা    b.রূপান্তরিতশিলা  c.পাললিকশিলা  d.কোনোটিইনয়

 

29.আর্জেনটাম হল-

a.আর্সেনিক      b.সিলভার      c.কপার       d.আয়রন

 

30.জলবসন্ত একটি-

a.ব্যাকটেরিয়াঘটিতরোগ       b. ছত্রাকঘটিতরোগ c.ভাইরাসঘটিতরোগ            d. শৈবালঘটিতরোগ

 

31.সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয় ?

a.ওজন     b.ভর         c.দৈর্ঘ্য         d.সময়

 

32.উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে ?

a.অ্যানিমোমিটার       b.ব্যারোমিটার

c.অক্রানোমিটার       d.কোনোটিই নয়

 

33.তামা ও টিনের তৈরি সংকর ধাতু টি হল-

a. অ্যালনিকো               b.রাংঝাল      c. ম্যাগনেসিয়াম      d.ব্রোঞ্জ

 

34.ডিজিটাল ঘড়িতে সবথেকে ছোট যে সময় পরিমাপ করা যায় তা হল –

a. 1সেকেন্ড    b. 0.1সেকেন্ড       c. 0.01সেকেন্ড  d. একমিনিট

 

35.তলের মসৃণতা যত বেশি হয়-

a.ঘর্ষণ তত বেশি হয়       b. ঘর্ষণ তত কম হয়

c. বেশি তাপ উৎপন্ন হয়    c. কম তাপ উৎপন্ন হয়

 

36. পেশির সঙ্গে হারকে যুক্ত করে-

a. টেনডন      b.লিগামেন্ট      c.ধমনি       d.শিরা

 

37.হৃদপিন্ডের সমস্যা হলে কোন মেশিন বসানো হয়-

a. পেস মেকার        b.অক্সিলারি মিটার 

c.ন্যানো মিটার        d.কোনোটিই নয়

 

38.রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্ত কণিকা ?

a.লোহিত রক্তকণিকা             b.শ্বেত রক্ত কণিকা  c.অনুচক্রিকা               d.কোনোটিই নয়

 

39.আমরা বাতাস টেনে নেওয়ার ফলে বুকের খাঁচা ফুলে যায় একে কি বলে ?

a.নিঃশ্বাস   b.প্রশ্বাস   c.নিঃশ্বাস-প্রশ্বাস d.শ্বাস-প্রশ্বাস

 

40.হিঞ্জ সন্ধি দেখা যায়-

a.কাঁধে       b.কোমরে      c.কনুইতে        d.করোটিতে

41.মাছ ধরার ছিপ একটি-

a.প্রথম শ্রেণীর লিভার       b.দ্বিতীয় শ্রেণীর লিভার

c.দ্বিতীয় শ্রেণীর লিভার d.প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার

 

42.একটি জটিল যন্ত্রের উদাহরণ-

a.ছুরি       b.বেলচা       c.সুচ         d.সেলাই মেশিন

 

43.দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হল-

a.মানুষের হাত        b.শাবল      

c.তুলাযন্ত্র           d.নৌকারদাঁড়

 

44.ছোলা একটি-

a.সপুষ্পক            b. শ্যাওলাজাতীয় 

c. মসজাতীয়           d.ফার্ন জাতীয় উদ্ভিদ l

 

45.বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে –

a.কাক b.তারামাছ       c.কচ্ছপ       d.বাদুড়

 

46. “বাংলার কীট-পতঙ্গ” বইটির লেখক –

a.গোপাল চন্দ্র ভট্টাচার্য             b.সেলিম আলী

c.রাঘবেন্দ্র গাডাককার                 d.এম.কে.চন্দ্রশেখর

 

47.আর্সেনিক যুক্ত জলপান করলে যে রোগ সৃষ্টি হয় –

a.মিনামাটা      b.ব্ল্যাক ফুট ডিজিজ c.ইটাই        d.ফ্লুরোসিস

 

48.যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়-

a.থার্মোমিটার         b.ব্যারোমিটার

c.হাইগ্রোমিটার       d.অ্যানিমোমিটার

 

49.এবার FIFA 2022 ফুটবল বিশ্ব কাপের বলের নাম কি ? a.বুলেট b. al-hilam                    c. al-rihal                 d.ব্যাকো

 

50.বোলতাদের জীবন নিয়ে গবেষণা করেছেন-

a.রাঘবেন্দ্র গাডাককার         b.এম.কে.চন্দ্রশেখর      

c.রতনলাল ব্রহ্মচারী             d.সেলিম আলী l

 

No comments:

Post a Comment